![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মাসেই দুইবার হলো সাহিত্য আড্ডা। দেশের বিশেষ পরিস্থিতির জন্য গত সাহিত্য আড্ডা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছিলো। তাই চলে এসেছিলো এ মাসেরই প্রথম তারিখ। আর এই মাসের শেষ সপ্তাহ ছিল গতকাল। তাই মধ্য অগ্রাহয়ণের এই চমৎকার বিকেলে আয়োজন করা হয়েছিলো সেই কাঙ্খিত সাহিত্য আড্ডা। আগেই জানা ছিলো আসছেন না, আমাদের অত্যন্ত প্রিয় এবং সম্মানিত কামাল ভাই। এজন্যই কে কে আসবেন এটা নিশ্চিত ছিলোনা।
ভীষণ অনিশ্চয়তার মধ্যে যখন দেশ সেই মুহূর্তে যে আমরা এই আড্ডাটা দিতে পেরেছি এতেই অনেক অনেক খুশি। সবচেয়ে বড় কথা হলো স্পিরিট (স্পিরিট এর বাংলা কি?)। প্রত্যেকে এসেছেন ভীষণ এক টানে। এ টান কিসের? আমরা দেখতে চাই কাউকে? ব্লগাররা কেমন, এরা মানুষ না অন্য কিছু? না জানতে চাই, কিছু? নাকি নিজেদের ভাব বিনিময় করতে চাই? কিছু চেপে থাকা কথা উগরে দিতে চাই। অথবা, ভুলে থাকতে চাই কিছুক্ষণ এর জন্য সব কিছু থেকে নাকি কিছু ভুলে থাকতেই এই আড্ডায় আসা? জানি না, কে কিসের টানে আসে। উদ্দেশ্য বিহীনভাবে কেউ আসে এটা আমার মনে হয়না। সাহিত্য আড্ডায় সাহিত্য নিয়েই আলোচনা হবে এইটাই হয়তো অনেকের প্রত্যাশা। তবে আমার ভালো লাগে- আলোচনা যাই হোক- চেনা হয় অচেনা সব মুখের সাথে। যাদের চেনার কথা ছিলো না, যাদের যানার কথা কথা ছিলো না, তাদের সাথে দেখা হয়, কথা হয়। যাদের সাথে কেবল ভার্চুয়াল সম্পর্ক গড়ে উঠার কথা ছিলো, তাদের সামনা সামনি দেখতে কি যে ভালো লাগে! এক একটি মুখ যেন আশ্চর্য বিভায় উজ্জ্বল।
প্রতিবার ঠিক ঠিক সময়ে এসে হাজির হয়ে আমাদের জন্য অপেক্ষা করতেন কামাল ভাই। তিনি যেহেতু অনুপস্থিত তাই তার দায়িত্ব নিয়েছেন আমাদের 'সাহিত্য আড্ডার' সমন্বয়ক অলওয়েজ ড্রিম। এরপর এলাম আমি। সাড়ে তিনটায় সকলের আসার কথা থাকলেও হয়তো অনেকে ভুলেই গিয়েছিলেন। যাই হোক এরপর এলেন কুহক ভাই। সেলিম আনোয়ার, তামিম, এম মশিউর, আশরাফুল ইসলাম দুর্জয়, অর্নব, আলাউদ্দিন আলী, ঘুড্ডির পাইলট অবশেষে নেক্সাস ভাই। আরো দুই একজন ব্লগার শেষ মুহূর্তে হাজির হয়েছিলেন। সকলের কথা মনে নেই।
কি আলোচনা হলো? এক কথায় বলতে পারবোনা। কেন? কারণ ঠিক নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। অনেক অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে, সেই আলোচনা হঠাৎ করেই পথ পরিবর্তন করে অন্য আলোচনায় গড়িয়েছে। নিজেদের প্রয়োজনে দুইজন তিনজন করে গ্রুপ করে আলোচনা চালিয়ে গেছেন অনেকে। আবার অনেকে অন্যের কথা শুনেছেন, বলেছেন অনেক কম। আবার কেউ কেউ বলার জন্য এতোটাই উন্মুখ ছিলেন, যে শোনার জন্য যেন তার কান নয়। আড্ডার আদি রস এটাই।
