![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
" ২০ শে ফেব্রুয়ারী বিকাল ৪ টা ১৩ মিনিটে সবাই একটি গ্যাস বেলুন নিয়ে সেই বেলুনে শহীদদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে উড়িয়ে দিবেন...."
মজা লস্?
আমরা দলমত নির্বিশেষে প্রতিটা রাজাকারের বিচার চাই কিন্ত একই সাথে এতোদিন আন্দোলন চলার পর, আন্দোলনের সাথে সম্পৃক্ত একাধিক মানুষের মৃত্যুর ( রাজিব থাবা কে অবশ্যই ঘৃনা করি, তবে সে আন্দোলনে ছিলো এটা মানতেই হবে তা তার উদ্দেশ্য রাজাকারের বিচার চাওয়া বা ইসলামের বিরুদ্ধাচার করার সুযোগ বাগানো যেটাই হোক) পর এমন চলমান ফোটকা দিয়া আকাশের ঠিকানায় চিঠি লেখার মতো কর্মসূচী যারা দিতে পারে তাদের পাছায় চিকন জালি বেত দিয়া কইষ্ষা বেত না ভাঙ্গা পর্যন্ত বাইরানোরও দাবি জানাই । আইন সংশোধন করা হয়েছে, আপিল পরবর্তী কার্যক্রম পূর্ণ স্বচ্ছতার সাথে আমাদের আন্দোলনের চাওয়া অনুযায়ীই এগোবে অতি আশাবাদী মানুষ হিসেবে এতোটুকু আশা আমরা করতেই পারি । কিন্তু এর মধ্যবর্তী সময়ে এই টাইপ ফাইজলামির মানে কি? সারাদেশ থেকে মানুষ শাহবাগ কি এই ধরনের তামাশা দেখার জন্যে এসেছিলো? ভ্যালেন্টাইন ডে, ফাল্গুন সব ভুলে গিয়ে মানুষ দিনের পর দিন রাস্তায় বসে স্লোগান দিয়ে গেছে কোন রেজাল্ট দেখার জন্য । আমার নিজের চোখে দেখা দুই হাত কনুইয়ের নিচ থেকে কাটা যাওয়া বৃদ্ধ মুক্তিযোদ্ধা তার অবশিষ্ট হাত আকাশের দিকে তুলে ধরেছিলেন তার প্রানের দাবি আদায় হওয়া দেখতে, আন্দোলনকে সরকারের পোষা হয়ে যাওয়া দেখতে না ।
শাহবাগের ব্যাপারে মুখ খোলার সময় এসেছে । মানুষ বিভক্ত হতে চায় নি । সব দল, মত , শ্রেণী, বয়সের মানুষ ওখানে গেছে । মানুষের বিভক্তির জন্য জামাত, শিবিরের ছাগুদের মতো আন্দোলনের কেন্দ্রে বসে থাকা আর সাক্ষাৎকার দিয়ে বেড়ানো তালেবররাও সমান দায়ী । বেলুন টাইপ কর্মসূচি আরো দেয়ার আগে আন্দোলনের রুপরেখা এখনই আমাদের স্পষ্টভাবে জানানো হোক । বানিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য শাহবাগ না । যারা ওখানে মন থেকে গেছে তাদের বিরিয়ানি খাইয়ে আর সিনেমার শুটিংয়ের মতো ট্রলি ক্যামেরায় ছবি তুলে অপমান করা হচ্ছে । এসব পিকনিক টাইপ জিনিস শাহবাগে ঢুকবে কেন ? আমাদের বাপ - দাদারা না খেয়ে যুদ্ধ করেছেন আর আমাদের জন্য খাবার প্যাকেটের পাশাপাশি একাধিক বাথরুমেরও ব্যবস্থা করে রাখা হয়েছে । এতো নাগরিক সুবিধা চলে আসলে আন্দোলন আর যাই থাকুক " আন্দোলন " থাকে না । বিচার দূরে থাক, লোকদেখানো কোন তদন্তও হয়নি লাকি আক্তারের উপর হামলার বিরুদ্ধে , থেমে থাকেনি রাজাকার পেটে নিয়ে চলা সরকারিদলের আন্দোলনকে নিজেদের বলে চালিনোর প্রবনতা । আন্দোলন ছিলো রাজাকারের বিরুদ্ধে আর জামাতকে আসল ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বানিয়ে তার মোড় ঘুরিয়ে দেয়া হয়েছে ধর্মের বিরুদ্ধে । দুইটা ভিন্ন ইস্যুকে এক করে আসিফ মহিউদ্দীন শ্রেণীর চামচা বনে যাওয়ার অর্থ কি? সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্ম , বিবেকবোধকে অপমান করে না ।
আন্দোলন চললে চলার মতো, নিরপেক্ষভাবে সব রাজাকারের ফাঁসি চেয়ে চালাও আর না হয় বন্ধ করো । এইসব বেলুন বিলাসটাইপ কাজ করতে চাইলে আমরা যারা রাস্তায় ছিলাম তারাই ব্যানার নিয়ে দাড়িয়ে যাবো, " ছাগলামির নাটক থামা হারামজাদা! "
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
স্বাধীনচেতা মানবী বলেছেন: অনেক ভাল বলেছেন । যেটা লিখব বলে আমিও মনস্থির করেছিলাম ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
সরল মানুষ৭ বলেছেন: সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্মে , বিবেকবোধকে অপমান করে না ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
শহুরে আগন্তুক বলেছেন: এই ইতরামি কে সমর্থন করেও অনেকে লিখেছেন! আশ্চর্য গাধা !!
