নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

সেলাইহীন কাপড় পরার জন্য সেলাইকর্মী

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২



মা, আপনি কি অপেক্ষা করছেন

একটি সংবাদ শোনার জন্য?

আমার বিয়ের খবর। হুম, বিয়েতো বটেই।

বড়ই পাতার গরম পানিতে গোসল দিয়ে

আতর মাখিয়ে নিয়ে যাবে সেলাই বিহীন

কি অদ্ভুত কাপড় জড়িয়ে কবর দিতে।



না, মা, শোনো, তুমি রাগ করো না।

প্রতিদিন তোমার সন্তান মারা যাচ্ছে-

এভাবেই মারা যাচ্ছে, যেভাবে মারা যায় মানুষ।

কিন্তু যারা মারা যায়

দালান ধ্বসে, আগুনে পুড়ে আর রক্তকে জল করে

তাদের বেশির ভাগই- সেলাই কর্মী,

সেই সেলাই কর্মী, যাকে পরতে হয় সেলাইহীন কাপড়!



সেলাই মেশিন দিয়ে কি বুনে আমার বোন?

কাঁচি দিয়ে কি কাটে আমার ভাই?



মা, আপনি কি আরো মৃত্যূর জন্য অপেক্ষা করছেন?



২৭/০৮/৪/২০১৩

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

সজল৯৫ বলেছেন: কি অদ্ভুত অন্যের পোষাক সেলাই করে দিয়ে সে পড়বে সেলাইবিহীন পোষাক। মেহেদী পাতার না রাঙ্গিয়ে বড়ই পাতার গোসল।

খুবই নির্মম.....

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সজল৯৫, মন্তব্যের জন্য।

ভালো থাকুন।

২| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৮

জুন বলেছেন: অনেক অনেক মর্মস্পর্শী কবিতা সজীব কষ্ট লাগলো এসব অকারণ মৃতদের জন্য।

০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কষ্ট! জুন আপু, কষ্ট!

৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

অদ্বিতীয়া আমি বলেছেন: কি নির্মম ! কষ্ট লাগা কবিতা ।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কষ্ট লাগা কবিতা! হয়তো!

ভালো থাকবেন অদ্বিতীয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.