![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা।
উথাল-পাথাল বাতাস তোমায় এলোমেলো করে দেবে।
এলোমেলো করে দিবে তোমার চুল, তোমার আঁচল।
গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা।
এই উথাল-পাথাল বাতাস আমার ভালোবাসা হয়ে জড়িয়ে ধরবে
কর্কটের মতো তোমায়, তোমার নিশ্বাস নিতে কষ্ট হবে।
গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা।
সমুদ্রের ঢেউয়ের মতো বাতাস তোমাকে ভিজিয়ে দিয়ে যাবে
স্মৃতির নোনা জলে, কিভাবে সামলাবে নিজেকে?
গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি বরং ঘরেই থেকো।
এই উথাল-পাথাল হাওয়া লাগিয়োনা তোমার শরীরে
কেননা, খোলস ছাড়া শামুক বেশিক্ষণ বাঁচে না।
১১/০৫/২০১৩
©somewhere in net ltd.