![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মতোই অভিমানের চাদর পরে আছে চাঁদ
মনে হচ্ছে কত দূর, ফিকে জোছনায়
সয়লাব বন পাহাড় সমুদ্দুর
ঢেউয়ের মতো মেঘ পাড়ি দিয়ে আসে তার রোশনাই
শ্রাবনের এরাত, বাতাসের হিম আর
জোছনার কুহেলী- হৃদয় বাজে
শূন্যতার মতো অসীম হয়ে-
প্রকৃতি কি এক অচেনা রূপে সাজে!
যারে চিনি আমি বহুদিন, আবার তারেই চিনি না
এ ব্যর্থতার ভার পারিনা আর সইতে
সহনের সহ্য সীমা গেছে ছিড়ে, মিছে অভিলাষে
বেঁচে আছি, অবশিষ্ট আর কিছু নাই কইতে
বেঁচে আছি কেবলে বেঁচে থাকতে হয় বলে
ইচ্ছে হয়না আর এ জীবনের ভার বইতে।
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ পনি আপু।
আমি কি লেখি? কেউ একজন আমাকে দিয়ে লেখায়। হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন।
২| ২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৫
তোমোদাচি বলেছেন: নো হতাশা, ডু ফুর্তি !!
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সত্যি তাই। অনেক অনেক ধন্যবাদ।
৩| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ আমার বিলাসিতা
কষ্ট আমার সুখ
হতাশারে আশা দিয়ে
আলোকিত করি মুখ।
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। ভালো থাকবেন।
৪| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
মোঃ নজরুল ইসলাম বলেছেন: লেখক বন্ধুদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, যারা শিশু সাহিত্যে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চান, শিশুদের মানসিক বিকাশে অগ্রনী ভূমিকা রাখতে চান তাঁরা অতিসত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শিশুদের উপযোগি কবিতা, ছড়া, গল্প, ভ্রমণ কাহিনী, কল্পকাহিনী, গোয়েন্দা কাহিনী প্রভৃতি ধরনের গ্রন্থ একক ভাবে বা যৌথ ভাবে প্রকাশ করতে চাই। একই সাথে সকল অবিভাবকদের বলব আপনারা আপনার সন্তানদের বিশেষ বিশেষ দিনে বই উপহার দিন। বইয়ের চেয়ে ভাল কোন উপহার হতে পারে না।
E-mail: [email protected], [email protected]
*** লেখার সাথে নাম, ঠিকানা, মোবাইল নং অবশ্যই প্রদান করতে হবে।
http://www.facebook.com/SristyProkashony
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এক সময় ছোটকুদের জন্য ছড়া লিখতাম। আমার পিচ্চি পিচ্চি ছাত্রদের জন্য। এখন নিজেকে কেমন বড় বড় লাগে। ভুল বললাম, বুড়া বুড়া লাগে।
কিছু লিখলে অবশ্যই পাঠাবো। একটা কিশোর উপন্যাস লেখার ইচ্ছা। প্লটটা মাথায় আছে, কিন্তু কিছুই গুছিয়ে উঠতে পারছিনা।
ধন্যবাদ।
৫| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
মায়াবী ছায়া বলেছেন: বেঁচে আছি কেবলে বেঁচে থাকতে হয় বলে
ইচ্ছে হয়না আর এ জীবনের ভার বইতে।
---ভালো লাগলো ।।
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া, আমার ব্লগে স্বাগতম।
৬| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সকল দুঃখ দূর হয়ে যাক
কবিতায় ++++
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার আশা বা প্রত্যাশা পূরণ হোক। সকলে সুখে থাকুক। শান্তিতে থাকুক।
৭| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সায়েম মুন বলেছেন: খুব সুন্দর একটা কবিতা!
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন। সব সময়।
৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০
লী এনজেল বলেছেন: Jiboner a var,
bohibar saddho kar!
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, তাই। ভালো থাকবেন লী এনজেল।
আর আমার ব্লগে স্বাগতম।
৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর!!!
একটু বিষণ্ণ কি!
ভুল বললাম ... অনেক বেশি বিষাদ আর কষ্ট মাখানো কাব্য ...
ভালোলাগা জানবেন!
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কষ্ট, আমার শরীর জুড়ে কষ্ট
বিষণ্ণ, আমার চেতনায় বেধেছে ঘর
চিনি, যারে অনেক অনেক চিনি
হায়! সে যে আমার শত জনমের পর।।
এই সব হেয়ালি আমি ইচ্ছে করে করি তা নয়। এইসব আমার অন্তর্গত রক্তের সাথে মিশে আছে। জীবনানন্দ দাশের মতোই বলতে হয়-
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের (এখেনে পড়তে হবে আমার) অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
ক্লান্ত- ক্লান্ত করে;
ভালো থাকবেন, সব সময়। হ্যাপি ব্লগিং।
১০| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
ক্লান্ত- ক্লান্ত করে;
বিষণ্ণতা ফুরিয়ে যাক জীবন থেকে ...
ভালো থাকবেন ভাই!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন, আপনিও। এই জন্মদিনটা নিশ্চয়ই খুব খুব ভালো কেটেছে?
১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আলহামদুল্লাহ ... অন্য সব বছরের চাইতে ভালো !!!
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুনে ভালো লাগলো। আর প্রোফাইল পিকচারটাও সুন্দর হয়েছে। জোস...
১২| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩
এরিস বলেছেন: জীবনের ভার বইতে হয়না। জীবন এমনি এমনিই এগোতে থাকে, চাইলেই থামানো যায় না। বিষণ্ণতায় সময় কাটে অন্ধকারে, জীবন কিন্তু তখনো চলতে থাকে, আলো আঁধারের তফাৎ করেনা।
প্রথম প্লাসটা দিলাম আমার পছন্দের ছবিটির জন্যে।
দ্বিতীয় প্লাস কবিতার জন্যে।
ভাল থাকুন। অনেক ভাল লাগা রেখে গেলাম সাইফুল ইসলাম।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এরিস ভাই, আপনি হয়তো ঠিকই বলেছেন। তবে ...
থাক, তবেটা আজ না, অন্য কখনো, অন্য কোথায়ও যদি দেখা হয় তবে বলবো।
আমার ব্লগে স্বাগতম। ভালো লাগাগুলো অনুভব করলাম।
ভালো থাকবেন, সব সময়।
১৩| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১
ভিয়েনাস বলেছেন: যারে চিনি আমি বহুদিন, আবার তারেই চিনি না
এ ব্যর্থতার ভার পারিনা আর সইতে ..... মানুষ চেনা বড় দায়।
তবু আমরা বয়ে চলেছি জীবনের এই ভার....যতদিন বেঁচে আছি বহন করতে হবে।
বিষাদি কবিতায় অনেক ভালো লাগা জানালাম
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিষাদী কবিতার জন্য অনেকের গঞ্জনা শুনতে হয়েছে। আসলে আমি তো এমনই।
বিষাদের রস কখনো তৃপ্ত করেনা
না কন্ঠ, না অন্তর
তাই টুং টাং বাজাই
যন্তর মন্তর।
ভালো থাকবেন ভিয়েনাস ভাই। সব সময়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪
আরজু পনি বলেছেন:
উমহু হতাশা নয়...আশা নিয়ে থাকুন সজীব।
কবিতায় বিষাদ মাখা ভালো লাগা রইল।।