নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

কথামালা- ৯

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮





এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো। তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা। তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো।



কথামালা- ৯





- গলা ব্যথা এখনো আছে?

- হুম

- অফিসে গলার স্বর শুনেই বুঝেছি

কথা বলতে কষ্ট হচ্ছে?

- হুম

- আচ্ছা কিছু টাইপ করতেও কি কষ্ট হচ্ছে?

- না, কেন?

- তবে শুধু হুম, হুম করছেন কেন?

- কি বলবো?

- ঔষধ খেয়েছেন?

- না

- সে কী?

- গরম পানি খাচ্ছি

- কি আশ্চর্য! কেবল গরম পানি খেলে সারে?

- সারে তো।

- আমার ইচ্ছে হচ্ছে

- কী?

- না থাক, কি আর হবে বলে

- তবু শুনি?

- এখুনি আপনার বাসায় এসে

আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাই

- হাঃ হাঃ হাঃ

- হাসবেন না, একদম হাসবেন না।

অসুখ নিয়ে কেউ এতোটা উদাসীন থাকে?

- গলা ভেঙেছে, এটা এমন কি অসুখ শুনি?

- গলা ব্যথা করছে?

- হ্যাঁ

- কথা বলতে কষ্ট হচ্ছে?

- হ্যাঁ

- এরপর ও বলবেন এইসব কিছু না

আপনার কষ্ট হলে

- আমার কষ্ট হলে

- গলায় মাফলার জড়িয়েছেন?

- না তো, আপনি কথা ঘুরাচ্ছেন

- বাসায় মাফলার নাই?

- কোথায় আছে জানি না

- তাহলে ওড়নাটাই ডাবল করে পেচান।

- কেন?

- আরাম লাগবে।

- আচ্ছা

- জ্বী, ম্যাডাম। আর হালকা গরম পানিতে গড়গড়া করবেন।

- গড়গড়া করতে পারিনা।

- আমিও পারিনা,

তাহলে হালকা গরম পানি একটু একটু করে

বারবার খাবেন।

অবশ্যই ঠান্ডা, আর বেশি গরম পানি খাবেন না।

- আপনি এতো কিছু জানেন কিভাবে?

আপনি তো আর ডাক্তার না।

- জানি, পেপার পড়ে।

- পেপার পড়ে?

- হুম

একসময় চাকরির জন্য পেপার পড়তাম

চাকরির বিজ্ঞাপন খুঁজতাম

কাজ ছিলোনা তাই সব পড়তাম

ডাক্তারের পরামর্শও বাদ যেত না।

- তাই তো বলি, সব বিষয়েই আপনার পরামর্শ কেন?

- ও তাই?

- জ্বী, জনাব, এখন আসি।

- কাল অফিস আসবেন তো?

- হুম আসবো।

- আচ্ছা, আল্লাহ হাফেজ।

- আল্লাহ হাফেজ।



আগের পর্বগুলো-



কথামালা- ৮



কথামালা- ৭



কথামালা- ৬



কথামালা-৫



কথামালা- ৪



কথামালা- ৩



কথামালা- ২



কথামালা- ১

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: এক পক্ষের কথামালা খুব কেয়ারিং..


ভালো লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগা জানিয়ে গেলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগছে।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথামালা :)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক দিন পর দেখা পেলাম, স্নিগ্ধ শোভন। কেমন আছেন?

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:)

দুই স্বভিমানী মানুষের কথোপকথন!!


২য় প্লাসটা আমার :)

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ রাজকন্যা। ভালো থাকুন সব সময়।

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

শূন্য পথিক বলেছেন: বাহ্‌ !

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ, শূন্য পথিক।

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:( :( :( :(

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায়, দূর্জয় ভাইয়ের মন খারাপ কেন?

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

টুম্পা মনি বলেছেন: এহহেরে কত্ত কেয়ারিং? এই কেয়ারিং এর আড়ালে কি লাভিং? :P :P :P

কে জানে! :-0 :-0 :-0 :-0

লেখাটা ভালো লাগল।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ভাইয়া। ভালো থাকবেন, সব সময়।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো।

অ.ট.-আপনার মন্তব্যের পর একটু বদল করেছি। মতামত দেবেন দয়া করে।
Click This Link

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল ভাই। এই মাত্র পড়লাম। মতামত দিবো নিশ্চয়ই।

ভালো থাকবেন সব সময়।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: প্রেমে পড়লো মানুষ বড় ডাক্তার হয়ে যায় বুঝি। #:-S

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ ভালো বলেছেন তো! না, ডাক্তার না, তবে যত্নটা বেড়ে যায় বোধহয়।

সায়েম ভাই, ভালো আছেন নিশ্চয়ই। আপনার কবিতা দেখিনা কেন? (আমার চোখ এড়িয়ে যাচ্ছে কিনা জানিনা, ইদানিং সামুতে আসা হয় কম। আচ্ছা আপনাকে কি কোনো দায়িত্ব দেয়া হয়েছিলো? আপনি কি ভুলে গেছেন?)

ভালো থাকুন, সায়মে মুন ভাই, সব সময়।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

সায়েম মুন বলেছেন: আমিতো ভুলেই বসে আছি। আসলে এত বেশী ব্যস্ততা গেল যে কোন প্রকার স্পেয়ার টাইম ছিল না। এখনো দায়িত্ব পালন করতে পারবো কিনা সন্দেহ। এজন্য দু:খপ্রকাশ করছি। :(

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঠিক কি বলবো বুঝতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.