ক্লোন কবিতা কি? আর কেনই বা এটা ক্লোন কবিতা? এই ব্যাপারে প্রথমে আলোচনায় মেতে উঠেছিলাম, আমি আর কুহক ভাই। এই বিষয়ে পরবর্তী আড্ডায় কামাল ভাইয়ের কাছ থেকে জানার আগ্রহ ব্যক্ত করে এই আলোচনা শেষ হয়। ক্লোন শব্দটা কুহক ভাইয়ের পছন্দ নয়। আমারও তেমন পছন্দ নয়। আমি আমার ভাব প্রকাশ করি এভাবে- 'আমার কেবলই মনে হয় কিছু কিছু কবির বিশেষ কিছু কবিতা আমার লেখার কথা ছিলো। কিন্তু তারা আগেই লিখে ফেলেছেন। এখন আমি কি করতে পারি? আমার মন বলে আমি যেন আমার মতো করে লিখি। আমি কেবল কবিতাটার কাঠামো ঠিক রাখি। আর বদলে দিই কবিতার অঙ্গ সৌষ্ঠব। তখন এই কবিতা কি আমার কবিতা হয়ে উঠেনা? একই কাঠামোতে (Structure) এর উপর কি কয়েকটা আলাদা আলাদা দালান গড়ে উঠতে পারেনা? বিষয়টা অনেকটা তো এমনই। তবে অবশ্যই এক্ষেত্রে মূল কবিতা পাশাপাশি থাকতে হবে। কেননা, আমার এই কবিতার হয়তো জন্মই হতোনা যদিনা আমি মূল কবিতাটার কাঠামোটা না পেতাম।
এটা স্বীকার না করে উপায় নেই যে ক্লোন করা জিনিস যেমন তার মূল প্রানী থেকে দুর্বল হয়, এক্ষেত্রেও সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। তবুও, আমি আমার অনুভূতি গুলো দিয়ে আরেকবার মুর্ছনা আনতে চাই। সে যদি কারো ভালো লাগে তো বেশ, আমার ভালো লাগাটাই মূখ্য।
আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? ওইযে আগেই বলেছি জানিনা। বরঞ্চ বলা উচিত কি বিষয় নিয়ে আলোচনা হয়নি। রাজনীতি, অর্থনীতি, ভূগোল, দর্শণ, চলচ্চিত্র, ব্লগের করুণ দশা, এর কারণ, উপায়, নিরুপায় আরো কত কি? ব্লগ দিবস নিয়েও বেশ কথা হলো। বিশেষ করে একটা র্যালী করা যায় কিনা এই ব্যাপারে সকলের মতামত ছিলো একাট্টা।
খোঁজ খবর হচ্ছিলো, ব্লগের কাদের কাদের বই আসছে এই বইমেলায়। আমরা কি একটা বই বের করতে পারি, আমাদের আড্ডার বিষয় আশয় নিয়ে? এই ব্যাপারে কথা চলছে। সামনে আরো ব্যাপক কথা হবে। নিবন্ধ বা প্রবন্ধ লেখা খুব একটা সহজ নয়। কিন্তু আমাদের ব্লগের যারা এই আড্ডাটা চালাচ্ছি, তারা কেউ কেউ দায়িত্ব নিয়ে প্রবন্ধ লিখবেন বলে আশা করছি। প্রতিটি মাসে যদি একটি করে প্রবন্ধ লেখা হয় তবে সামনের বার থেকে চৌদ্দটি প্রবন্ধ দাঁড়িয়ে যাওয়া অসম্ভব নয়। তখন সেই প্রবন্ধ গুলো দিয়েই একটি বইয়ের মলাটের ভেতর একত্রিত করে পাঠকের হাতে তুলে দেয়া তো যেতেই পারে। জানিনা, কতদূর কি হবে। এটা কেবল একটা প্রস্তাবনা। সফলতা বা বিফলতা প্রত্যেকের দায়িত্বের উপর নির্ভর করবে।
আসুন দেখি, কারা কারা এলেন এই মিঠেল বিকেলে, পাবলিক লাইব্রেরির চত্ত্বরে।
-ঘুড্ডির পাইলট। হাতে আঁকার কাগজ।
-সদ্য বিবাহিত আড্ডার সমন্বয়ক অলওয়েজ ড্রিম।
-তমিম ভাই। কি সৌম্য চাহারা!
-কুহক ভাই। একটা নতুন সিগমা'র লেন্স নিয়েছেন (২৮-২০০)। আমার তো জটিল লাগলো। কাজ ভালো হলেই হয়।
-সেলিম আনোয়ার ভাই, অসুস্থতা সত্ত্বেও চলে আসছেন। খাচ্ছেন, যষ্ঠী মধু। না কেবল খাচ্ছেন না, খাওয়াচ্ছেন ও। আমি এর আগে যষ্ঠী মধু দেখিনি। এটা যে ছাল ছাড়ানো একটা চিকন গাছের ডালের মতো হয়, জানতামই না?!
