![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না
আমি এই মুহুর্তে ফিরে দেখে পিছনে তাকালাম। এবং মনে মনে ভাব্লাম,
আসলেই, অনেক ভাল হয়েছে।
কপাল অনেক ভাল, ২০০৮-১০ সালে ব্লগের প্রবল এক্টিভ তাল্গাছবাদী পীর হয়রান সাব তার লেখাগুলো এই ফেসবুকের জামানায় পোস্ট করেন নাই, তাহলে, এতদিনে ফলোয়ার অন্ধভক্ত ভক্তকুল ওনাকে নিশ্চিত তালগাছ পীর এর মাজার বানায়ে মুরিদ্গিরি শুরু করে দিত, এবং হয়রান ভাই এর অঙ্গুলিহেলনে দা-কোদাল হাতে ঝাপিয়ে পড়ত শিওর। !
যে দেশে ২১ টাকা ফ্লেক্সীলোড ভিক্ষুক ও পতিতালয়ে গমনের অভিজ্ঞতা রসিয়ে রসিয়ে বলা ফ্রাবি ছাগু সময়ের বিবর্তনে ফ্যান ফলোয়ার দিতে "ব্রাদার ফারাবি" তে পরিনত হয়, সেখানে হয়রান ভাই যে "হয়রান নায়েক" হত তাতে আর সন্দেহ কি।
ব্লগ ব্যার্থ। ব্যার্থ টাক্লু ভাড়, ব্যার্থ মডুদাশের ভাড়। !!! ব্লগের কোনায় এক কালে কমেন্টে মুখরিত হাজার হাজার পোস্ট হারিয়ে গেছে, কেউ সেসব চিনবে না। কিন্তু তেলাপোকার মত ফ্রাবি ছাগু দেশ ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে দিচ্ছে তার হিংস্র থাবা
২| ০২ রা মে, ২০১৪ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ফ্রাবি হইল বাংলা ব্লগের একটা কলংক
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ সকাল ৮:৫৩
মামুন রশিদ বলেছেন: হায় ফ্রাবি! হায় ফ্রাবি!!