![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কিছুদিন আগে এক ছেলেকে দেখেছিলাম এক মেয়েকে সবার সামনেই একেবারে মুখে তুলে খাইয়ে দিচ্ছে । আহা, কি গভীর প্রেম! দেখে গভীর আবেগে আমার চোখে পানি চলে আসার অবস্থা ।
আজ সেই একই ছেলেকে দেখলাম ঐ একই জায়গায় অন্য এক মেয়ের প্রায় গায়ের উপর উঠে পড়ে তাকেও খাইয়ে দিচ্ছে । এই জন আগের জনের চেয়ে বহুগুনে বেশী সুন্দরী, ডিজুস ভাষায় বললে " হট " ( পড়ুন হঅঅঅঅঅটঠ, একনিঃশ্বাসে ) ক্যাটাগরির । আমি ঠিক জানিনা ঐ ছেলের একেকদিন একেক মেয়েকে মুখে তুলে খাইয়ে দেয়াটা শখের কোন কাজ কিনা । আর এমন শখ থাকলেও সেটা বাস্তবে পালন করা ঢাঃবিঃ -র মতো জায়গায় কষ্টসাধ্য ব্যাপারই হওয়ার কথা । কারণ গুটিকয় পড়া না পড়া সমান সেইটাইপ ল্যাগিন্স, গেঞ্জি পড়ুয়া অথবা কেবল ডানপন্থী বা বামপন্থী বদ ছাড়া ঢাঃবিঃ-র অধিকাংশ মেয়েই ভদ্র এবং তাদের মাধ্যমে ঐ শখের নিয়মিত চর্চাটা মনে হয় ঠিক সম্ভব না । কাজেই যৌক্তিক অনুমানটাই করে নিচ্ছি; ঐ দু'জনই ছেলেটার প্রেমিকা । আগেরজন নতুনজনের হটনেসের উত্তাপে পুড়ে কয়লা হয়ে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন বা মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবের দেখানো মহান দার্শনিক চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আদর্শ অনুযায়ী দু'জনই এখন একসাথে বহাল তবিয়তে আছেন । দুই ফুল এক মালী টাইপ আর কি ।
সে যাই হোক, আমরা বাঙ্গালীরা তো সব ব্যাপারেই কিছু না কিছু শিক্ষনীয় ব্যাপার খুঁজি । তা এই ছোট্র ঘটনাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি এই যে -
১. ছেলেরা কখনো বদলায় না, বদলায় কিন্তু মেয়েরাই
২. মানুষ বরাবরই সৌন্দর্যের পূজারী
সিনেমা দেখতে গেছি সিনেপ্লেক্সে স্নোহোয়াইট এন্ড দ্যা হান্টসম্যান । সিটে বসলাম, লাইট নিভলো, সিনেমা শুরু হলো । সামনেও, পেছনেও । পার্থক্যটা হলো এই আমি সামনেরটার ছবি , শব্দ দুটোই শুনতে পাচ্ছি আর ঠিক পেছনেরটার কেবল শব্দ । " আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি । পুলকিত হতে থাকলাম । কোন সিনেমা দেখবো মনঃস্থির করতে পারছিলাম না । চোখ রেখে বসে আছি সামনেরটাতে আর কান, মন দুটোই পেছনেরটাতে । নানা রকম শব্দ বিরামহীন ভাবে আসতেই থাকলো । যখন মনে হলো মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে পেছনের এডাল্ট মুভির নায়ক - নায়িকাদের দর্শন করবো কিনা, তখনই হলের বেরসিক লাইট জ্বলে উঠলো । হাফ টাইম! হাফ টাইমের পর আবার যখন মুভি শুরু হলো তাদের আর দেখা মিললো না । খুব সম্ভবত তাদের টিকিটের ২৫০ টাকা প্রথম হাফেই উসুল হয়ে গিয়েছিলো ।
এই ধরনের ঢঙ্গী কিছু ঘটনা বেশী দেখা যায় পার্কে, প্রাইভেট ইউনিভার্সিটির আশেপাশের রেস্টুরেন্টগুলোতে , আর অভিজাত তকমা পাওয়া এলাকাগুলোতে । সব জায়গায় প্রেম আর প্রেম । ইংরেজিতে বললে Love in the sky ..... স্যোশাল কস্ট বলে একটা টার্ম আছে যার মানে অনেকেই জানেন বোধহয় । ক্রমাগত হিন্দি আর ইংরেজি ঘেষা বিনোদনের সোশ্যাল কস্ট হলে এসব । আমাদের চ্যানেল গুলোও এগিয়ে আসছে এ ক্ষেত্রে । তারা সবাইকে বোঝাতে মরিয়া যে ছেলেদর ড্রেস হলো বুকের পশম দেখা যায় এমন গেঞ্জি , পিছলে পড়ে যেতে থাকা ভুশভুশে জিনস, মেয়েদের বেলায় দর্শনীয় ল্যাগিন্স, ফতুয়া । নানা ফসলের মতো দেশে প্রতি বছর যে কুকুর বেড়ালের পাশাপাশি মানুষের প্রেমেরও বাম্পার ফলন হচ্ছে এটা দেশ - বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে না কেন? এসব প্রচার করা হোক, আমরা দেশ - বিদেশে প্রেমময় জাতি হিসেবে পরিচিতি লাভ করি ।
( বিশেষ দ্রষ্টব্য: শরীর বা প্রেম কোনটাই ঠিক জনসম্মুখে দেখাইয়া বেড়াইবার বস্তু নহে । ইহার ব্যাপ্তি, প্রসার একান্তে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই বাঞ্ছনীয় এবং তাহা বুদ্ধিমান - বুদ্ধিমতীর পরিচয়ও বটে! )
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি
৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৮
ইকথিয়ান্ডর বলেছেন: বিশেষ দ্রষ্টব্য: শরীর বা প্রেম কোনটাই ঠিক জনসম্মুখে দেখাইয়া বেড়াইবার বস্তু নহে । ইহার ব্যাপ্তি, প্রসার একান্তে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই বাঞ্ছনীয় এবং তাহা বুদ্ধিমান - বুদ্ধিমতীর পরিচয়ও বটে!
