নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা- ৬

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।



কথা মালা- ৬



- আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি

- কেন?

- একটা জিনিস জানার জন্য

- কী?

- আপনি মোজার্ট শুনেছেন?

- মোজার্ট কি?

- আচ্ছা বাদ দেন

বাসায় ফিরলেন কখন?

- এইতো আধা ঘন্টা হলো

- বাস পেয়েছিলেন?

- হু

- কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন?

- বেশিনা পনের মিনিট।

- তবে তো অনেক সময় লাগলো পৌছুতে।

- এ আর নতুন কী?

- সেই

একটা জিনিস লক্ষ্য করেছেন?

হঠাৎ-ই মাথায় এলো

- কী?

- আপনি আমি দু’জনই থাকি শহরের দুই প্রান্তে

আর প্রতিদিন দেখা হয় শহরের মাঝামাঝিতে

- প্রতিদিন না

- ঐ হলো, শুক্র-শনি আর ছুটির দিন বাদে

- হু

- আচ্ছা, শুক্র-শনি কি করেন?

- কি আর করবো, ঘরেই থাকি

- আন্টিকে সাহায্য করেন নিশ্চয়ই?

- হু

- আচ্ছা আপনি রানতে পারেন?

- হ্যাঁ

- আল্লাহ, আপনি রাধতে পারেন!

- এতো আশ্চর্য হওয়ার কি আছে?

- না, আমি মনে করেছিলাম

- যে রাঁধে সে বুঝি আর চুল বাধে না?

- না, আমি মনে করেছিলাম,

যে চুল বাধে সে রাঁধতে জানেনা

- মানে কী?

- মানে হলো

আপনিতো আর কোনোদিন বলেন নাই

এইটা আমার রাধা, খেয়েদেখেন কেমন হলো

- ও আম্মু, রাঁধতে দেয় না।

মাঝে মাঝে করি

- পাছে গায়ের রঙ নষ্ট হয়ে যায়?

- চা খেলে হয় শুনেছি, অনেককে বলতে

রাধলেও হয়, জানতাম নাতো!

- কেন? সূর্যের আলোয় যদি গায়ের রঙ পাকা হয়

তবে আগুনের তাপেও তো হওয়ার কথা

- কে বলেছে আপনাকে?

- কেউ বলেনি, দুই আর দুই এ চার করলাম

এর বেশি কিছু না।

- না, ও রকম কিছু না

- সে জানি, এমনি দুষ্টুমি করছিলাম

আর

- আর?

- আপনাকে একটু রাগানোর চেষ্টা করছিলাম

- হাঃ হাঃ হাঃ

- শুনুন না, বলছিলাম যে

- হু, শুনছি

- আমরা দুজন শহরের দু’প্রান্তে আছি

এক প্রান্তে থাকলে কেমন হতো?

- আচ্ছা, আবার?

আজকে যাই

- যাবেন?

- হু

- ঠিক আছে

আল্লাহ হাফেজ

- আল্লাহ হাফেজ





কথামালা- ১



কথামালা- ২



কথামালা- ৩



কথামালা- ৪



কথামালা- ৫

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: কথার মালায় বন্ধুত্বের ফুল প্রস্ফুটিত হোক। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ কী যে ফুটবে, আল্লাহপাকই জানেন। অনেক ধন্যবাদ, হাসান মাহবুব ভাই।

ভালো থাকুন। সব সময়।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

সায়েম মুন বলেছেন: আরও কথার ফুলঝুড়ি দেখতে চাই।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ এর পরের পর্বটা লেখা হয়েছে। পাবেন সামনে সপ্তাহেই।

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

বোকামন বলেছেন:
কথামালা বেশ সুন্দর হয়েছে ! পূর্বেরগুলোতে সময় পেলে আসবো।
ভালো থাকুন লেখক।।
“+”

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বোকামন ভাই, ধন্যবাদ। এইটার চেয়ে পূর্বের গুলো আরো মজার এটা নিশ্চিত। পড়ে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না।

ভালো থাকুন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

পরোবাশি২০১৩ বলেছেন: Are these true? Nice job!

