নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবু আজও স্বপ্ন দেখার নেই মানা ........

শহুরে আগন্তুক

নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।

শহুরে আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

সর্বোচ্চ শাস্তি মাত্র পাঁচ বছরের জেল !!!!!!!

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

"যুবলীগ নেতা সোহেল রানাসহ পাঁচ জনের বিরুদ্ধে পুলিশ দণ্ডবিধির যেসব ধারায় ( দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪/ক ও ৩৪) মামলা করেছে তা যদি প্রমাণিত হয় তবে সর্বোচ্চ শাস্তি হবে অনুর্ধ্ব পাঁচ বছর। "



লাশ গুমের অভিযোগে গেলাম না ,আপনাদের হিসাবেই মানুষ মরেছে ৩৭৩ জন । এতোগুলো মানুষের খুনের শাস্তি ৫ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড? ........আপনারা যদি যুদ্ধাপরাধী আইন বদলাতে পারেন তাহলে এসব আইনও বদল করে রানা, পাঁচটা গার্মেন্টসের মালিক সহ প্রতিটা দোষী জানোয়ারের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে! নাহলে গনতন্ত্রের মানসকন্যা, বিশ্বশান্তির অগ্রদূত টাইপ মার্কামারা জোকারি টাইটেল কোন কাজে আসবে না, কাজে আসবে না আপনার শেলফে সাজানো ২৩টা আকাশ - পাতাল ডিগ্রিও । ভয়ে সাভারে যান নি একদিনও, আপনার মন্ত্রীরা বলেছেন গাবরের মতো কথা, উদ্ধারকাজে টর্চ লাইটের জন্যেও টাকা দিয়েছে মানুষ । অথচ আপনার আপ্যায়ন ব্যয় বছরে কোটি টাকা । উদ্ধার কাজের জন্য ড্রিল মেশিন নাই আর রাশিয়া থেকে কিনেছেন ৩০ বছর আগেকার মডেলের ৮ হাজার কোটি টাকা দামের পুরানো সমরাস্ত্র । মানুষের জীবন বাঁচানোর অক্সিজেন দিতে পারেন না, অথচ নিজেরা চলেন তিন - চার কোটি টাকার লিমুজিনের এসির বাতাসে নিশ্বাস নিতে নিতে । চিকিৎসা খরচ, ঔষধ যুগিয়েছে জনগন আর ঔষধ কোম্পানি অথচ বছরে শত কোটি টাকার অর্থহীন বিদেশ ভ্রমন করান আপনারা ,মেডিক্যাল চেকাপ করতেও যান বিদেশ । উদ্ধারকাজে জীবন বাজি রেখে নেমেছে সাধারণ মানুষ আর প্রেস কনফারেন্স করে শতাব্দীর শ্রেষ্ঠ নির্লজ্জের মতো ক্রেডিট বাগাতে চান আপনারা । দেশের মানুষ কিন্তু অন্ধ না ।



ভুলে গেছেন বিএনপি কে সাধারন মানুষই তাদের মেরুদণ্ড ভেঙ্গে ২০০৮ এ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলো? আপনারা ২০০৮ এর ২৯ ডিসেম্বর সরকার গঠনের পর একটানা যে পরিমান ভন্ডামি করে গেছেন, পূরন করেননি কোন ওয়াদাই, তাতে আপনাদের মানুষ কোথায় ফেলবে একবার ভেবে দেখুন দিশা খুঁজে পান কিনা! দেশে আপনাদের কোন ইমেজই নেই, মন্ত্রী - এমপিদের কথা না হয় নাই বললাম । মানুষ অতিষ্ঠ! আপনারা এখনো টিকে আছেন বঙ্গবন্ধুর জন্যে । এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু ১৫ আগস্টের মাত্র ৩দিন আগে এক জনসভায় বলে গিয়েছিলেন - " আজ আমাদের দুঃশ্চিন্তার প্রধান কারণ বাংলাদেশের মানুষ অনেক প্রতিক্রিয়াশীল হয়ে গেছে । তুমি এখানে একটা ভুল করো, মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই এখানকার নিয়ম ।" তিনি শুধু ভুলের কথা বলেছিলেন, কিন্তু আপনারা ভুল পেরিয়ে চলে গেছেন বহুদূর । আপনারা করে গেছেন অপরাধ! পাপ বাপরেও ছাড়ে না কথাটা বোধহয় আপনাদের বিস্মরণ হয়েছে । সমস্যা নেই , স্মরণ করিয়ে দেয়ার দায়িত্ব জনগনেরই যারা কখনো ভুল করে না ,করে নি, করবেও না ।



জ্বী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকেই বলছি!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

শহুরে আগন্তুক বলেছেন: Check this

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.