নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

There are more things in heaven and earth, Horatio :P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

বাংলাদেশে ফ্রী-তে এক্সপার্ট কোয়ালিটি গান্জা বিতরন করা হচ্ছে নাকি? চাঁদে কারো চেহারা দেখার মতো ঘটনা তো গান্জা ছাড়া সম্ভব বলে মনে হয় না । প্রথম টান দেয়া হয়েছে চট্রগ্রামের সাতকানিয়ায় আর সাথে সাথে ইন্টারনেট, মাইকে ধোঁয়া ছড়িয়ে গেছে সারাদেশে । পেপারে পর্যস্ত নিউজ হয়ে গেলো । দৃশ‍্যটা কল্পনা করুন তো, বয়স্ক কিছু মানুষের ব্রেন এতোটাই আন্ডার ডেভেলপড যে তারা এই রকম রাবিশেও বিশ্বাস করে রাতের বেলা মুখ হা করে চাঁদের দিকে তাকিয়ে থাকছেন, আরেকজনকে ডেকে দেখাচ্ছেন, ফোন দিয়ে জানাচ্ছেন দূরের আত্নীয় স্বজনদের । এটা কিভাবে সম্ভব!? মাঝারি সাইজের একটা পাঙ্গাশ মাছের মাথায়ও তো এর থেকে বেশী জ্ঞান-বুদ্ধি থাকার কথা ।



কাহিনী নিশ্চয়ই এখানেই শেষ না । গান্জার সাথে নতুন কোন কম্বিনেশন যোগ হয়ে সামনে অ‍্যারাবিয়ান নাইটসের আদলে আবারও কোন বেঙ্গল নাইটস চলে আসবে বলে আশা না করে পারা যাচ্ছে না ।



( আপনারও চাঁদ দেখার ইচ্ছা আছে নাকি ;) ? ইচ্ছা হলে দেখে ফেলেন । বলা যায় না , কপাল ভালো থাকলে আপনার চোখেও কিছু পড়ে যাবে । শেকসপিয়ার সাহেবের একটা কথা আছে জানেনই তো , " There are more things in heaven and earth, Horatio " ...... :P )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

নায়করাজ বলেছেন: মওদুদীবাদের গাঞ্জা এই রকমই

২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শহুরে আগন্তুক বলেছেন: আজ দেখি আকাশে চাঁদই নাই :/ .সব ষড়যন্ত্র :@

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.