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ পরোবাশি২০১৩। আগেরগুলো ও পড়ে দেখতে পারেন। কেমন লাগে জানিয়েন।

আর ভালো থাকুন। সব সময়।

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

মুহামমদল হািবব বলেছেন:
কথার মালায় বন্ধুত্বের ফুল প্রস্ফুটিত হোক। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এতো পুরো হাসান মাহবুব ভাইয়ের কথাই বললেন। যাই হোক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন, সব সময়।

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কথার মালায় বন্ধুত্বের ফুল প্রস্ফুটিত হো


:) :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ভাই। আপনাকে পাশে পাই, ভালো লাগে।

ভালো থাকবেন, সব সময়।

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

ভিয়েনাস বলেছেন: কথামালা চলতে থাকুক.......

শুভ কামনা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনারা চাইলে অবশ্যই চলবে।

ধন্যবাদ ভিয়েনাস। আশা করি সাথেই থাকবেন।

আর ভালো থাকবেন, সব সময়।

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

অলওয়েজ ড্রিম বলেছেন: কথোপকথনের আমেজে আরও অনেক দিন বুঁদ হয়ে থাকতে চাই।
চমৎকার। চালিয়ে যান।
সহজ ভঙ্গিতে সহজ কথা, মাঝেমাঝে দুষ্টুমি। বেশ লাগছে।

শুভ কামনা------

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে, এই পর্বগুলো বেশি সহজ হয়ে যাচ্ছে। তবে সম্পর্ক তো সহজ থেকেই সম্পূর্নতার দিকে যায়। আবার কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো সারা জীবনই হালকা থাকে কখনো গভীর হয়না। এই সম্পর্ক কেমন হবে কে জানে? সাথে থাকুন। জানতে পারবেন।

আর হ্যাঁ, ভালো থাকুন, সব সময়।

৯| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

-আচ্ছা যাই
-ঠিক আছে, ভালো থাকবেন
-মোজার্টের কথাটা বললেন না যে আর...?
-ইউটিউব থেকে দেখে নিয়েন
-কেন আপনি বললে কি হয় ?
-...............................

এভাবে শেষ হয়েও কথা শেষ হয় না অনেক সময় ;)




অফটপিকে একটা বিষয় শেয়ার না করে পারছি না । আপনার ব্লগ পরিসংখ্যান এমন কেন ?!!!

পোস্ট করেছেন: ১৬৩টি
মন্তব্য করেছেন: ১৮৮০টি
মন্তব্য পেয়েছেন: ১৫৮০টি
ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই ??!!!!!
ব্লগটি মোট ২৬০৪১ বার দেখা হয়েছে

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ পনি আপু, আপনি তো দারুণ লিখেছেন। সত্যি চলতেই থাকে। নিজের মতো করে। আমি একটা ধরা বাধা নিয়মের ভেতর চলছি। দেখা যাক কোথায় যায়। এর বেশি কিছু বলা ঠিক হবে না।

ও এই পরিসংখ্যান বিষয়ে আমার নিজের ও কিছু বলার নেই। সামুই বলতে পারবে এমন কেন? আরো কে জানি ঠিক এই প্রশ্নটা করেছিলো।

ভালো থাকবেন। সব সময়।

১০| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

জুন বলেছেন: খুব ভালোলাগলো কথামালা সজীব:)
ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম রান্না না করা মেয়েটি শেষ পর্যন্ত রান্না ঘরে ঢুকে কি না দেখার জন্য। তখন নিশ্চয় সে তার গায়ের রঙ নিয়ে উদবিগ্ন থাকবে না এখন কার মত।
+

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম। দেখা যাক। আরো একটু মনযোগ দেয়া দরকার জানি। তবু লেখা হয়ে উঠছে না।

অনেক অনেক ধন্যবাদ জুনাপি।

ভালো থাকবেন। সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.