নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আপনি, তুমি ও তুই

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪০



;;;;;;;;;;;;;;;;;;;;;;;যে সম্পর্ক 'আপনি'তে আবদ্ধ;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;তার বুঝি নেই কোনো পরিনতি?;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;তবে ‘তুমি’ বলি যারে;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;সে কত কাছের?;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;‘তুই’ বুঝি কাছের; আরো, আরো…;;;;;;;;;;;;



যারে সঁপে দেই সমস্ত আমারে,;;;;;;;;;;;;;;;;;;;;প্রার্থনা করি যারে,

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;কি বলে ডাকি তাঁরে- তুই?;;;;;;;;;;;;;;;;;;

‘তুমি’তে কারা খোঁজে তাঁরে?;;;;;;;;;;;;;;;;‘তুমি’তে যারা খোঁজে তাঁরে

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;কি তাদের অনুরাগ-বিরাগ?;;;;;;;;;;;;;;;;;;

কি মত তাদের? কত ফারাকে?;;;;;;;;;;;;;;তারা কারা?;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;যারা কেবলি তাঁরে ডাকে-;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;‘আপনি’, ‘আপনি’, ‘আপনি’।;;;;;;;;;;;;;;;;



টীকাঃ 'তাঁরে' শব্দটি বিশেষ সম্মান অর্থে ব্যবহৃত হয়, যা হয়তো অভিধানে নেই। জাপানে 'আপনি' শব্দ এর চেয়েও নাকি বেশি সম্মানের শব্দ আছে সেটি 'অতি আপনি' এর কাছাকাছি, অনেক সম্মান অর্থে ব্যবহৃত হয়। আজকে আকবর আলি খানের, 'চাবিকাঠির খোঁজে' পড়তে পড়তে হঠাৎ করেই কবিতাটি মাথায় এলো। যেভাবে এসেছে সেভাবে লেখা হয়নি। আবার লিখতে যেয়ে লেখা যখন অসম্পূর্ন মনে করছি তখন অন্যভাবে লিখলে কেমন লাগে এই রকম চিন্তা করতে করতে সম্পূর্ণ ভিন্ন একটি কবিতায় (আদৌ কবিতা কিনা সন্দেহ আছে) দাঁড়িয়ে গেলো।



শেষ স্তবকে একটা কাজ করা হয়েছে। দেখি কে কে কাজটা ধরতে পারে। সবাইকে শুভেচ্ছা।





মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
'চাবি কাঠির খোঁজে' পড়ছি।
মুগ্ধ হচ্ছি।
কত কিছু জানার আছে সহজিয়ার ভেতর।

শেষ স্তবকে আপনি কি বলে?
নিজস্বতা?

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চাবিকাঠি পড়ছি প্রথম থেকে। কেবল প্রথম অধ্যায় শেষ হলো।

২| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি আমি আর তুই এর অধিকারের ব্যাবধানটা ফুটে উঠেছে বেশ করে !
শেষ প্যারাতেও এই ব্যাপারটাই বলেছেন মনে হচ্ছে !

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একই কথা দুই প্যারাতেই বলা হয়েছে। কেবল একটা মানুষের ক্ষেত্রে আর একটা আরাধনার জন্য বা প্রার্থনার জন্য বলা হয়েছে। খুব সহজ কথা।

৩| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সাজিদ উল হক আবির বলেছেন: শেষ স্তবকটা ইচ্ছাকৃতভাবেই এনক্রিপ্টেড করেছেন।
অর্থ বুঝলেও উল্লেখিত কাজটি ধরতে পারলাম না।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: উল্লেখিত কাজটি হলো,

লাইন গুলো আবার পড়েন। এরপর প্রথম অংশ আর দ্বিতীয় অংশকে আলাদা করে ফালুন। এরপর পড়ুন।

যারে সঁপে দেই সমস্ত আমারে
কি বলে ডাকি তাঁরে- তুই?
‘তুমি’তে কারা খোঁজে তাঁরে?
কি তাদের অনুরাগ-বিরাগ?

আবার অন্য অংশদিয়েও পড়তে পারেন। যেমনঃ

প্রার্থনা করি যারে,
কি বলে ডাকি তাঁরে- তুই?
‘তুমি’তে যারা খোঁজে তাঁরে
কি তাদের অনুরাগ-বিরাগ?

আশা করি বোঝাতে পেরেছি।

৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ,তুমি ,তুই কেবলই সম্বোধন। সে সম্বোধনে প্রকাশ ঘটে মানুষের পারস্পরিক সম্পর্কের গতিপ্রকৃতি। সেরকম একটি বিষয় নিয়ে লেখার চেষ্টা করেছেন। সুন্দর প্রচেষ্টা্ আর শব্দবিন্যাসও ভাল হয়েছে।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

মামুন রশিদ বলেছেন: সুন্দর! কবিতা আর ডিজাইন দুটোই ।


সপ্তাহ খানেক বাইরে ছিলাম । কাল-পরশু যোগাযোগ করব :)

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। শুভেচ্ছা নিবেন।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: কারুকার্যময় পঙক্তিমালা। ইন্টারেস্টিং।

১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সামহোয়ার ইন ব্লগে এই সমস্যা যে কবিতার শরীর/ কাঠামো ঠিক রাখা দায়। তাই এই কারুকার্য করতে হয়।

কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অবশ্যই ভালো থাকুন। সব সময়।

৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১:৫১

অনাহূত বলেছেন:
'চাবিকাঠির খোঁজে' পড়া শেষ হলে আপনি পুরো 'বনলতা সেন' নিয়ে একটা বড়ো সাইজের পোস্ট দাঁড় করাবেন। বইয়ের কথা থাকবে কিছু, পাশাপাশি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি। ব্যাখ্যা কিন্তু আপনি দারুণ করেন। যাদের কাছে এই বইটি নেই, তারা নতুন কিছু জানতে পারবে।

কবিতার শেষের কাজটি মন্তব্যেই পেয়ে গেলাম।
ভালো লাগা সজীব ভাই।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অবশ্যই। অবশ্যই, দেব। আমার ধারণা দিতে আমাকে আরো একটু পড়ালেখা করতে হবে।

ভালো থাকবেন। সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.