![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বছর খুব ঝড় হবে, দেখো-
আমার বুকে যে ঝড় তুলে তুমি চলে গেছো
তা জানবেনা সে কি হয়?
এ বছর খুব বৃষ্টি হবে, হতেই হবে
অনন্তঃ একদিন প্রচন্ড বৃষ্টি হবে
ডুবে যাবে এ শহর
যেখানে রাখবে পা, সেখানেই আমার কান্না।
এ বছর প্রচন্ড বজ্রপাত হবে
আমার পাজরের নিচে
যে বজ্র বাজে অহর্নিশি
তা তুমি শুনবেনা, সে কি হয়!
এ বছর বন্যা হবে না, খরা হবে না
কেবল
বজ্রপাতসহ প্রচুর ঝড়-বৃষ্টি হবে।
১৭.০৫.২০১৩
১৯ শে মে, ২০১৩ রাত ১২:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুনসী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবু আপনি মন্তব্যের বাক্সে কিছু বললেন। এই কবিতাটা কি সম্পুর্ন হয়েছে? আমি চিন্তা করেছি। আমার না আরো অনেক কিছু বলার ছিলো। কিছু না বলে কষ্টটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হলো। কবিতাটা দীর্ঘ হলো না, তবে অনেক কিছু শক্ত করে বলা গেল অথবা বলার চেষ্টা করা হলো পরিস্কার ভাবে।
ভালো থাকবেন।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এ বছর খুব বৃষ্টি হবে, হতেই হবে
অনন্তঃ একদিন প্রচন্ড বৃষ্টি হবে
ডুবে যাবে এ শহর
যেখানে রাখবে পা, সেখানেই আমার কান্না।
... মিস করেছি বলে আফসোস হচ্ছে!
অবশ্য আমার ব্লগ এ আসার সময় অতো বেশি ও না !
আচ্ছা সজিব , আপনার ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই এমন কেন এই জায়গা টা !! আপনি তো অনেক পুরনো ব্লগার ! কিন্তু কোন তথ্য নেই!
ভালো থাকবেন ... অফ লাইনে পড়ার সময় প্রশ্নটা মাথায় এসেছিল তাই জানতে এলাম !
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জানি না, সামু হয়তো আমাকে মিস্টেরিয়াস (এর ভালো বাংলাটা মনে আসছে না।) করতে চেয়েছে। হাঃ হাঃ হাঃ!
না খুব বেশি দিন থেকে নয়, তবে বছর দুই-তিন হবে হয়তো। আমি তেমন কেউকেটা নই। আবার অনিয়মিত। আমার ছোটভাই বেশ কিছুদিন আমার ব্লগে লিখেছে। সে না লিখলে হয়তো আমি 'সেফ' হতেই পারতাম না। তাই তার প্রতিও আমার কৃতজ্ঞতা। তবে এখন সে ভিন্ন নামে লেখে।
আমি মূলতঃ ছুটির দিনে সামুতে আসি। তাই আপনার পোস্টও আমার খুব কম পড়া হয়েছে। দারুণ লেখেন।
(আমার সমস্যা হলো, সামুতে কে কতদিন ধরে আছে, কতখানি পরিচিত এসব নিয়ে মাথা ঘামাইনা। যাকে যা খুশি বলে ফেলি। ঠোটকাটা জাতীয়। এখনতো লজ্জাই লাগছে, প্রথমবার মন্তব্য করেছি আপনার ব্লগে আর সে কি রকম ভুলটুল ধরে বিচ্ছিরি কান্ড! আপনি যে এত জনপ্রিয়ো সে কি আমি জানতাম? সত্যি দুঃখিত। নিজের ব্লগে ক্ষমা চেয়ে নিচ্ছি।)
৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হুম , আপনি যে অনিয়মিত তা বুঝতে পারছি !
ধন্যবাদ । আমি অনেক নতুন । পড়তে ভালো লাগে আর লিখতে চেষ্টা করি তাই আমি ও সামু তে এসে ধরা খেলাম ...অনেক চেষ্টা করে ও ছাড়তে পারিনি!
ঠোঁটকাটাদের মন স্বচ্ছ হয় বলে জানি । হুট হাট যা বলে সত্যিটাই বলে ! সুতরাং এতো লজ্জিত হবার মতো কোন ব্যাপার এই না এসব । আর ভুল হলে ধরিয়ে তো দেয়া উচিত । নাহলে শোধরানো যাবে কি করে!
আমি জনপ্রিয়!!
কি বলেন ! কেউতো বললোও না আমাকে এই কথাটা ।
... এইডা কিছু হইলো!
আসলে সবার ব্লগ এ আমার ও যাওয়া হয় , তাই সবাই আসে আমারটাতে মন্তব্য করতে... এটুকুই ...
ভালো থাকবেন !
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনিও ভালো থাকবেন। আর লেখা যে কেউ লিখতে পারেনা। এইটা ঠিক অনেকেই অনেক কিছু চিন্তা করে মাত্র। আর চিন্তাতেই সীমাবদ্ধ থাকে, আর খুব কম মানুষ লিখতে পারে। আপনি সেই সব কম মানুষ গুলোর একজন হয়ে উঠুন।
৪| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইরফান ভাই, আপনিতো শুধু ইমো দিয়েই শেষ, বিশেষ কিছু বলেন না, আর সবিশেষ কি বলবেন? হাঃ হাঃ হাঃ
ভালো থাকুন, ভালো লিখুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৩৭
মুনসী১৬১২ বলেছেন: +++++++++++