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
পক্ষপাতদুষ্ট বলেছেন: রাজাকারের ফাসি চাই, চাই ধর্মদ্রোহী কুলাংগার গুলারও, কোন কারণে শাহবাগ স্কয়ার ব্যর্থ হলে আসিফ মহিউদ্দিন জাতীয় বদমাইশ গুলারে কেউ ছাড়বোনা।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
ফায়ারম্যান বলেছেন: প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে ।অলরেডী গ্রাস করতাছে ।তখন আর এই আন্দোলনে সাধারন মানুষ যাবে না , যাবে শুধু দলীয় লোকজনেরা । তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে ।ভালো খাবার প্রতিদিন খাইলে যেমন ঐ খাবারের টেষ্টও একসময় বিস্বাদ- অরুচি লাগে ।তেমনি প্রতিদিন অনবরত এই যুদ্ধপরাধ ইষ্যু -যুদ্ধপরাধ ইষ্যু করতে করতে ইহাও একসময় ভেল্যুলেস হইয়া যাইবে ।
শাহবাগ আন্দোলন জন-মানুষের আন্দোলন হিসেবে এখনো সফল ।ইতিমধ্য এই আন্দোলনের প্রক্ষিতে সরকার দ্রুত আইন সংশোধন করতেও বাধ্য হইছে । কিন্তু প্রতিদিন যদি এভাবে চলতে থাকে তাহলে একটা না একটা সময় এই যৌক্তিক আন্দোলনটাও আমাদের দেশের নোংরা রাজনীতি গ্রাস করবে ।অলরেডী গ্রাস করতাছে ।তখন জন-মানুষের আন্দোলন হিসেবে শাহবাগ আন্দোলন তার মর্যাদা হারাবে ।
শাহবাগ আন্দোলনকারীদের উচিৎ সরকাররে দ্রুত অন্তত শীর্ষ রাজাকারগুলানের বিচারকাজ শেষ করনের আল্টিমেটাম দিয়া চলমান আন্দোলন সাময়িক বন্ধ করা উচিৎ ।
সরকারের কাছে আল্টিমেটাম হতে পারে এরূপঃ
১। যুদ্ধপরাধীদের বিচার ছিল এই সরকারের নির্বাচনী ওয়াদা । এই ওয়াদার কারনে আমরা অনেকেই এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম । এখন সরকারের কাছে আল্টিমেটাম জানাচ্ছি যে , সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ সম্পন্ন করতে হবে । আর যদি রায়ে কারো ফাসি হয় ।তবে সরকার তার মেয়াদ শেষ হবার আগেই ফাসির দন্ডপ্রাপ্ত আসামীকে ফাসিতে ঝুলাতে হবে । রায় দিবে এই আমলে আবার রায় কার্যকর বাকি রাইখা ভোটের ব্যবসা করবে , এই টাইপের ফাজলামী করলে ভোটের সময় আওয়ামী লীগকে বাশ দেয়া হবে ।সুতরাং সরকার তার মেয়াদ শেষ হবার আগেই অন্তত ধৃত শীর্ষ রাজাকার লিডারগো বিচার কাজ এবং রায় কার্যকরের কাজ সম্পন্ন করতে হবে । আল্টিমেটাম শ্যাষ
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
মুহাম্মাদ আলী বলেছেন: সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্মে , বিবেকবোধকে অপমান করে না ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
হাসানুল বান্না পথিক বলেছেন: ভাই, সাহস করে সত্যি কথাটা লেখার জন্য ধন্যবাদ। ছাগল গুলো আন্দোলনকে ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
ফায়ারম্যান বলেছেন: @সরল মানুষ৭, শাহবাগের মঞ্চ থেকে কি ইসলাম, নবীজি কিংবা মসজিদ এসব ধর্মীয় ব্যাপারে খারাপ কিছু বলা কি হইতাছে ???????
কুখ্যাত নাস্তিক থাবা কিংবা মহিচুদ্দীন এই আন্দোলনের লাখো মানুষের মধ্যে একজন মাত্র... তবে এরা তো এই আন্দোলনের রিপ্রেজন্টেটিভ বা মুখপাত্র না... এই আন্দোলন বাংলার মানুষের দাবী... থাবার ধর্ম বিরোধি লেখায় তার ব্যক্তিগত বিশ্বাস ফুইটা উঠছে... শাহবাগের সকল মানুষের না ।মাইন্ড ইট ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
অপর্না হালদার বলেছেন: শাহবাগ আন্দোলনের সাথে সবাই ধর্মকে জড়াচ্ছেন কেন ?????
