![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহ্যোয়ার ইন ব্লগের ব্লগার এবং পাঠক মাত্রেই অনেকে জানেন যে আমরা প্রতি মাসের শেষ শুক্রবার বিকেলে সাহিত্য বিষয়ে আড্ডা দিই পাবলিক লাইব্রেরির চত্ত্বরে। এই আড্ডা উপলক্ষ্যে এ টি এম মোস্তফা কামাল ভাই দুটি প্রবন্ধ লিখেছেন। আরো অনেকেই বিভিন্ন বিষয়ে লেখার ইচ্ছা পোষণ করেছেন। তাই আমরা মনে করছি, এই লেখা গুলোকে একটা ছাপার অক্ষরে বাধাই করে রাখতে পারলে বেশ একটা কাজ হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই গতকাল (শুক্রবার বিকেলে) একটি বিশেষ আড্ডা হয় পাবলিক লাইব্রেরির চত্ত্বরে। অনেকেই হঠাৎ ডাকা আড্ডায় অংশগ্রহণ করতে পারেন নি। অনেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে নীলফামারীতে থাকায় উপস্থিত হতে পারেন নি। আবার অনেকের সেদিন ছিলো বিশেষ চাকুরি সূত্রে ব্যস্ততা বা পারিবারিক ব্যস্ততা। তবু আমরা কয়েকজন মিলিত হয়েছিলাম। এবং যে সিদ্ধান্ত গুলো নেয়া হয়েছে তা এই কিছুক্ষণ আগে সাহিত্য আড্ডার সমন্বয়ক নায়িম রানার (অলওয়েজ ড্রিম) ফেসবুক পোস্ট থেকে আংশিক পরিবর্ধিত ও পরিমার্জিত সহকারে তুলে দেয়া হলোঃ
সিদ্ধান্তসমূহঃ
১) আমাদের সঙ্কলনটি আপাতত ভাষার মাস উপলক্ষে হলেও আমাদের উদ্দেশ্য এটি হবে একটি নিয়মিত সাহিত্য-সাময়িকী। আপাতত ত্রৈমাসিক।
২) সাময়িকীর নামকরণঃ সাহিত্যআড্ডা! (এই নামে আরো কোনো সাময়িকী রয়েছে কিনা কেউ জানালে কৃতার্থ হবো।)
৩) পূর্বে কথা ছিল গ্রুপের পক্ষ থেকে একটি প্রিন্টার কিনব। কিন্তু ঘুড্ডির পাইলট জানালেন তার একটি লেজার প্রিন্টার আছে। তাই প্রিন্টার কেনার খরচ আপাতত লাগছে না। এখন শুধু কাগজ, কালি, স্টাপলার, লেখকদের কাছ থেকে লেখা এবং পরবর্তী ধাপগুলো সম্পাদনের জন্য আমাদের আন্তরিক কর্মপ্রচেষ্টার দরকার।
৪) লেখা সংগ্রহের শেষ সময়সীমাঃ চলতি মাসের ২০ তারিখ (মোটা দাগে ২০ শে জানুয়ারি, ২০১৪)।
৫) সাহিত্যসংকলন/সাময়িকী বের করার শেষ সময়সীমাঃ ফেব্রুয়ারির ১০ তারিখ।
৬) লেখার বিষয়ঃ যে কোনো বিষয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা, ভ্রমন কাহিনী, অনুবাদ ইত্যাদি। অর্থাৎ সাহিত্য পদবাচ্য যে কোনো লেখা।
৭) বিতর্কিত বিষয়সংশ্লিষ্ট লেখা গ্রহণযোগ্য নয়।
৮) রাজনৈতিক নির্মোহ বিশ্লেষণ থাকতে পারে কিন্তু পক্ষপাতদুষ্ট লেখা পরিত্যাজ্য। দলকানা লোকদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি।
৯) বাংলাদেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত। নেতৃত্বের আসনে যারা আছেন তাদের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত। অথচ এই দেশ থেকেই কেউ বহির্দেশে গিয়ে তাদের উত্তরপুরুষদের একজন মাহাথির মোহাম্মদ হন। ভাবতেও ভাল লাগে মাহাথির মোহাম্মদ বাংলাদেশী বংশোদ্ভূত। বাংলাদেশ এখন একজন মাহাথিরের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে। এই বিষয়ে দিক নির্দেশনামূলক প্রবন্ধ দিতে উৎসাহিত করা হচ্ছে।
১০) কবিতা কুয়াশার মতো। দূর থেকে ভাল লাগে। কাছে গেলে কুহক কেটে যায়। আকর্ষণ হারায়। তবুও আমরা পাঠকের অধিক কাছে পৌঁছানোর লক্ষ্যে কবির কাছ থেকে কবিতার সাথে রহস্য উন্মোচনের সংক্ষিপ্ত দিক নির্দেশনার দাবি রাখি। অথবা কবিতাটির জন্ম কিভাবে হলো তার একটা সংক্ষিপ্ত বর্ণনা থাকতে পারে।
১১) আগামী শুক্রবারে অগ্রগতি কতদূর হল তা নিয়ে আরেকটি আড্ডা হবে।
উপসংহারঃ এটা হবে আমাদের নিজেদের হাতে তৈরি একটি সাময়িকী। কোনো প্রকাশনার কিংবা কোনো প্রেসের সাহায্য ছাড়াই সব কাজ নিজেরা করার উদ্যমে এখন শুধু দলবেঁধে কাজে ঝাঁপিয়ে পড়া বাকি। আপনার শ্রেষ্ঠ লেখাটি আমাদেরকে দিয়ে আশা করি সাহিত্য-আড্ডার চলার পথে সঙ্গি হবেন। ইচ্ছা করলে কেউ এই কর্মযজ্ঞে শরিক হতে চাইলেও সানন্দে তা গৃহীত হবে।
