![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কোথায় যাবে? –যাও
তোমার আত্মা বাঁধা পড়েছে আমার আত্মায়
তুমি তোমার দেহ নিয়ে
যেথায় খুশি যাও।
তুমি কোথায় যাবে? –যাও
আমার সমস্ত আশীর্বাদ তোমার সাথেই আছে
মরিচীকার পিছে ছুটছো
দেখো, যদি দেখা পাও।
তুমি কোথায় যাবে? –যাও
আমার বুকের হাহাকারের সুর আমি বেঁধে রাখবো
আমার দুঃস্বপ্নের দৈত্য-দানব আমি বেঁধে রাখবো
আমার কষ্টের ঝড়-ঝঞ্চা আমি বেঁধে রাখবো
আমা হতে দূরে বহু দূরে যেয়ে
দেখো, যদি সুখ পাও।
১৬ই আগস্ট, ২০১৩।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ ধন্যবাদ জুনাপি।
পড়ছেন, মন্তব্য করছেন, এতেই আমার আনন্দ!
আজ সকালেই ঘুম থেকে উঠে এক বসায় লিখলাম।
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমার বুকের হাহাকারের সুর আমি বেঁধে রাখবো
আমার দুঃস্বপ্নের দৈত্য-দানব আমি বেঁধে রাখবো
আমার কষ্টের ঝড়-ঝঞ্চা আমি বেঁধে রাখবো
আমা হতে দূরে বহু দূরে যেয়ে
দেখো, যদি সুখ পাও। +++++++
চমৎকার হয়েছে কবিতা।
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা ভাই। অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
আর ভালো থাকবেন, সব সময়।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
মাহবু১৫৪ বলেছেন: চরম
++++++++
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাহবু১৫৪ ভাই, + এর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
টুম্পা মনি বলেছেন: তুমি কোথায় যাবে? –যাও
আমার বুকের হাহাকারের সুর আমি বেঁধে রাখবো
আমার দুঃস্বপ্নের দৈত্য-দানব আমি বেঁধে রাখবো
আমার কষ্টের ঝড়-ঝঞ্চা আমি বেঁধে রাখবো
আমা হতে দূরে বহু দূরে যেয়ে
দেখো, যদি সুখ পাও।
দারুণ রোমান্টিক কবিতা! অনেক ভালো লাগল। শুভকামনা সজীব। সদা সবুজ থাকুন।
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ টুম্পামনি।
আপনাদের ভালো লাগলেই লেখাটা স্বার্থক হয়ে উঠবে।
ভালো থাকবেন, সব সময়।
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ সাইফুল ইসলাম সজীব,
হাহাকার ভরা কিন্তু ভালোবাসার অনুপম সোহগে রাঙানো আপনার কবিতা ।
যে যাবার সে যায় । শুধু সত্যিকার ভালোবাসা যায়না কোথা্ও ।
তাই হয়তো লিখেছেন -
তোমার আত্মা বাঁধা পড়েছে আমার আত্মায়
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করলেন। ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
আপনিও ভালো থাকবেন, সব সময়।
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
শায়মা বলেছেন: যদি আর কারে ভালোবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো ......
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ
হুম, এই ভাব ধারারই হয়েছে মনে হয়। রবির কিরণের বাইরে যাওয়া খুবই কষ্টকর। এতো প্রতিভা আমার নেই। অনেক অনেক ধন্যবাদ আপি।
আমার যে কোনো লেখায় আপনার মন্তব্য আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আর বিশেষ কি, ও ঈদ স্পেশাল লেখাটা কই? খাবার-দাবার পোস্ট! ইয়াহু! (আমি কিন্তু বেশি খাই না। তবে ভোজন রসিক।)
৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: জুন বলেছেন: তুমি কোথায় যাবে? –যাও
আমার সমস্ত আশীর্বাদ তোমার সাথেই আছে
মরিচীকার পিছে ছুটছো
দেখো, যদি দেখা পাও।
সুন্দর ।
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন, সব সময়।
৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫
কামরুল হাসান জনি বলেছেন: ভালবাসার মানুষটির স্বাধীনতা নষ্ট না করে তাকে স্বাধীনভাবে চরতে দিয়েছেন। এই মনোভাবটি আমার খুব ভাল লেগেছে। প্রতিটা প্রেমিকেরই এমন হওয়া উচিত।+++++
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জনি ভাই, একটু পেছনের কথা বলি। আসলে আপনি মনোভাব নিয়ে কি বুঝাতে চেয়েছেন বা বুঝেছেন জানি না।
আমার লেখা আমাকে প্রকাশিত করে। আমার চিন্তাকে, আমার মননকে। তবে এটা কবিতার চেয়ে আমার গল্প বা অন্যান্য লেখাতে আরো বেশি প্রতিফলিত হয়। কবিতার ক্ষেত্রে একটু ভিন্ন। যা সব সময় বলি তা হলো, আমি আসলে কবিতা লিখতে পারিনা। এটা আসে। হঠাৎ হঠাৎ আসে। এই আসা কথাগুলো বা শব্দগুলো আমি বন্দী করি। অনেক অনেক গুলোকে সময় মতো বন্দী করা হয়না, আর সেগুলো থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।
যা হোক, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সব সময়।
৯| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
সায়েম মুন বলেছেন: হুম। সে চলে গেলে সুখ পাবে না এটা জানি!
