নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

একটি জীবনের কথা ও শেষ পরিনতি

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০১



একটি জীবনের কথা ও শেষ পরিনতি

প্রত্যাশিত একদিন
জন্ম
মায়ের বুকে আশ্রয়
নিশ্চিন্তে আহার নিদ্রা

হাটিহাটি পা পা
ফোকলা দাঁতে এক চিলতে হাসি
খাঁট থেকে মেঝেতে
মেঝে থেকে বাহিরে

দূরন্তপনা-মিষ্টি হাসি
ঝড় বৃষ্টি তুফান এ মাতামাতি
দৌড়ঝাপ-মারামারি, খেলায় হুরোহুরি

বিদ্যালয়ের কক্ষ
কলেজের করিডোর
বন্ধু-আত্মীয়ে, আড্ডায় খুনসুঠি

রঙিন স্বপ্ন-রঙিন পোষাক
কালো চশমায় আগামীর স্বপ্ন
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
কিংবা ব্যবসার ঝুড়ি-নয়তো চাকুরীর তরী

পরিণয়-দায়িত্ব
নুতন নীড়-নুতন আশা
নুতন অতিথি-নুতন আত্মিয়ের ভালবাসা

সামাজিকতা-মানবিকতা-ধর্মচর্চা
আনন্দ-বেদনা, দায়িত্বের যাতনা

হয় গাড়ী বাড়ী-না হয় ঝুপড়ি
শুধু সামনে চলা
অর্জন-বর্জন, সঞ্চয়-সম্পদ
সন্তানের ভবিষ্যৎ-পরিবারের খোররোজ

শরীরে ব্যাধি-ডাক্তার বৈদ্য
বার্ধ্যক্যের হাতছানি
টেনশন-অনিদ্রা-ঔষধের ছড়াছড়ি
কী করিলাম-আর কী হলো
ভাবনার কাড়াকাড়ি, চিন্তার জুড়াজুড়ি
ভালো মন্দে, কিছু কাল-কিছু সময়

অপ্রত্যাশিত আরেকদিন
মসজিদের খাটিয়া
খালি হাত-পকেট হীন, সেলাইহীন কয়েক টুকরো সাদা কাপড়
সাড়ে তিন হাত জায়গার মালিকানা অর্জন


এ অর্জনে থাকেনা কোন ধন সম্পদ কিংবা বাড়ী গাড়ী
থাকেনা পার্থিব কোন কিছুই

থাকে শুধু সৃষ্টিকর্তার নিমিত্তে
রেখে যাওয়া দান, করে যাওয়া মানবিক কর্ম।

তাই আসুন,
দুনিয়ার সকল বিভেদ ভূলে,
মানবিকতায় নিজেকে এগিয়ে রাখি এবং
আল্লাহ নিকট আবেদন করি,

হে আল্লাহ, আমি জীবনে না জেনে, না বুঝে-
অনেক অনেক কবিরা ও ছগিরা গুনাহ করেছি,
আপনি আমাদের সকলকে মাফ করে দিন,
আমাদের উপর রহম করুন।
আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন,
আমাদেরকে সকল মহামারী হইতে হেফাজতে রাখুন,
আমিন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: ভালো । ভালো।

১৯ শে মে, ২০২০ রাত ৮:১৬

দাদুচাচা বলেছেন: ধন্যবাদ অবিরাম

২| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জন্ম থেকে মৃত্যু এক কবিতায়!

১৯ শে মে, ২০২০ রাত ৮:১৮

দাদুচাচা বলেছেন: মতামতের ধন্যবাদ

৩| ১৯ শে মে, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন । 

১৯ শে মে, ২০২০ রাত ৯:৫৩

দাদুচাচা বলেছেন: শুভেচ্ছাসহ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.