নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা-৫

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বওড। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।









- কী করেন?

- কিছুনা

- অলস সময়?

- এই আর কি

- আমার একটা জিনিস মনে হচ্ছে

- কী?

- আপনি যে ড্রেসটা পরে আছেন, সেটার রং নীল

কি ঠিক হলো?

- নীল আপনার খুব পছন্দ, না?

- হুম, খুব

কিছু বললেন না যে

- কি বলবো?

- আমার আন্দাজ ঠিক হলো কিনা

(ও পাশ নীরব থাকে)

কত লোকের ESP থাকে

আমার না কিছু নেই

যা মনে করি তার কিছুই মেলে না।

যোগ-বিয়োগে মেলে না

গুণ-ভাগে মেলে না

গোজামিলেও গন্ডগোল বাঁধে

- কি দরকার এমন মিল-অমিলের হিসেব করার?

- হয়তো দরকার নেই, তবু

কতদিন যে আমি অফিস যেতে যেতে মনে করেছি

- কী

- মনে করেছি আজ টিপ পরে আসবেন,

হয়নি

কোনো দিন মনে হয়েছে, আজ আপনার হাতের চুড়ি গুলোর রঙ হবে লাল

এসে দেখি হাত খালি।

কোনদিন মনে হয়েছে, জুতো জোড়ার হবে কালো

জামার সাথে মিলিয়ে হয়েছে সাদা!

- হাঃ হাঃ হাঃ

- না না শুনুন

কোনো দিন মনে হলো আজ বেনী করে আসবেন

এসে দেখি খোলা চুল

একদিন মনে হলো আজকের লিপস্টিকের রঙ হবে লাল

সেদিন অফিস এসে দেখি হালকা কমলা

এতটাই হালকা ছিলো বোঝাই যায় না।

- তাহলে বুঝলেন কিভাবে?

- সাদা কাপে ঐ রঙের ছাপ পরেছিলো

আপনি চা না খেলে বুঝতেই পারতাম না!

- আপনি তো আচ্ছা ছেলে মানুষ

- হু, ছেলে মানুষই তো, তবে

একদিন মিলেছিলো, এই সেদিন যে শাড়ি পরেছিলেন ঐদিন

- আপনাকে এতো কিছু কে মনে করতে বলেছে?

- কেউ বলেনি,

না, আমি ইচ্ছা করে মনে করি, তাও না

- তবে?

- আমার মাথার ভেতর অন্য কেউ বসে আছে

সেই ভাবে, ওতো আর আমার নিয়ন্ত্রণে নেই।

- কিসে নিয়ন্ত্রণে আছে?

চোখেও তো নেই

- মানে?

- মানে মিটিং এ বসে আমার দিকে আড় চোখে

তাকানোর দরকারটা কি ছিলো?

- সেটাও লক্ষ্য করেছেন?

- হু

- কি করবো বলুন?

কেবল এই মিটিংটার সময়ইতো আপনাকে

(একটু থেমে)

এতো কাছ থেকে দেখতে পাই।

- নির্লজ্জ

- দুঃখিত

আর কী কী গালি গালাজ শুনতে হবে?

- আজ যাই।

- যাবেন?

- হু

- আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ

- আল্লাহ হাফেজ।

- টা টা

- টা টা

- বাই,

- উফ, বাই।





কথামালা- ৪



কথামালা- ৩



কথামালা- ২



কথামালা- ১

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

শায়মা বলেছেন: :P


আসলেই তো বেটা অপস স্যরি নর টা বড়ই ছেবলু!!!!!!!!!!!!:P:P:P

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ আপি, এইটা কি বললেন?

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: কেবল এই মিটিংটার সময়ইতো আপনাকে
(একটু থেমে)
এতো কাছ থেকে দেখতে পাই।
- নির্লজ্জ
- দুঃখিত
আর কী কী গালি গালাজ শুনতে হবে?



:P


এই কারনে শুনালাম

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ এর পক্ষে বা বিপক্ষে আমার কোনো সাফাই নেই আপি। আমি কেবল কালের সাক্ষী। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে সিরিজটা!

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুধু ইমো! আর কিছু বলার নেই?

তবু মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
বেশ মজার B-))

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বেশ মজার পর্যন্ত ঠিক ছিলো, কিন্তু এর পরের ইমোটা দেখেতো ভয় লাগছে।

পনি আপু, সাথে থাকুন।

৫| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: টুম্পা মনি, আপনাকেও ঈদ মোবারক।

ভালো থাকবেন সব সময়।

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

জুন বলেছেন: টা টা
- টা টা
- বাই,
- উফ, বাই :P :P

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপি, ঈদ মোবারক।

আপনার মন্তব্য দেখেই বুঝতে পারছি। শেষটা ভালো লেগেছে। কি ঠিক বলিনি?

ঈদ কেমন কাটলো, এই নিয়ে একটা ব্লগ লিখে ফেলুন।

ভালো থাকবেন। সব সময়।

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ইস এমন করে যদি কথা বলতে পারতাম! আমার তো উপস্থিত বুদ্ধিই নেই। কথার পিঠে কথা কোনো দিনই বলতে পারি না। তাই চির কাল মেয়েরা হ্যাবলা-ভ্যাবলা-ক্যাবলাকান্ত ভেবে গেল। দুঃখ লাগে এদেশের মেয়েদের জন্য রতন চিনল না!!!!!!!!!!!!

হা..হা..হা....

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হা: হাঃ হাঃ লেগে থাকুন। এক দিন চিনবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.