কবিতা ভাল লেগেছে।
তাইতো কই এত ভুলক্রুটি ধরাধরি কেন। আমি তো এখনো এই জগতে আন্ডাবাচ্চা। :!> :#>
১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ, সায়েম মুন ভাই।
আবার সরমিন্দা দিয়ে গেলেন! (প্রচন্ড লজ্জার একটা ইমো হবে।)
কয়লা ধুলেও ময়লা যায়না। কি করবো বলেন?
ভালো থাকবেন, সব সময়।
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
সুপান্থ সুরাহী বলেছেন:
''তুমি কোথায় যাবে? –যাও
আমার সমস্ত আশীর্বাদ তোমার সাথেই আছে
মরিচীকার পিছে ছুটছো
দেখো, যদি দেখা পাও।''
সুন্দরম!
ভাল লাগল। শব্দ করে আবৃত্তি করছি...
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সুপান্থ সুরাহী।
১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯
বোকামন বলেছেন:
ছন্দ এবং সুরের আবেশ জড়িয়ে সুন্দর একটি কবিতা !
ভালোলাগা রইলো এবং শুভকামনা।।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বোকামন ভাই, আপনার সুন্দর মন্তব্য বেশ লাগলো।
অনেক অনেক ধন্যবাদ। কবিতাটা পড়ার জন্য, সর্বোপরি মন্তব্যের জন্যও। ভালো থাকবেন। সব সময়।
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে শেষের দিকে পরপর তিন লাইনে বেঁধে রাখবো শব্দবন্ধের অন্যরকম লিখলে বোধ হয় আরো ভালো হত।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আচ্ছা চিন্তা করবো। বেধে রাখবো, আটকে রাখবো, লুকিয়ে রাখবো, এরকম আরো অন্য অনেক কিছুই হতে পারতো। দেখি।
হাসান মাহবুব ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক অনেক সুন্দর গল্প লেখেন। এতো ভালো যে, ঈর্ষার পর্যায়ের। অনেক দিন কোনো গল্প লেখা হয়না। কতগুলো গল্প আধা-খেচরা হয়ে আছে, কোথায় যে আছে তাও খুঁজে বের করতে হবে। এই কবিতা ছাড়া আর কোনো কিছুর ব্যাপারে আমার এতো সিরিয়াসনেস নেই।
ভালো থাকবেন। আর অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ভালো লেগেছে ।
++
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন রশিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। নিজেকে অকৃতজ্ঞ মনে হয়। আমার অনেক লেখাতেই আপনি নীরবে এসে সুন্দর সুন্দর মন্তব্য করে যান। আর আপনার ব্লগে যাওয়াই হয়না।
ভালো থাকবেন ভাই। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাসুম আহমদ ১৪ ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময়।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭
ভিয়েনাস বলেছেন: তুমি কোথায় যাবে?-যাও
আমার থেকে হাজার মাইল দূরে...
অদৃশ্য নয়ন হবে শুভ নক্ষত্রপুন্জ।
ভালো লাগলো।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার একটা কবিতা হারিয়ে গেছে। কবিতাটা আর মনে করতে পারিনি। সেখানে এমন দুটো লাইন ছিলো-
কোথায় লুকাবে মুখ?
যখন আকাশটাই চোখ!
এই লাইন দুটো আমি আমার একটা গল্পেও ব্যবহার করেছি। আপনার "অদৃশ্য নয়ন হবে শুভ নক্ষত্রপুন্জ" লাইনটি পড়ে কেন জানি মনে পরে গেলো।
ভিয়েনাস ভাই, ভালো থাকবেন। সব সময়।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
জুন বলেছেন: তুমি কোথায় যাবে? –যাও
আমার সমস্ত আশীর্বাদ তোমার সাথেই আছে
মরিচীকার পিছে ছুটছো
দেখো, যদি দেখা পাও।
আহা কি সত্যি কথাটাই না তুলে ধরেছো সজীব ।অনেক অনেক ভালোলাগলো তোমার এই কবিতাটি। একটার বেশি ভালোলাগা দেয়ার সুযোগ নেই ।
+