-মশিউর ভাই। বেশ হাসি খুশি মানুষ। এই সেদিন, ছন্দ নিয়ে চমৎকার একটা পোস্ট দিয়েছেন।
- অনাহুত (অর্ণব)।
- দুর্জয় ভাই। ইদানিং দারুণ দারুণ সব কবিতা লিখছেন।
-নেক্সাস ভাই।
- আহমেদ আলাউদ্দিন ভাই।
আজ এই পর্যন্তই। ছবি আপলোড করতে করতে ক্লান্ত! যারা দেশের চলমান রাজনৈতিক কারণে অথবা ব্যক্তিগত অন্য যেকোনো কারণে আসতে পারেননি তারা যেন সামনের আড্ডায় আসতে পারেন সেই প্রার্থনা করছি। আমাদের এই আড্ডা চলতে থাকুন এর নিজস্ব ঢংয়ে। সাহিত্য আড্ডা বললেও আড্ডার নিজস্ব কোনো এজেন্ডা নেই। উপস্থিতিই এর এজেন্ডা ঠিক করে আর এগিয়ে নিয়ে যায়। তবুও আমরা চেষ্টা করছি কিছুটা এজেন্ডা ভিত্তিক কাজ করতে। যাদের খুব মিস করেছি তাদের কয়েকজন, এ, টি, এম মোস্তফা কামাল ভাই, স্বপ্নবাজ অভি, কাল্পনিক ভালোবাসা, ৎঁৎঁৎঁ, আজাদ মাহবুবুল সহ আরো অনেকে। সবাইকে নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পাঠক১৯৭১ ভাই, কি দেখালেন? আমি অবশ্য 'দেখালাম' শব্দটা দেখলাম।
আড্ডায় নিমন্ত্রণ রইলো। ভালো থাকবেন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
বেকার সব ০০৭ বলেছেন: সবাই কে আমার সালাম জানাই, মোঃ সাইফুল ইসলাম সজীব
ভাই আগামী সাহিত্য আড্ডার মধ্যে আমরা নতুনরা আসতে পারব
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পাবলিক লাইব্রেরীর চত্ত্বরে সকলেই নিমন্ত্রিত। এটা নিয়ন্ত্রিত নয়। অবশ্যই আসতে পারবেন। নতুন-পুরাতন বলে কিছু নাই। ইচ্ছাটাই প্রধান। ডিসেম্বর মাসের শেষ শুক্রবার। সময় ৩.৩০ মিনিট।
ভালো থাকুন।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ সবাইকে। যারা ছিলেন বা যারা আবার সমবেত হবেন সবাইকে সালাম।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সকলকে সালাম পৌছে দেয়া হলো। ভালো থাকবেন।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাই, একটা নাম ভুল হচ্ছে 'আহমেদ আলাউদ্দিন' হবে
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঠিক করে দিলাম দূর্জয় ভাই। কাল সামুতে ঢুকতেই পারিনি। কি যে হয়!?