শাহবাগ আন্দোলনের সাথে ধর্মের কোন সম্পর্ক আছে বলে আমি মনে কির না????
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
শহুরে আগন্তুক বলেছেন: ফেসবুকে আরিফ আর হোসেন ভাই আজ কি বলেছেন সবাই অবশ্যই দেখবেন ।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
মেমননীয় বলেছেন: এটা কার মাথার থিকা বাইর হইছে?
আজিব!!
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
শহুরে আগন্তুক বলেছেন: আমার মাথা থেকে । কেন?? সমস্যা কি?? @মেমননীয়
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
কদমা বলেছেন: Eshob asholei khhub funny kaj.
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ফজলুলহক কিরন বলেছেন: প্রথম দিনের আন্দোলনের আর এখনকার নয়া নয়া দাবি এক না।যুদ্ধপরাধী রাজাকারের বিচার আর ধর্মীয় রাজনীতি ,ইসলাম, নবীজি এক নয়।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
দুরণ্ত সাহস বলেছেন: বোধদয় বোধহয়।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
শহুরে আগন্তুক বলেছেন: বাংলা পড়তে পারেন তো? কি লিখছি বানান করে হলেও পড়েন আগে । তারপর কথা বলতে আসেন ( বুঝে) ।
গালাগালির জবাবে আর কিছু বললাম না । প্রথমত আপনার শ্রেনীর মানুষের ঐ ধরনের কথার জবাব দেয়া রুচি নেই, দ্বিতীয়ত কিছু না বুঝে ব্যা ব্যা করা প্রানীর সাথে কথা বাড়ানো বিরক্তিকর কাজ । @ক.চ
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
ক্লান্ত দুচোখ বলেছেন: @শহুরে আগন্তুক তুমি বাংলা পড়তে পারো? পারলে বুঝতা তোমার পোষ্টের ব্যাপারে কিছু বলি নাই, বলছি পোষ্টে যারা কমেন্ট করছে তাদের কেঃ
সরল মানুষ৭ বলেছেন: সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু ......
মুহাম্মাদ আলী বলেছেন: সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু......
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
যক্ষা_রোগী বলেছেন: আবালের মত খালি গালি গালাজ করলে হইব??
-তোর মা একটা বেশ্যা
এই টাইপ গালি শুনলে যেমন খারাপ লাগে, ধর্ম নিয়া কিছু কইলেও খারাপ ্লাগে, ধর্মটাও সেই পর্যায়ের জিনিষ। শাহবাগের আন্দোলন যদি কোন কারনে বৃথা যায় তবে তার জন্যে দায়ি হবে রাজীব আর তোমাদের মত কিছু কুলাঙ্গাররা
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
যক্ষা_রোগী বলেছেন: আবালের মত খালি গালি গালাজ করলে হইব??
-তোর মা একটা বেশ্যা
এই টাইপ গালি শুনলে যেমন খারাপ লাগে, ধর্ম নিয়া কিছু কইলেও খারাপ ্লাগে, ধর্মটাও সেই পর্যায়ের জিনিষ। শাহবাগের আন্দোলন যদি কোন কারনে বৃথা যায় তবে তার জন্যে দায়ি হবে রাজীব আর তোমাদের মত কিছু কুলাঙ্গাররা
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
শহুরে আগন্তুক বলেছেন: তারা যা বলেছে ভুল বলে নি । আর কথাগুলো পোস্টেরই । তুমি না পইড়াই কমেন্টাইছ । কিন্তুর পরের অংশটাও বলো । জেএমবির মতো সব কথা অর্ধেক না হয় খাবলা দিয়া একটু নিয়া বলতে আইসো না ।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ব্লগার ইমরান৪৭ বলেছেন: সহমত-------
সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্ম , বিবেকবোধকে অপমান করে না ।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০
দোদূল্যমান বলেছেন: একজন মুসলিম দেশপ্রেমিকের মনের কথা লিখেছেন ভাইঃ
সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্ম , বিবেকবোধকে অপমান করে না।
রাজিব হায়দার, আসিফ মহিঊদ্দীন, প্রমুখদের নোংরা, অশ্লীল, যুক্তিহীন, কুরুচিপূর্ন ধর্মবিদ্বেষী পোস্টং এই গনজাগরনকে দ্বিধাবিভক্ত করেছে। আন্দোলনের বেগ এবং জনমত সুসংহত রাখতে ঐ সব বক্তব্যের জন্য শাহবাগ গনজাগরন মঞ্চ থেকে ক্ষমা চাওয়া উচিত।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
অনির্বান বলেছেন: সব রাজাকারের ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তার জন্যে নিজের ধর্মে , বিবেকবোধকে অপমান করে না ।