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]
যে কোনো যোগাযোগঃ
সাহিত্য-আড্ডার সমন্বয়ক/সঞ্চালক
অলওয়েজ ড্রিম
Phone: 01918886967
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। ভালো থাকুন। আর হ্যাঁ লেখাটা দিতে ভুলবেন না যেনো।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
এরিস বলেছেন: I will participate. But how can I get my copy??
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখাটা মেইলে পাঠিয়ে। সাথে আপনার ঠিকানাও। পেয়ে যাবেন আপনার কপি।
ভালো থাকুন। সব সময়।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
অলওয়েজ ড্রিম বলেছেন: সজীব ভাই, ফেবুর স্ট্যাটাসটি কিছুটা সম্পাদনা করে আমিও ব্লগে পোস্ট করেছি। দেখে নিয়েন।
ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই -৪
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ড্রিম ভাই। ভালো থাকবেন।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
আমি তুমি আমরা বলেছেন: ভাল উদ্যোগ
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ, আশা করি সাথেই থাকবেন।
আর যেখানেই থাকুন, ভালো থাকুন।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
শায়মা বলেছেন: গুড গুড !!!
ভেরি গুড ভাইয়া।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু আপি। দেরী না করে একটা লেখা পাঠান।
জলদি।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
খেয়া ঘাট বলেছেন:
শুভ উদ্যোগ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ। লেখা পাঠিয়ে দিন। জলদি।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগের সাথে আছি । শুভ কামনা ।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই, একটা গল্প কিন্তু দিতে হবে। এটা অনুরোধ বলতে পারেন।
আর ভালো থাকুন। সব সময়।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সাথে আছি।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনি আছেন দেখেই এতো বড় সাহস দেখাচ্ছি।
ভালো থাকবেন।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো। পাশে থাকার চেষ্টা করবো।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো থাকবেন সুমন কর। সব সময়।
১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
উদাস কিশোর বলেছেন: ইচ্ছে পোষণ আমিও করছি । তবে লেখা ছাপার উদ্দেশ্যে নয় , একটা কপি যদি পাওয়া যায় এই উদ্দশ্যে
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নিশ্চয়ই পাওয়া যাবে। অপেক্ষা করুন। আর সাথে থাকুন।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল উদ্যোগ! শুভ কামনা
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, এইবার লেখা পাঠিয়ে অপেক্ষা করেন, কপির জন্য। এটা হবে একটা পরীক্ষামূলক সাময়িকী। তবে প্রথম সংখ্যা নিঃসন্দেহে সংগ্রহ করে রাখার মতো হবে।
১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯
বালক৪২০ বলেছেন: আমি কবিতা জমা দিব।কয়টা দিতে হবে?
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যে কটা খুশি। হলো তো! এবার কবিতা পাঠিয়ে দিন। ভুলবেন না যেন।
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪
তওসীফ সাদাত বলেছেন: লেখা দিতে ইচ্ছে করছে !!! কিন্তু তেমন একটা ভালো তো লিখতে পারিনা !!
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যা পারেন দিন। আমরা এডিট করবো। ফিরতে মেইল পাবেন, লেখায় সমস্যা কি, কেন, কিভাবে এই সবের কিছু কিছু ধরিয়েও দেয়া হবে। চলন সই হলে আমরা ঠিক করে নিবো।
হতাশ হওয়ার কিছু নেই।
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭
অপু তানভীর বলেছেন: উত্তম উদ্যোগ !