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: প্রিয় ব্লগারদের কাছ থেকে দেখার সুযোগটা মিস করে যাচ্ছি । আড্ডার সময়টা কাছে এলে উসখুস করি । হয়ত আমিও আসব একদিন । সবার জন্য শুভ কামনা ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমরাও মিস করছি। খুব। চলে আসুন একদিন। আপনার সংকলন নিয়ে কথা হচ্ছিল। সকলেই বেশ প্রশংসা করছিলো। আপনাকে কাছে পেলে আরো প্রানবন্ত হবে আড্ডা।
ভালো থাকবেন।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ডিজিটাল ভুত (?) গুলোকে কাছে পেয়ে তাদের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। সবাই মানুষই। ভাল মনের মানুষ যারা স্বপ্ন দেখে ভাল কিছু করার।যারা পরিবর্তন আনতে চায় যাদের দেশপ্রেম প্রচন্ড। আড্ডা ভাল লেগেছে। পোস্টও প্রাণবন্ত হয়েছে। সামহুয়ার ইন ব্লগারদের এই আড্ডা বাংলাদেশের সাহিত্যের জন্য মঙ্গল বয়ে আনুক। এই কামনা আর সজীব ভাইকে অনেক ধন্যবাদ ব্যাপারটিকে ব্লগে সু্ন্দরভাবে উপস্থাপন করার জন্য।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩
অনাহূত বলেছেন: না দূর্জয়, নাম ঠিকই আছে। হের নাম "আলাউদ্দিন আলী মিয়া"। প্রথমে বন্দে লাগাইলে - বন্দে আলী মিয়ার ভাইস্তা মনে হইতো।
সরি, অফটপিক আলোচনার জন্য।
খুব সুন্দর সাবলীল পোষ্ট। আপনার আলোচনার মতোই। অর্ণব নামে আমাকে কেউ চিনবে বলে মনেহয় না। এভাবে লিখতে পারেন- অনাহুত (অর্ণব)।
ভালো থাকবেন সজীব ভাই।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অর্ণব ভাই ধন্যবাদ। আমার কানে 'আলাউদ্দিন আলী' নামটা বেজেছিলো। তবু, নাম ঠিক করে দিলাম। ব্লগের নামেই সকলে চিনুক। আপনার নামটা ঠিক করে দিলাম।
ভালো থাকবেন, আর নিয়মিত হবেন আশা করি।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
অনাহূত বলেছেন: আপনার কষ্টসাধ্য পোস্টের সাথে আমার ক্যামেরায় বন্দি হওয়া ছবিগুলো মুক্ত করে দিলাম। শুধু সাইজই কমিয়েছি। কোন এডিট করিনি।
মো: সাইফুল ইসলাম সজীব। এ পোস্টের জন্মদাতা এবং দারুণ সমালোচক। চিন্তুা ভাবনা গড়পড়তার বাইরে। ভালো লেগেছে ওনার সাথে কথা বলে।
ব্লগার, কবি, ফটোগ্রাফার কুহক মাহমুদ।
চলছে আড্ডা।
আলোচনাই হচ্ছে। "আমি ভালো আছি..." বলতে গেলেও আলাউদ্দিন একটু বেশী এক্সাইটেড হয়ে যায়। কবি তো...।
ব্লগার - অলওয়েজ ড্রিম এবং মো: সাইফূল ইসলাম সজীব।
ব্লগার মশিউর, তামীম, কুহক মাহমুদ এবং আরো কয়েকজন চলে যাওয়ার পড়ে পাবলিক লাইব্রেরী ক্যাফেটেরিয়াতে বসি আমরা। আড্ডা নতুন মাত্রা পেলো।
ফুচকা এলো।
চা এল। আড্ডাও প্রায় শেষ হলো। পাবলিক লাইব্রেরী চত্বরে চলছে বইয়ের মেলা। সবাই মিলে ওখানেও ঘুরলাম কিছুক্ষণ।
তবুও আড্ডা যেনো শেষ হতে চায় না। যাদুঘরের সামনে দাঁড়িয়ে আরো প্রায় আধাঘন্টা। কিছু তাড়া ছিলো- দূর্জয়, আমি আর আহমেদ আলাউদ্দিন সবার কাছ থেকে বিদায় নিলাম। খুব এনজয় করেছি মুহুর্তগুলো।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ছবিতো সুন্দর আসছে। আমিও এডিট তেমন করিনি। (আসলে এডিট করতে পারিনা।) সাইজ কমিয়ে দিয়েছি।
যারা ক্যামেরার পেছনে থাকেন তারা নিজেদের ক্যামেরার সামনে দেখতে খুব একটা পছন্দ করেন না। কেন যেন বিষয়টা মাথায় ঢুকে গেছে। অন্যের ছবি তুলতে ভালো লাগে। নিজের ছবি কেউ তুলছে এইটা বিরক্ত লাগে। কিন্তু কি আর করা! অন্যের ছবি নিতে হলে নিজেকে আড়াল করে কতক্ষণই আর থাকা যায়।
কি লিখেছি তেমন খুটিয়ে পড়ে দেখা হয়নি। ভুল ত্রুটি আশা করি ক্ষমা যোগ্য। এক বসায় লিখে পোস্ট করেছি।
ভালো থাকবেন।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপানার সুবাধে অনেককেই দেখা হলো। ধন্যবাদ
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট ভাই, আপনাকেও ধন্যবাদ।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: দূর থেকে আড্ডার ঘ্রান পাওয়া গেল! আপনাদের সবাইকে মিস করেছি। আশা করি সামনের আড্ডায় দেখা হবে!
সবার জন্য শুভকামনা রইলো!
