নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

বেসামাল শব্দমালা-৩

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭





মাঝে মাঝে আমি ভাবি আমি কি কেবল তোমাকেই

ভালোবাসি না তোমাকে ভালোবাসার ছলে কবিতা

লিখতে ভালোবাসি? জানি তুমি ছাড়া আমার কোনো

কবিতা নেই, তুমি হারিয়ে গেলে অথবা তোমায়

খুব খুব করে পেয়ে গেলে, কবিতা কি নিবে ছুটি?



মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পাগল হয়ে যাবো।

একদিন নাংগা বাবা হয়ে নিয়ন্ত্রন নিবো ট্রাফিকের

অথবা বোধি লাভের জন্য বুদ্ধের মতো বসে যাবো কোনো

অশ্বথ তলে, নাকি হৃদয় পোড়া হিটলারের মতো বিশ্বপ্রেমিকের

নামে সমস্ত প্রেমিকদের কতল করে গড়বো প্রেমের সমাধি।



মাঝে মাঝে আমি নির্বাক হয়ে যাই, বোধের কোন সীমানায়

ঝড় উঠে ধীরে ধীরে তা থেমে যায়। আর ধীরে ধীরে

জমতে থাকে দু’চোখের পাদদেশে কিছু নোনা কষ্ট। এরপর

সেই সুভলংযের ঝর্ণার মতো নেমে আসে গন্ডদেশ বেয়ে;

আর বাতাস শুষে নেয় অলক্ষ্যে যেন ও কিছু নয়।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভাল্লাগছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ দূর্জয়। আশা করি আজ দেখা হচ্ছে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: একদিন নাংগা বাবা হয়ে নিয়ন্ত্রন নিবো ট্রাফিকের


ট্রাফিকের নিয়ন্ত্রন নিতে হলে নাংগা বাবা হতে হবে কেন ??

বেসামাল শব্দমালা কবিতা হয়েছে !

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: না সত্যি দরকার নেই। ঠিক ধরেছেন।

ভালো থাকুন। সব সময়।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতায় ভালো লাগা জানাচ্ছি.... :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। ভালো আছেন নিশ্চয়ই।

আশা করি পাশে থাকবেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: নাংগা বাবা হয়ে ট্রাফিকের কাজ করা ঠিক হবে না, নাংগা পর্বত জয়ে বেরিয়ে পড়তে হবে :P


কবিতা ভাল লাগছে ।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। নাংগা পর্বত কোথায় জানতে মন চায়। পর্বত! ওরে বাবা, এরপর বলবেন হিমালয় পর্বতমালা জয় করতে। পারবো না ভাই। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার কপি 'সাহিত্য আড্ডার' কিভাবে পাঠাবো, কোন ঠিকানায়। জানিয়েন।

ভালো থাকবেন।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সাজিদ উল হক আবির। ভালো থাকুন।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

অলওয়েজ ড্রিম বলেছেন: মাঝে মাঝে আমি ভাবি আমি কি কেবল তোমাকেই
ভালোবাসি না তোমাকে ভালোবাসার ছলে কবিতা
লিখতে ভালোবাসি? জানি তুমি ছাড়া আমার কোনো
কবিতা নেই, তুমি হারিয়ে গেলে অথবা তোমায়
খুব খুব করে পেয়ে গেলে, কবিতা কি নিবে ছুটি?


কবির জন্য চিরকালের প্রশ্ন। আসলেই কবি কেন কবিতা লেখেন?

তবে আমার এই কবির কাছে প্রশ্ন এই তুমিটা আসলে কে? আমাদেরকে জানান দেখি কিছু করা যায় কিনা।

সে রক্ত মাংসের মানবী নাকি কোনো স্বপ্ন?

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটা কথা প্রচলিত আছে ড্রিম ভাই, সেটি হলো- কবি এখানে নিরব।

আমিও এখানে নিরব। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন নিশ্চয়ই।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭

সকাল রয় বলেছেন:
ভাবনায় মুগ্ধ হলাম। শুভ কামনা কবি

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সকাল রয় ভাই, অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: মাঝে মাঝে আমি ভাবি আমি কি কেবল তোমাকেই
ভালোবাসি না তোমাকে ভালোবাসার ছলে কবিতা
লিখতে ভালোবাসি?
- অদ্ভুত একটা প্যারাডক্স! চাই আবার চাই না!

প্রথম লাইনেই বাজিমাত!

শুভকামনা!

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইফতি ভাই, আমার প্রথম বই 'নীল আগুন' এর একটা কবিতার নাম দুয়েন্দু। কবিতার শেষ লাইন হলো, 'একটি সাপের মুখে একটি জীবন্ত ব্যাঙ'। এই দুয়েন্দুর ঢেউয়ে ভেসে ভেসে একদিন এই ছোট্ট জীবনের ইতি হবে, তবু এই দুয়েন্দুর মীমাংসা হবেনা।

ভালো থাকুন। সব সময়।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০২

অদৃশ্য বলেছেন:






ভালো লেগেছে লিখাটি... কবিতার জন্য ভালোবাসাটা প্রয়োজন... সুখ, আনন্দ ও কষ্ট তিনটিই পাওয়া যায় এতে...



শুভকামনা...

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ অদৃশ্য। চমৎকার মন্তব্য করেছেন।

ভালো থাকবেন। সব সময়।

১১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪০

জলপরী১৮ বলেছেন: অন্নেক ভালো লাগলো..:-)

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ জলপরী১৮।

ভালো থাকুন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.