![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার বউ কিছু ভাত ফ্রিজে রেখে দিসিলো। রাতে সেই ভাত গরম করার পর সে আমাকে বলতেসে, দেখ দেখ ভাত গরম করার পর কেমন সাদা সাদা। আমি ভালো করে খেয়াল করলাম। একটা ভাত হাতে নিয়ে টিপ দিতেই বুঝে গেলাম এটা আর যাই হোক চাল বা ভাত না। এটা অন্য কিছু। ভাতটা টিপ দেয়ার সাথে সাথে ভিতর থেকে পানি বের হলো, কিন্তু চ্যাপ্টা হলো না, বরং আবার আগের অবস্থায় ফিরে গেল।
প্লাস্টিকের ভাত নিয়ে আজও সহকর্মীরা আলোচনা করছিলাম। কিন্তু আমি নিজেই আজ এর প্রমান পেলাম।
সবাই বুঝে শুনে দেখে কিনে খাবেন, আল্লাহ্ আমাদের রক্ষা করুক।
ভিডিও টির লিংকঃ https://www.youtube.com/watch?v=B-Pj-DZtMkM
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:৪৫
ডাইমোনিক বলেছেন: চালের দাম প্লাষ্টিকের চেয়ে বেশী না কম তা তো বোঝাই যায়, কিন্তু এতে যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় সেটা সবার আগে বিবেচনায় আসা উচিৎ।
২| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৪
ডি মুন বলেছেন:
ভয়াবহ !
চাল কিনতে গেলে বা ভাত খেতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকে।
অনেক ধন্যবাদ আপনাকে
২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯
ডাইমোনিক বলেছেন: আমার মনে হয় এখন থেকে মিনিকেট ছেড়ে অন্য চাল বা দেশী চাল খেতে হবে।
৩| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় রে দেশ!
৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ভয়ানক অবস্থা।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৯
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: চালের দাম প্লাষ্টিকের চেয়ে বেশী না কম। প্লাষ্টিক চাল খেলে কি কি ক্ষতি হয় ? ক্রেতার চাহিদা ও যোগানের সমন্বয় না হলে সরকার কি বাজার নিয়ন্ত্রণ করতে পারবে ?