![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগেও যে চাঁদ ছিলো আমার মাথার উপর
সে সরে গেছে। মরে গেছে যে গাছ তার কাছে বসন্ত
কী, হেমন্ত কী? কেবল নদীর বুকে যে হাওয়া বয়, সে
জানে নদীর বেদনা।
তুমি হয়তো, ভাবো, আমি অমনতর অগোছালো। আমি
হয়তো তার চেয়েও বেশি। তবু অমিলে অমিলে মিলে
যে ছন্দ, আমি কেবল তার সুরটি গুনগুন করি, সময়ে
সময়ে।
ঘন্টায় ঘন্টায় কে বাজায় কাসার ঘন্টা? কিসের জন্য?
এ কী শুরুর না শেষের? এ কী শ্রমযোদ্ধার না প্রার্থনার?
ও চৌদ্দ কলার চাঁদ কোথায় লুকলে তুমি? আমার অগোছালো
জীবনের, সুযোগ নিলে বুঝি?
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ রাশেদ অনু। ভালো থাকবেন।
সব সময়।
২| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর......
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বৃষ্টিধারাকে ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন, সব সময়।
৫| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯
নেক্সাস বলেছেন: সুন্দর.
১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। ভালো থাকুন, সব সময়।
৬| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার প্রস্তাবনা এবং পরিণতি, ভালো লেগেছে। ভালো লেগেছে কিছু কিছু শব্দের পুনরাবৃত্তি, যা কবিতায় মেলোডিক টোন নিয়ে এসেছে, ক্ষেত্রবিশেষে।
আরও কিছু দৃশ্যকল্প আশা করেছিলাম।
আর কিছু কিছু বিরাম চিহ্ন অপ্রয়োজনীয় মনে হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সাহিত্য আড্ডা নামে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে। সেখানে এই কবিতার অংশিক বিস্তারিত দেয়া হয়েছ। লিঙ্ক এখানে
প্রত্যাশিত দৃশ্যকল্প আনতে পারিনি, এটা মাথায় রাখলাম। (এর একটা ব্যাখ্যা আমি দাড় করিয়েছি। আমি যেখাতায় লেখি, সেখানে কেবল এক পাতায় একটা কবিতা শেষ করি। টেনে বড় করিনা। লাইব্রেরিতে লম্বা ধরণের খাতা পাওয়া যায় কিনা খুঁজতে হবে। হাঃ হাঃ হাঃ)
বিরাম চিহ্ণ নিয়ে আমার চিন্তা ভাবনা খুব পরিস্কার। কিছু বিরাম চিহ্ণ আপনার অপ্রয়োজনীয় মনে হয়েছে আর আমি লক্ষ্য করলাম, একটা বিরাম চিহ্ণ বাদ পড়েছে। হাঃ হাঃ হাঃ (একটা জায়গায় অহেতুক কমা পড়েছে, এও সত্যি।)
কবিতাটা কিভাবে পড়তে হবে সেই দিকটি মাথায় রেখে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ সাজিদ উল হক আবির। ভালো থাকুন। সব সময়।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:১১
রাশেদ অনু বলেছেন: '' আমার অগোছালো
জীবনের, সুযোগ নিলে বুঝি?" অসাধারণ ভালো লেগেছে এই লাইনটি।
আমার ব্লগবাড়ি ঘুরে আসার আমন্ত্রণ রইলো।
শুভেচ্ছা সতত।