পোস্টের জন্য সজীব ভাইকে ধন্যবাদ!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইনসাআল্লাহ।
আপনাকেও শুভ কামনা। বাঁশি নিয়ে এসেন কিন্তু। এরপরের আড্ডায় কবিতা আবৃত্তি হবে।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: সুন্দর। শীতের সাহিত্য আড্ডা জমে উঠেছিল বেশ। সুন্দর কিছু বেড়িয়ে আসুক এই আ্ড্ডা থেকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, সেই প্রত্যাশায় রয়েছি। আপনার উপস্থিতি কামনা করছি।
আর ভালো থাকবেন।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: বাহ, মজাতো।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আসলেই বেশ মজা। একদিন চলে আসুন আর মজা উপভোগ করুন।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ড. জেকিল বলেছেন: যাক অনেকেরই তো মুখে চেনা গেলো। ধন্যবাদ আপনাকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলো দেখে আনন্দিত হলাম।
সাহিত্য আড্ডার পোস্টে অনেক শুভেচ্ছা।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মোঃ ইসহাক খান আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকুন।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। ভালো থাকবেন।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মিস করলাম!!! নতুন পুরান সবাইকে দেখেই আনন্দিত।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সত্যি করে বলেন, ডেটিং কোথায় করেছেন? হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: ওহো ! না গেলেই না হয় এমন আরেকটা ইভেন্ট শুক্রবারেই হয়ে যাওয়াতে এবারের টা মিস হয়ে গেলো , আলাউদ্দিন ভাই , অর্ণব ভাই ওদের দেখে আফসোস হচ্ছে , ৫ মিনিটের জন্য ও যোগ দেয়ার দরকার ছিল ।
তবে ওনারা যেহেতু একবার এসে পড়েছেন পরের বার ও আসবেন আশা করি !
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনি আসবেন এইটা অনেকেই আশা করেছিলো। যাই হোক, পরের আড্ডায় দেখা হবে ইনসাআল্লাহ।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বন্দে আলী মিয়ার ভাইস্তা
হা হা প গে!
আলাউদ্দিন কবি ভাই কই?
@ অর্ণব ভাই
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবি মনে হয় এই পোস্টের সন্ধান পান নি।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
এম মশিউর বলেছেন: আড্ডায় গেলাম, অথচ ফুচকা-চা পেলাম না! বেপারটা আগে জানালে আর মিস করতাম না।
যাহোক আড্ডায় খুব মজা পেয়েছি। বিশেষ করে ঘুড্ডির পাইলট ভাইয়ের সাথে পরিচিত হতে পেরে। অনাহূত(অর্ণব) কে পেয়েও ভালো লেগেছিলো। আরো অনেকের সাথে নতুন দেখা হল।
তবে এ, টি, এম মোস্তফা কামাল ভাই, স্বপ্নবাজ অভি, কাল্পনিক ভালোবাসা, ৎঁৎঁৎঁ ও মাহতাব সমুদ্র কে খুব মিস করেছি।
পোস্ট অনেক ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আরো একটু দেরী করলেই পেতেন। হাঃ হাঃ হাঃ
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
লেখোয়াড় বলেছেন:
আমি ৎঁৎঁৎঁ এনাকে একটু দেখতে চাই, দেখাতে পারবেন উনার ছবি?
