![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেছি আজো । চেনার চেষ্টা করছি । মানুষ হিসেবে কেমন তা অন্যরাই ভাল বলতে পারবে । আমার কাছে আমি আমার মতোই । আশাবাদী , স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর এবং শুদ্ধ অনুভূতিময় স্বপ্ন ।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বীরের পেশাই বেছে নিয়েছিল তমাল। বাংলার আকাশকে শকুনের ছায়া থেকে মুক্ত রাখাই ছিল তার দায়িত্ব। ১০টি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব সে পালন করেছে। কিন্তু গত ২৬শে জুলাই এক বৈদ্যুতিক দুর্ঘটনায় পতিত হয়ে তমাল আজ মৃত্যুর সাথে লড়ছে।
দিনটি ছিল শুক্রবার, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের ০১ ব্যাচের ছাত্ররা এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিল মিরপুরস্থ এক রেস্টুরেন্টে। ছেলেবেলার বন্ধুদের ফিরে পেতে তমালও গিয়েছিল সেখানে। ইফতারের পর হঠাৎ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝে খেলাচ্ছলে রেস্টুরেন্টের পাশে এক সান শেড উঠে পড়ে তমাল। তার পাশ দিয়েই গিয়েছিল মিরপুর১-১০ এর ১১কেভি মেইন লাইন। হঠাৎ করেই সেটি আটকে ধরে তমালকে। মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরন, আলোর ঝলকানি। উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ তমালের দেহের ভিতর এবং বাহিরে পুড়িয়ে দিয়ে যায়।
তার নিঃসাড় দেহ পড়ে থাকে টিনের চালের উপর, সেই অবস্থায় এক বন্ধু সাখাওয়াত নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে আনে সান শেডের উপর থেকে। সাথে সাথেই তাকে নিকটস্থ গ্যালাক্সি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিএমএইচে পাঠানো হয়।
তার দেহের ৩৮% পুড়ে গিয়েছিল, ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গেরও ক্ষতি হয়েছিল। আমাদের দেশে ১০% এর উপর পুড়ে যাওয়া রোগীর জীবন বাঁচানো দুষ্কর, তাই তমালকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে পাঠানো হয়।
তার কিডনি, মাংসপেশী এবং মাথার আঘাত বেশ গুরুতর। সারা দেহে গ্রাফটিং এর কাজও চলছে। এয়ার এ্যাম্বুলেন্সে পাঠানোসহ, প্রাথমিক চিকিৎসা খরচ হিসেবে এই পর্যন্ত ৬০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আগামী তিনদিনের মাঝে আরও ৯০,০০০ সিঙ্গাপুরের ডলার প্রয়োজন। সব মিলিয়ে আরও কোটি খানেকের মতো লাগবে তার চিকিৎসা সম্পন্ন করতে।
বিমান বাহিনী থেকে এই পর্যন্ত ২০ লক্ষ টাকা পাওয়া গেছে, যা প্রথমেই খরচ হয়। উল্লেখ্য সে অফ ডিউটিতে আহত হয়েছিল। পরবর্তীতে চিকিৎসার জন্য তার পরিবার ৩৫ লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে। অর্থাৎ আরও প্রায় ৭০ লক্ষ টাকার মতো প্রয়োজন।
তমালের বাবা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, আর সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তমাল যোগ দিয়েছিল সামরিক বাহিনীতে। দুর্ঘটনার আগ পর্যন্ত সে আমাদের এই দেশের সর্বোচ্চ সেবা করে গেছে। সে ছিল আকাশের দুরন্ত ঈগল, শকুনের ছায়া সে কখনো পড়তে দেয় নি বাংলার মাটিতে। আজ এই পাখিটি আহত, আমরা কি এই পাখিটির কোন দায়িত্ব নিবো না? মুক্ত আকাশে আবারও ডানা মেলার সুযোগ তাকে দিবো না?
সবাই যদি নিজের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এগিয়ে আসি, তাহলে তমাল সুস্থ হয়ে ফিরে আসবেই।
আমরা তমালের চিকিৎসার জন্য যে যেভাবে পারি, অল্প হলেও সাহায্য পাঠাই। সাহায্য পাঠানোর ঠিকানাঃ
Marzia Rahman এবং Nazina Bintey Jamal.
একাউন্ট নাম্বারঃ ০০২২-০৩১০০৩৩১১৫
ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
মিলেনিয়াম ব্রাঞ্চ
ঢাকা ক্যান্টনমেন্ট।
বিকাশে সাহায্য পাঠানোর নাম্বারঃ
01710-506373 (আরিফ শৈবাল, তমালের বড় ভাই)
দেশে কিংবা দেশের বাহিরে থেকে তমালের জন্য পেপাল, ভিসা বা মাস্টারকার্ডে এখানে সরাসরি ডোনেট করতে পারবেন,
http://gogetfunding.com/project/save-shari
Facebook event:
Click This Link
( পুরো লিখাটাই event description থেকে নেওয়া )
২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তমাল সুস্থ হয়ে উঠুক এ কামনা করি।
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
গোলক ধাঁধা বলেছেন: লিঙ্কটা তো ফাকা, দোয়া রইল যেন তারাতারি সুস্থ হয়ে উঠে
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭
শহুরে আগন্তুক বলেছেন: লিংকটাতো ব্রোকেন দেখানোর কথা না। আবার দিলাম
Click This Link
৫| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
আমি ইহতিব বলেছেন: গত ৩/৪ দিন ধরে বিকাশ নম্বরটা সাথে নিয়ে ঘুরছি, সাহায্যের পরিমাণটা দিবো দিবো করেও দেয়া হয়নি। আজ পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ। শেয়ার করছি এই পোস্ট।
৬| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪
শহুরে আগন্তুক বলেছেন: আলহামদুলিল্লাহ্ ....পাঠিয়ে দিন।
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
গোলক ধাঁধা বলেছেন: http://gogetfunding.com/project/save-shari এই লিঙ্কটার কথা বলেছিলাম। ্যাই হোক পেয়েছি, লিঙ্কটায় একটা f missing আছে।সাধ্যমত কিছুটা চেষ্টা করলাম।
৮| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬
গোলক ধাঁধা বলেছেন: পোস্ট স্টিকি করা হউক
৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১
মো: আতিকুর রহমান বলেছেন: দোয়া রইলো...
১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১০
এম ই জাভেদ বলেছেন: সাহায্য পোস্ট মনে হয় আজকাল আমরা এড়িয়ে চলতে শিখেছি! কমেন্টের খরা দেখে তাই মনে হচ্ছে । আমাদের সকলের উচিত সাধ্য মত সাহায্য করা।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২২
খাটাস বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তমাল সুস্থ হয়ে উঠুক এ কামনা করি।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬
জুন বলেছেন: অত্যন্ত দুঃখজনক ঘটনা। তমালের আশু আরোগ্য কামনা করছি।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮
প্রাচীন মানব বলেছেন: তমালের জন্য দোয়া রইলো। আল্লাহ তাকে রহমত করুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৭
আরজু পনি বলেছেন:
দোয়া রইল।
সাথেই আছি।।