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: উত্তম অধম বলে লাভ নেই। এক্ষনি লিখতে বসুন একটা গল্প। আর পাঠিয়ে দিন আমাদের মেইলে। (আমি মোটামুটি নিশ্চিত এইটা ছাপা হবে। হাঃ হাঃ হাঃ)
ভালো থাকুন।
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন উদ্দোগ../
সাথেই আছি,
শুধু প্রিন্টার দিয়ে কি ভালো
সংকলন বের করা যাবে..?
বাইন্ডিংটা ভালো হতে হবে..।
ধন্যবাদ ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাইন্ডিং, কাটিং এসব নিয়েও পরীক্ষা চলবে। এই চলতে চলতে আমরাই একটা ছাপা খানা দিয়ে দিবো। তারপর দেখবো, কে লেখা ছাপায় না। হাঃ হাঃ হাঃ
নিন নিন আর অপেক্ষা না করে, লেখা পাঠিয়ে দিন।
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০
রহস্যময়ী কন্যা বলেছেন: ভাল উদ্যোগ
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো উদ্যোগে শরীক হবেন আশা করি। কি বলেন?
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
আরজু পনি বলেছেন:
দারুণ !
নিজেরাই প্রকাশনার সাথে সরাসরি জড়িত হওয়ার আইডিয়াটা খুব ভালো লাগলো ।।
অনেক শুভকামনা রইল, সবার জন্যে ।।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখা দেন আগে। তারপর কথা। কি দিচ্ছেন- গল্প, কবিতা না প্রবন্ধ?
সমালোচনা হলেও সমস্যা নেই। হাঃ হাঃ হাঃ
ভালো থাকুন। সব সময়।
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
এম মশিউর বলেছেন: আমিও সাথে আছি।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখা কি পাঠাচ্ছেন? আপনি তো ভালোই প্রবন্ধ লেখেন। যে কোনো বিষয়ে একটা প্রবন্ধ লিখে পাঠিয়ে দিন। আর ফোন তো আছেই।
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
মেংগো পিপোল বলেছেন: ভালো লাগলো আপনাদের উদ্যোগ দেখে। প্রকাশনার সথেক থাকার ইচ্ছা আছে। আর ব্লগে প্রকাশ হওয়া লেখা দেওয়া যাবে কিনা? প্রচ্ছদ কি কেউ করেছে যদি না করে তাহলে আমি চেষ্টা নিতে পারি। ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রচ্ছদ এর দায়িত্ব নিচ্ছেন ঘুড্ডির পাইলট ভাই। ভেতরে অলংকরণ করে দিবেন মাহবুবুল আজাদ ভাই। আর কেবল সামুতে প্রকাশ হওয়া কিছু আসলেও সমস্যা নেই। কেননা আমাদের দুটি প্রবন্ধ আসবে অথবা একটি আসবে যেটি সামুতে প্রকাশিত হয়েছে। তাই, শরীক হোন।
২০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
মেংগো পিপোল বলেছেন: আর একটা কথা যদি অলং করন করতে চান ভেতরের প্রতি টি লেখা সে ক্ষেত্রেও আমি সাহায্য করার জন্য আশা বদি। আবারো ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার সাহায্য করার মানসিকতার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রয়োজন হলে অবশ্যই আপনার সাহায্য চাওয়া হবে। আপনি কষ্ট করে আপনার মেইলটি পাঠিয়ে দিন উপরের মেইলে। অবশ্যই একটা লেখা সহ। আমরা সকলের সাহায্য নিয়েই করতে চাই। যেন কাজটাতে একটা মায়া থাকে।
২১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর একটা উদ্যোগ যদি কার্যকরী হয়। কোনও একটা আড্ডাতেও আসতে পারিনি নানাবিধ কারণে !
আচ্ছা লেখা পাঠাবার শব্দসীমা নির্ধারণ করে দিবেন নাকি ? আমার গল্পের যে সাইজ, পাঠাতে তো ভয়ই লাগছে।
পোস্ট পর্যবেক্ষণে থাকবে।
শুভকামনা রইলো
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ৬০০ শব্দ মোটামুটি একটা সাইজ। তবে আপনি আগে তো পাঠান। সাথে থাকবেন নিশ্চয়ই।
২২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একদিন এই ম্যাগে নিজের লেখাও দেখবো আশা করতে দোষ কি!
