নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা- ৩

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতে দিতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।





- আজ চোখে চশমা দেখলাম

- হুম, কম্পিউটারের সামনে থাকতে থাকতে এই অবস্থা,

কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে, তাই।

- ও! আমি তবে একটা কিছু মিস করবো

- কী?

- অমন সুন্দর চোখ!

- হি, হি, হি

- না, না হাসবেন না, সত্যি বলছি

চশমা ছাড়াই আপনি অনেক সুন্দর

অত সুন্দর চোখ জোড়া কাঁচে বন্দী থাকবে

শুধু এটুকু হলেও হতো

ঢেকে থাকবে তো আরো অনেক কিছু

- আর কী?

- চোখের ভাষা, চোখের অনুরাগ

চোখের ইশারা, চোখের বিরাগ

- আচ্ছা যান, পরবো না

- ছিঃ ছিঃ আমি কি তাই বলছি নাকি?

অবশ্যই পরবেন

আমি কি একটু বেশি বলে ফেলেছি?

- জানি না

- আমার খুব শখ একটা চমশাওয়ালা বউ দেখি

- কি?

- মানে আমি কোনো মেয়েকে বধূ বেশে

চশমা পরে থাকতে দেখিনি।

- কি উদ্ভট চিন্তা!

- উদ্ভট কেন?

- উদ্ভট নয়তো কি!

- আচ্ছা আমার সব কিছুই কি আপনার উদ্ভট লাগে?

আমার মৌনব্রত পালন

ইচ্ছা হলেই এদিক সেদিক ঘোরাঘুরি

ছবি তোলা

কবিতা লেখার অপচেষ্টা

কাউকে চমকে দিয়ে তার জন্মদিনে গিফট দেয়া

হঠাৎ একদিন আফিসের গুষ্টি শুদ্ধ লোককে খাওয়ানো

অফিসের কোনো অনুষ্ঠানে যেচে পরে দায়িত্ব নেয়া

এ সব কিছু কি উদ্ভট?

- হুম উদ্ভটই তো!

- ঠিক আছে আর করবো না,

- সে কি! এসব না করলে আপনার নামের যথার্থতা কোথায়?

- আর নাম!

নামে কি আসে যায়

- কারু কারু নিশ্চয়ই আসে যায়!

- সে তো দেখতেই পাচ্ছি।

- আচ্ছা ঝগড়া শুরু করলেন কেন বলুনতো?

- সেইতো, ঝগড়া হয়ে যাচ্ছে, না!

- হচ্ছেই তো!

- ঠিক আছে বাদ দিন।

- দিলাম বাদ।

- কি বাদ দিলেন?

- জানি না।

- আচ্ছা শুনুন না, কাল টিপ পরবেন তো!

- আজকে আসি

- এখনি চলে যাবেন?

আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ

- আল্লাহ হাফেজ।





কথামালা- ২



কথামালা- ১



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: এরপর ঝগড়া লাগায় দাও ভাইয়া!


ঝগড়ায় মনের কথা আরও বেরিয়ে আসবে অবশ্যই!:)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ আপি, ভালো বলেছেন। দেখি কোথায় যায়-

অনেক দিন পর আমার ব্লগে এলেন। কী যে ভালো লাগছে!

ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকবেন সব সময়।

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

কারো সাথে শেয়ারে আবৃত্তি করতে বা ডুয়েট আবৃত্তি শুনতে পারলে দারুন লাগতো !

পড়তে পড়তে আবৃত্তিই শুনছিলাম যেনো !

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ ওভাবে মনে হয়নি তো কখনো। বাহ ভালো বুদ্ধি!

পনিআপু, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সব সময়।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

গোর্কি বলেছেন:
ঝরঝরে, সাবলীল ভঙ্গিমায় সংলাপ উপস্থাপন। ভালোলাগা রইলো।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ গোর্কি। আমার ব্লগে স্বাগতম।

ভালো থাকবেন, সব সময়।

৪| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

তোমোদাচি বলেছেন: ভাল লাগছে কথামালা

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তোমোদাচি ভাই, অসংখ্য ধন্যবাদ। সাথে আছেন এটাই এগিয়ে যাওয়ার পাথেয়।

ভালো থাকবেন।

৫| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বরাবরের মতো অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই!
:) :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগা জানলাম। কিন্তু আপনি হঠাৎ হঠাৎ উধাও হয়ে যান কোথায়?

ভালো থাকবেন আপু। সব সময়।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:)
ছোট বিরতি নিচ্ছি আর কি !

ফিরবো আবার হয়তো :)

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আবার হয়তো কি? আপনাকে ফিরতেই হবে। আমরা অপেক্ষা করে আছি, পরবর্তী কথপোকথনের জন্য।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.