![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথামালা- ৮
এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।
- মন খারাপ?
- হু
- অবশ্য মন খারাপ হওয়ারই কথা
- আচ্ছা আমি কি মানুষ নই?
- আপনি একটু বেশি মানুষ
- মানে?
- আপনার উপর অন্য সবার চেয়ে বেশি ভরসা করা যায়
- তাই বুঝি আমার ছুটি নেই?
- আপনাকে সবাই কিন্তু খুব পছন্দ করে
- আমার ফ্যামিলি এই ছুটির জন্য অপেক্ষা করছিলো
হলো না
আমার জন্য সবাইকে তাড়াতাড়ি ফিরতে হবে
- আমিও ছুটি ক্যানসেল করেছি
- কেনো?
- আমার তো আর গ্রামের বাড়ি যেতে হয় না।
- ও
- আরেকটা কারণ আছে
- কি?
- না থাক
আসলে আপনি ছুটি নিয়েছিলেন
দেখাদেখি আমিও নিয়েছিলাম
- তো?
অপূর্ব মনে মনে বললো- আপনি ছুটি পেলেন না যে
ওই দিন না এলে দুদিন পর আপনার সাথে দেখা হবে।
- অনেকেই ঢাকার বাইরে যাচ্ছে, অফিস ফাঁকা হয়ে যাচ্ছে
- হাঃ হাঃ হাঃ
আপনি তো পুরাই পাগল। ছুটি পেয়েও কেউ ছুটি ক্যানসেল করে?
- (শুধু আপনার জন্য
এইটুকু লিখে পোস্ট করতে পারলো না, শেষে লিখলো)
যাচ্ছেন কবে?
- কাল সন্ধ্যায়
- ট্রেনে নিশ্চয়ই
- হুম
- জানেন আমি না আজ পর্যন্ত ট্রেনে উঠিনি
- বলেন কী?
- আসলে এই ঢাকা ছেড়ে আর কোনো শহরে যাওয়া হয়নি আমার
- কোথায়ও না?
- কেবল কক্সবাজার গিয়েছিলাম
সেও বহু আগে
- ট্রেনে অনেক মজা
সবাই মিলে গল্প করতে করতে যাওয়া যায়।
- একবার যেতে হবে
- কোথায়?
(আপনাদের গ্রামে লিখেও মুছতে হলো অপূর্বকে)
- ট্রেনে কোথায়ও,
ট্রেনে উঠে বসবো, যেখানে নিয়ে যায়
- বাহ মজা তো!
- হু, চিন্তাই করি, করা হয়ে উঠে না।
- আমাকে এখন যেতে হবে
- কোথায়?
- কাল যাচ্ছি, ব্যাগ গোছাতে হবে না?
- ও, হ্যাঁ তাই তো
- বাই
- বাই।
কথামালা- ৭
কথামালা- ৬ কথামালা- ৫ কথামালা- ৪
কথামালা- ৩
কথামালা- ২
কথামালা- ১
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম। তানিয়া হাসান খান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন ফেইস বুকে যখন অন্যের সাথে কথা বলি, চ্যাটিং করি। তখন অনেক কথা মাথায় আসলেও লেখা যায় না। সেগুলোকেও ভিজুয়েলাইজ করার চেষ্টা করলাম।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সব সময়।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
মামুন রশিদ বলেছেন: ভালোলাগার কথামালা । খুব ভালো লেগেছে
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনাকে বিশেষ করে কী আর বলবো। সব সময় পাশে পাই, এতেই অনেক অনেক আনন্দ!
ভালো থাকবেন, সব সময়। আর আপনাকে কিন্তু আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। দেখেন রিকোয়েস্টটা পেলেন কিনা?
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
তানিয়া হাসান খান বলেছেন: ভাল লেগেছে তাই.।
আপনিও ভাল থাকবেন সব সময়
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাইয়া, আপনাদের ভালো লাগাতেই লেখকের স্বার্থকতা! লেখার স্বার্থক হয়ে উঠা।
ধন্যবাদ, ভালো থাকবেন। সব সময়।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
টুম্পা মনি বলেছেন: মন কেন এত কথা বলে?
চমৎকার কথা মালা।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সেই, মন যে কেন এতো কথা বলে?
জেমস এর গানে গানে বলি-
'হাত বাধিবে, পা বাধিবে, মন বাধিবে তার কেমন করে?'
ভালো থাকুন টুম্পামনি। সব সময়।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! কথামালা !
ভালো লাগলো !
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই।
ভালো লাগলেই লেখার স্বার্থক হয়ে উঠা।
ভালো থাকুন। সব সময়।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: কথার মালা পরার মতই!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ। প্রোফেসর শঙ্কু ভাই। ভালো থাকুন। সব সময়।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
সায়েম মুন বলেছেন: কত কথা বলে অথচ মনের কথাগুলো টাইপ করা বোধয় খুব কঠিন।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একদম ঠিক। কবি গুরুর মতোই বলতে ইচ্ছে করে-
মনের (সহজ) কথা সহজ করে বলতে আমায় বল যে
মনের (সহজ) কথা সহজ করে যায়কি বলা সহজে?
এই আর কী। ভালো থাকুন সায়েম মুন ভাই। সব সময়।
আর হ্যাঁ, মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ডিফারেন্ট টাইপের পোস্ট হয়েছে।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা ভাই। বিশেষ আর কি বলবো, ভালো থাকবেন। সব সময়।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কথামালা
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।
ভালো থাকুন। সব সময়।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ।
দারুন লাগলো।।
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দূর্জয় ভাই, সত্যি করে বলেন, এই রকম একটা অফিস কলিগ মনে মনে চিন্তা করেন। তাই না? হাঃ হাঃ হাঃ
ভালো থাকুন। সব সময়।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই লেখা পড়ে মনে হলো, ইস কবে জব হবে।
আর এমনতর এক কলিগ হবে
আল্লাহ জানে
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হবে হবে। সব হবে। টেনশনের কিছু নাই। দেখলেন তো আমি আপনার মনের কথা কিভাবে পড়ে ফেলেছি।
একবার এক ডাক্তার আমাকে এভাবে বোকা বানিয়েছিলো। চোখের ডাক্তার। চোখ দেখাতে গেছি, তিনি বলছেন, নিশ্চয়ই খুব টেনশনে আছেন।
আমি বললাম, হ্যাঁ।
ঃ দেখেছেন, আমি আপনার মনের কথা ধরে ফেলেছি। আমার তো জোতিষী করা উচিত। বলেই সে কি হাসি। হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন ভাই। সব সময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনুক্ত কথাও আছে কথা মালায়.