শুভকামনা থাকলো।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিতা পাঠান। দেরী করবেন না। আমাদের হাতে সময় খুব কম। আর সামনে শুক্রবার একটা মিটিং আছে, সময় হলে চলে আসেন। দুপুর ৪টায়। সাড়ে ৩ টায় কেউ আসেনা। কিন্তু টাইম সেই সাড়ে তিনটাতেই। এতে হাতে আধা ঘন্টা সময় থাকে। হাঃ হাঃ হাঃ
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
অলওয়েজ ড্রিম বলেছেন: সজীব ভাই, ৬০০ শব্দে গল্প লেখা খুবই কঠিন। আর অপর্ণা মম্ময়ের জন্য তো পুলসিরাত!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিশ্বের সবচেয়ে ছোট গল্পটি হলোঃ For sale: baby shoes,
never worn. আমি তো ৬০০ শব্দ দিয়েছি। হাঃ হাঃ হাঃ
আসলেই ঠিক চিন্তা ভাবনা করে বলিনি। গল্প কত শব্দের হবে এটা জানতে চাওয়াই তো অদ্ভুদ ব্যাপার মনে হয়। প্রয়োজনের নিরিখে গল্প শব্দ বেশি হবে, কম হবে। এই যা। অনেক ধন্যবাদ অলওয়েজ ড্রিম ভাই।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
মোমেন মুন্না বলেছেন: আমি বরিশাল থেকে কিভাবে পেতা পারি জানালে উপকৃত হব আর এখান থেকে আপনাদের কোন সাহায্য করতে পারব কি না?????
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটি ঠিকানা দিন যেখানে ডাক পৌছাবে। তবেই হলো।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: লেখা পাঠাবো???
কোনটা???
অং বং থেকেই নাকি নতুন করে মন দিয়ে???
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি আপনার ইচ্ছা। আপনার অং বং ও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে নিশ্চয়ই।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
জুন বলেছেন: আমিও একটা ছাপাখানা বানাবো যেখানে শুধু আমার লেখা ছাপা হবে। সজীবের প্রবেশ নিষেধ হু
অনেক অনেক শুভকামনা রইলো
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুন আপু, আপনার কাছে একটা ভ্রমন কাহিনী চাইছি। খুব বেশি কিছু কি চাইলাম? আশা করি পাবো।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হু চমৎকার মনে হলেও চ্যালেঞ্জিং ও বটে।
২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: সাধু! সাধু! জয় গুরু, যাত্রা শুরু! লেখা পাঠাবো, আর পুরো প্রচেষ্টার সাথেই আছি!
শুভকামনা!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখাটার জন্য অপেক্ষায় রইলাম।
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
সায়েম মুন বলেছেন:
সুন্দর উদ্যোগকে স্বাগত। এগিয়ে যান স্বমহিমায়।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এগিয়ে যেতে তো আপনাদের পাশে চাই। তাই লেখা পাঠিয়ে উদ্যোগকে সফল করতে সাহায্য করবেন বলেই আশা করি।
ভালো থাকবেন সায়েম মুন। সব সময়।
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাই ২০ তারিখ তো পার হলো । সময়সীমা কী বাড়ানো হয়েছে ??
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সেলিম ভাই, কেবল ২০ তারিখ এলো। শেষ হলো কোথায়?
৩১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬
মামুন রশিদ বলেছেন: পাঠালাম
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ। গতকাল লেপটপে বসাই হয়নি। দেখি ফোন করে জানছি।
৩২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
সকাল রয় বলেছেন: আড্ডায় থাকতে পারলে বেশ হতো। তবে থাকিতো অনেক দুর। লেখা পাঠিয়ে দিলাম দেখা যাক কি হয়।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি পাঠালেন? যাই হোক। অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।
৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
উদাস কিশোর বলেছেন: পাঠিয়েছি অনেক আগে
কাজের আপডেট জানতে মুন্চায়
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সম্পাদক সাহেব নিশ্চয়ই দেখবেন।
৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার উদ্যোগ।
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সাথে থাকুন। শঙ্কু।
আর ভালো থাকবেন, সব সময়।
৩৫| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টে আপনার এবং ড্রিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি
৩৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চোখে চোখে রাখলাম। সাড়া তো ভালোই পড়েছে। তবে কেউ মতামত দিচ্ছে না। এক্ষেত্রে সব কবিতা পড়ে একটা কবিতাকে বাছাই করতে হবে। এইটা অনেক কষ্টসাধ্য একটা কাজ। এক কবির কয়েক মাসে কয়েকটা কবিতা হয়ে গেলে সেখান থেকে আবার বাছাই। একেই বলে আমি শেষ!
ভালো থাকুন অভি।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ।আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। প্রচেষ্টায় কী না হয়।
অত্যন্ত আশাব্যঞ্জক পোস্ট । ভালো লাগলো ।