নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

পত্রিকার জন্য সুন্দর নাম চাই !

২৬ শে মে, ২০১৪ দুপুর ১:২৩











একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকার জন্য নাম দরকার।

যা' পরবর্তীতে দৈনিক এ রুপান্তরিত করা হবে।



নামটি হতে হবে....

সুন্দর

আকর্ষনীয়

অর্থবহ

সহজ উচ্চারনযোগ্য ।



"নির্বাচিত নাম" প্রদানকারীকে যথাযথ সম্মানী/পুরষ্কৃত করা হবে।



তাই ব্লগার বন্ধুদের নিকট বিশেষ অনুরোধ-

অন্তত একটি নাম পোষ্ট করুন, প্লিজ...

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৩৪

♥কবি♥ বলেছেন: "দৈনিক খবরের কাগজ" কেমন হয়।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৫

দাদুচাচা বলেছেন:
ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০০

দাদা- বলেছেন: পত্রিকার নাম হোক - "সংবাদ জগৎ" অথবা - "সংবাদ দর্পন"

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৩১

দাদুচাচা বলেছেন:
ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

চরিত্রহীন মোড়ল বলেছেন: মাসিক হকার বা দৈনিক হকার

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪০

দাদুচাচা বলেছেন:
নাম প্রস্তাব করার জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৩০

মহিদুল বেস্ট বলেছেন: সাপ্তাহিক থাকা কালে 'সাপ্তাহিক খবরাখবর' দৈনিক হলে 'দৈনিক খবরাখবর'

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪২

দাদুচাচা বলেছেন:
আপনার প্রস্তাবটিও সুন্দর।
ডিএফপি -তে এ নাম থাকার সম্ভবনা রয়েছে।

আপনাকেও ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৫১

সজল৯৫ বলেছেন: "প্রগতি" দিতে পারেন এর সামনে যখন যা দরকার (সাপ্তাহিক/দৈনিক) তাই লিখে নিবেন ।

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৪

দাদুচাচা বলেছেন:
প্রগতি নামটি আমার ব্যক্তিগতভাবে পছন্দ।

আপনাকেও অনেক ধন্যবাদ।

৬| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০০

আিসর৪১২ বলেছেন: আয়না, আলো, বাংলাদেশ, জবানবন্দী, তাজাখবর, বাংলাদর্পণ, খবরপ্রতিদিন,

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭

দাদুচাচা বলেছেন:
তাজাখবর, বাংলাদর্পণ, খবরপ্রতিদিন- নাম গুলো বেশ সুন্দর।


নাম প্রস্তার করার জন্য আপনাকেও ধন্যবাদ।

৭| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০৭

তাওসীফ৮৭০ বলেছেন: প্রিয় সংবাদ

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮

দাদুচাচা বলেছেন:
নাম প্রস্তাব করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

সালমা শারমিন বলেছেন: ১। দৈনিক/সাপ্তাহিক সারা বাংলা
২। দৈনিক/সাপ্তাহিক কালান্তর
৩। দৈনিক/সাপ্তাহিক নবযুগ
৪। দৈনিক/সাপ্তাহিক নবকাল
৫। দৈনিক/সাপ্তাহিক কাল কথা/কালকথন
৬। দৈনিক/সাপ্তাহিক নববাংলা/নবদেশ
৭। দৈনিক/সাপ্তাহিক বাংলার কথা
৮। দৈনিক/সাপ্তাহিক আগামী বাংলা
৯। দৈনিক/সাপ্তাহিক নবপ্রভাত
১০।দৈনিক/সাপ্তাহিক যুগবাহক
১১। দৈনিক /সাপ্তাহিক যুগের কথা
১২। দৈনিক/সাপ্তাহিক প্রতিদিন
১৩। দৈনিক/সাপ্তাহিক বাংলাদেশ

অনেক গুলা দিলাম। এই নামে পেপার থাকতে পারে। জানিনা।তবে পুরুস্কারটা কিন্তু আমার চাই।

২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯

দাদুচাচা বলেছেন: অনেক গুলো নাম প্রস্তাব করেছেন, তাই আপনাকে ধন্যবাদ দিয়ে নিজের কার্পণ্যতা প্রকাশ করছি।
তবে নাম গুলো সংরক্ষনে রাখলাম।
বোর্ড মিটিং এর মাধ্যমে বাছাই হলে পর নির্বাচিত প্রকাশ করা হবে।

সকল সম্মানিত প্রস্তাবকারীকে ধন্যবাদ ।

৯| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১১

সালমা শারমিন বলেছেন: ভাই, বোর্ড মিটিংয়ে যাই হোক,পুরিষ্কারটা কিন্তু আমাকেই দিয়েন।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৪১

দাদুচাচা বলেছেন:
নাম সিলেক্ট হলে অবশ্যই পুরষ্কার পাবেন।
তবে,
নাম যা' পছন্দ হয়-সেগুলি ডি এফ পি-তে রয়েছে, তাই নাম ফাইনাল করা এখনও হয়নি।

১০| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩

সালমা শারমিন বলেছেন: ভাই আর একটা নাম পেয়েছি "দৈনিক দেশ ও দশ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.