এক্কেবারে মূলে কুঠারাঘাত করেছেন ভাইজান।
৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: শরীর বা প্রেম কোনটাই ঠিক জনসম্মুখে দেখাইয়া বেড়াইবার বস্তু নহে । ইহার ব্যাপ্তি, প্রসার একান্তে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই বাঞ্ছনীয় এবং তাহা বুদ্ধিমান - বুদ্ধিমতীর পরিচয়ও বটে!
৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৫
মদন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++
৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি
৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:১৯
শূন্যের গুনিতক বলেছেন: আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি মরিচ ডলতেসিল নাকি!! জ্বলতেসিল ক্যান!! ঝাতি ঝানতে ছায় :-&
৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৭
আল ইফরান বলেছেন: এইগুলার বিচার আল্লায় করবো
৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৮
~স্বপ্নবিলাসী~ বলেছেন: শরীর বা প্রেম কোনটাই ঠিক জনসম্মুখে দেখাইয়া বেড়াইবার বস্তু নহে । ইহার ব্যাপ্তি, প্রসার একান্তে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই বাঞ্ছনীয় এবং তাহা বুদ্ধিমান - বুদ্ধিমতীর পরিচয়ও বটে ।
ভাই , ভালো বলছেন ।
১০| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪৯
নিকষ বলেছেন: শূন্যের গুনিতক বলেছেন: আস্তে, উফ! আবার, জ্বলতেছে কিন্তু, তুমি থামবা, হাত সড়াও, আবার দুষ্টামি, ব্যথা পাচ্ছি কিন্তু ... ইত্যাদি ইত্যাদি মরিচ ডলতেসিল নাকি!! জ্বলতেসিল ক্যান!! B:-) ঝাতি ঝানতে ছায় :-&
১১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১
শহুরে আগন্তুক বলেছেন: যাতি এই প্রশ্নের জবাব জানে না!!!! @গুনিতক
১২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: পোস্টের সাথে একমত। ল্যাগিন্স জিনিসটা কিরকম?
১৩| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শহুরে আগন্তুক বলেছেন: এইটা কি বললেন হাসান ভাই?!??!! বাসা থেকে বের টের হন না নাকি?
আমাদের চিকন গেঞ্জির কাপড়কে একেবারে ছিড়ে যাওয়ার মতো স্কিন টাইট করে বানানো কিছু একটা যা পড়া না পড়ার কাছকাছি না হলেও তেমন দূরেও না ।
১৪| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আ...ইয়ো ম্যান .. আপ-নিতো ব্যাক ডেটেড!!!
আমি ল..ভ করবো আর কেউ ঝানবেনা তা কি করে হয়!!! আমার ষ্ঠাঠাস কুতায় যাবে???
দাদি নানির কালে কলা পাতা ঝুলানো প্রেম করতে গেলে জিএফ আরেক ফ্রেন্ডের সাথে যে লিঠনের প্লাটে চলে যায়...
সো ইয়ো ইয়ো ম্যান,... গ্রো আপ....
সময়ের সাথে ঠাল দিয়ে চলতে শিখো... ল-ভ করো, এনজয় করো...
.......................
ঠিক আছে না????????
১৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:১৬
শহুরে আগন্তুক বলেছেন: আপনার থেকে এংরেজি শিখতে আগ্রহী! @ভৃগু
১৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: ফেবুতে পুরোটা না দিলেও সামুতে দিছেন। হেহেহে- সিরাম বিনোদন। এগুলারে সকাল বিকাল রুটিন করে থাপ্রানো উচিত।
১৭| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
শহুরে আগন্তুক বলেছেন: আপনি ফেসবুকে কোন আইডিতে আছেন?
১৮| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: রাফকাত তানিল
১৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
শহুরে আগন্তুক বলেছেন: চিনলাম না
২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩২
অপরাজেয় বিদ্রোহি বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ১১:২২
চারশবিশ বলেছেন: কারে যে কি কন?