আপনাদের সাহিত্য আড্ডা দেখবেন একসময় অনেক ব্লগারের সমন্বয়ে অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।
ধন্যবাদ আপনাদের সকলকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন:
নিন দিয়ে দিলাম একটা ছবি।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
খেয়া ঘাট বলেছেন: আপনাদের সাহিত্য আড্ডা দেখবেন একসময় অনেক ব্লগারের সমন্বয়ে অনেক প্রাণবন্ত হয়ে উঠবে।
ধন্যবাদ আপনাদের সকলকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খেয়া ঘাট চলে আসুন একদিন আড্ডাকে আরো প্রাণবন্ত করতে। ভালো থাকবেন।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
আহসান জামান বলেছেন:
চমৎকার! প্রিয় কিছু ব্লগারকে ছবিতে দেখতে পেয়ে ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমিও মিস করলাম আড্ডাটি। অলওেয়েজ ড্রিম ভাইয়ের ফেবু স্ট্যাটাসে দেখেছি কবিতা আনতে অনুরোধ করেছিলেন। কবিতা পাঠের খবর যে পেলাম না।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এ. টি. এম. মোস্তফা কামাল ভাই, কেউ কথা রাখেনি। কেউ কবিতাও আনেননি। তবে পরবর্তী আড্ডায় কবিতা পাঠ হতে পারে।
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
সমুদ্র কন্যা বলেছেন: ফুচকা এবং চা এর চেহারাতো দারুণ লোভনীয় লাগছে। দেখেই মনে হচ্ছে খেতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একদিন চলে আসুন। ফুচকা আর চা নয় চায়ের সাথে টাও খাওয়াবো।
ভালো থাকবে।
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
শাবা বলেছেন: চমৎকার উদ্যোগ। নিয়মিত হওয়া চাই।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ শাবা ভাইয়া। এই আড্ডা চার মাস ধরে নিয়মিত ভাবেই চলছে। এবং আমি প্রতিটি আড্ডায় উপস্থিত ছিলাম বিধায় ভেতরের থেকে দেখার সুযোগকে অভিজ্ঞতা ধরে নিয়ে বলতে পারি, চাকা ঘুরতে শুরু করেছে, গাড়ি চলতে শুরু করেছে।
মন্তব্যের জন্য ফের ধন্যবাদ। ভালো থাকবেন।
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি দেখি সাহিত্য বিষয়ক আড্ডাটাই মিস করেছি। তবে আমি ভোজন রসিক হওয়াতে খাবার টাইমে ঠিকই উপস্থিত হতে পেরেছি।
অনেকদিন ধরেই আমাকে দূর্জয় বলেছিলো ওখানে যাবার কথা, কিন্তু আমার যেতে ইচ্ছে করতো না। কারণ আমার মনে হতো সাহিত্য বিষয়ক আড্ডা মানেই সাহিত্য নিয়ে দীর্ঘ একঘেয়ে লেকচার শুনতে হবে। আমার আবার লেকচার ভালো লাগে না। যার জন্য ভার্সিটিতে সব সময় ফাইন দিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
কিন্তু আপনাদের ওখানে গিয়ে ধারণা পাল্টে গ্যাছে। এমন উচ্ছ্বল একটা আড্ডা অনেকদিন পরই দিতে পারলাম।
শুভেচ্ছা সজীব ভাই।
@অনাহুত, আমার নাম লইয়া ফাজলামো করবি না, তোর বাইক কিনা আটকাইয়া দিমু।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্টটি যে আপনার চোখে পড়েছে এইটাই অনেক। সুন্দর মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ।
লেকচার কিন্তু একেবারে নেই, এমন নয়। লেকচার আসবে। তবে তা আড্ডার মূল সুরকে বিনষ্ট করবেনা। আপনাকে ভাবাবে, চিন্তা করতে সাহায্য করবে। আপনার লেখার ধারণা সম্পর্কে আপনার চিন্তায় একটা ঝাঁকুনি দিবে। আমি নিশ্চিত আপনি পুনরায় ভাবতে বাধ্য হবেন। সাথে সাথে উপভোগ করবেন।
ভালো থাকবেন, আর আশা করবো নিয়মিত হবেন।
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: ঐ দিন আড্ডায় যাবো চিন্তায়ই ছিল না। তবে আড্ডায় কিন্ত সাহিত্য নিয়ে আলোচনা কম হয়েছে
btw, নাম তামিম , তানিম নয় :#>
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এইটা একদম অনিচ্ছাকৃত ভুল। ঠিক করে দিচ্ছি। আশা করি নিজ গুণে ক্ষমা করে দিবেন।
এইবার সাহিত্য নিয়ে আলোচনা কম হওয়ার কারণ, বিষয় ভিত্তিক আলোচনা না হওয়া। আর আমাদের প্রিয় এবং সম্মানিত মোস্তফা কামাল ভাইয়ের অনুপস্থিতি। তবে সামনের বার এই অভাব পূরণ হবে।
ভালো থাকবেন। সব সময়।
২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: ভাইয়া ছবি দেখে মিলানো গেলোনা তোমাকে।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই জন্যই আমি নিজের ছবি দিতে চাইনা। এই দুষ্টু ভাইয়া (অর্ণব) আমার ছবি দিয়ে এই বিভ্রাট করছে।
অনেক দিন পর আমার ব্লগে এলেন। অনেক ধন্যবাদ আপি। নিশ্চয়ই ভালো আছেন।
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: নেক্সট আড্ডায় চিফ গেস্ট হমুই।
কেউ ঠেকাইতে পারবেনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ অনেক ধন্যবাদ। আপনাকে এখনই নিমন্ত্রণ জানানো হলো।
ভালো থাকবেন। সব সময়।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪
পাঠক১৯৭১ বলেছেন: দেখালাম