![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামরাঙ্গা
কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে আমরা অনেকেই কমবেশী জানি।
কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ উপাদান থাকে।
যা সাধারণত সুস্থ কিডনি,
দেহ থেকে এই বিষ উপাদান বের করে দিতে পারে,
কিন্তু chronic kidney disease (CKD) এর রোগীর ক্ষেত্রে এই বিষ শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়।
এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে :
১. হেঁচকি
২. অবশতা-দুর্বলতা
৩. বমি বমি ভাব
৪. মানসিক অস্থিরতা
৫.মেন্টাল কনফিউশন
৬. খিঁচুনি ও সবশেষে
৭. মৃত্যু।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে,
'আমার তো কিডনির সমস্যা নাই,
তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?'
উত্তর হল :
প্রথমত: আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না ।
দ্বিতীয়ত: প্রতিরোধই উত্তম পন্থা।
তাই, জেনেশুনে বিষ খাওয়া কী ঠিক ?
সুতরাং
কামরাঙ্গা নিজে খাবো না এবং অন্যকেও খেতে উৎসাহিত করবো না !
নিজে সাবধান হোন, আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করুন।
(জনস্বার্থে: নেট এর সহযোগিতায় এ লেখনী)
সময় নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতাসহ ধন্যবাদ ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের মানুষকে যা বারণ করবেন
সেটা বেশী বেশী করবে। ধুমপান স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর আমরা জানি। কিন্তু শু্নছে কে, মানছে কে ?
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কামরাঙ্গা কোন জাতের ফল না, খালি দেখতেই সুন্দর। এমন টক রে বাবা মাথার চুল আর একটা ও থাকবে না।
গাছের নীচে পড়ে থাকে কেউ খায় ও না।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শুধু কামরাঙা তেমন একটা খাওয়া হয় না ।কিন্তু কাসুন্দি,সড়িষাসহ আরও কিছু মাল-মশলা দিয়ে প্রায়ই খাওয়া হয় ।সেটা খুবই ভালো লাগে। ক্ষতিকর শুনে মন খারাপ হয়ে গেল।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৩
নাসরিন ইসলাম বলেছেন: খুবই উপকারী পোস্ট।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: মিষ্টি কামরাঙ্গায় কোনো সমস্যা থাকেনা।
টক কামরাঙ্গা খেলে বুঝে শূনে খাওয়া উচিত।
আমাদের পাশের বাসায় তিনটা কামরাঙ্গা গাছ ছিলো। গাছে অনেক কামরাঙ্গা হতো। ভীষণ মীষ্টি। আমি গাছে উঠে ইচ্ছা মতো কামরাঙ্গা পারতাম। এখন কামরাঙ্গা গাছ একটাও নেই। সেখানে চার টা বড় বিল্ডিং উঠেছে