![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার না, ঘুম আসে না।
কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেলে
বৃষ্টি শুরু হয়, সারা রাত- সারা দিন বৃষ্টি হয়
ঠান্ডা হাওয়া বয়, শরীর জুড়ায় কিন্তু হৃদয়?
আমার না, ঘুম আসে না।
ও চোখ, তোমার কি ক্লান্তি নেই? তোমার কি শ্রান্তি নেই?
কারে খোঁজো তুমি? সূর্যের নিচে ছায়াহীন কিছু?
না অন্ধকারে নিজের ছায়া?
আমার না, ঘুম আসে না।
ও চাঁদ মামা, কই লুকোলে বল, আমার কপালে টিপ দিবে না?
আমার চোখে ঘুম এনে দিবে না? তুমি তো জানো-
আমি কত লক্ষ্মী সোনা।
আমার না, ঘুম আসে না।
আমার দু’চোখ কি নক্ষত্র হয়ে গেছে কেবল জ্বলে যাবে?
অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে
সেদিনও কি ঘুমের খুব হবে প্রয়োজন?
আমার না, ঘুম আসে না।
ঘুম আসেনা
ঘুম… … …
২৪.০৫.২০১৩
২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাহ সুন্দর তো, আমার মাথায় এলো না কেন? হয়তো কবিতাটার বিষয় সেদিকে যায় না বলেই। কেবল চোখেই সীমাবদ্ধ ছিলো বলে।
ধন্যবাদ দানবিক রাক্ষস। ভালো থাকবেন।
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:১৩
কালোপরী বলেছেন:
না ঘুমান ভাল
২৬ শে মে, ২০১৩ রাত ১২:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ কালোপরী।
ভালো থাকবেন।
৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ৮:২৪
দানবিক রাক্ষস বলেছেন: ""অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে,
নিস্তব্দতার মাঝে একলা বসে থাকি একদিন বধির হবো বলে।""
লাইন দুটো আমার জীবনের অংশ।
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জানি না, জীবনের কোন দুঃখ আপনাকে ছুঁয়ে গেছে। ঠিক একদিন সুখ এসেও আপনার কপালে চুমু খাবে। তখন জীবন হবে অনেক অনেক সুন্দর।
দানবিক রাক্ষস, ভালো থাকবেন সব সময়।
৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৫
অপ্সরা বলেছেন:
২৯ শে মে, ২০১৩ রাত ১:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি আপু, ভালো লাগে নি? হিজিবিজি লেখা।
অনেক দিন পর আমার বাড়ি এলেন। এই আনন্দ রাখি কোথায়!
অনেক অনেক ভালো থাকবেন।
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:০৩
জুন বলেছেন: ঘুম না আসলে অনেক খারাপ লাগে সজীব
+
৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও জুন আপু, ধন্যবাদ।
ভালো আছেন নিশ্চয়ই।
৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: আমারও ঘুম আসেনা...
১১ ই জুন, ২০১৩ রাত ১২:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ
ভাই, মাহতাব সমুদ্র ভালো থাকবেন, সব সময়।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
আমার না, ঘুম আসে না।
আমার দু’চোখ কি নক্ষত্র হয়ে গেছে কেবল জ্বলে যাবে?
অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে
সেদিনও কি ঘুমের খুব হবে প্রয়োজন?
প্রিয় তে ...
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ।
৮| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১
এরিস বলেছেন: অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে,
নিস্তব্দতার মাঝে একলা বসে থাকি একদিন বধির হবো বলে।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দানবিক রাক্ষস ভাই, চমৎকার মিলিয়েছেন। আপনিও তাতে সুর মেলালেন।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ১২:১২
দানবিক রাক্ষস বলেছেন: প্রথম ভালো লাগা।
অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে,
নিস্তব্দতার মাঝে একলা বসে থাকি একদিন বধির হবো বলে।