![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না
ব্লগরব্লগর ১ঃ
অনেক অনেক শব্দ হারিয়ে যাচ্ছে কালচার, ট্রেন্ড আর সাহিত্যা থেকে, পেপার পত্রিকা গল্প কবিতা থেকে। আচ্ছা, এই ২০ বছর আগে ৯০ দশকের শেষেও হাসির শব্দ হিসেবে "খিল খিলঃ শব্দটা বড়ই পপুলার ছিল।
খিল খিল করে হাসা, লাইন্টা পড়লেই মনে ভাসত হাস্যজ্জোল ম্যানোলা ক্রিমের মডেল এক সন্দুরী তরুনীর মুখ টাইপের কিছু।
আমি ঈগল আজকে ভাবছিলাম, এই খিল খিল শব্দটা হারিয়ে গেল কেন ??
তার বদলে জায়গা হয়েছে LOL LMAO টাইপের কুৎসিত কিছু শব্দের
ব্লগরব্লগর ২ঃ সেভেন ইলেভেনের কাব্যঃ
বর্নবাদী, বুঝলা কিনা ? বর্নবাদী সব !
রেডনেক এই গাধাগুলার হুদাই বকবক
আরে মাইনরিটি দেইখাই সব ভেজাল কাউন্সিলে
এই কমিউনিটিও ফার্গুসন বানাইল সবডি মিলে ।
অন্য খবর জানো নাকি, পুত্তুম আলু খুইলা
দেখলেই মেজাজ বিগড়ায়া যায় , বাকি সব যাই ভুইল্লা ।
মালাউনটারে দিসে প্রমোশন, শ্যালকরে দিয়া বাদ,
এত্ত পায়, আরো উঠবে হালারা । এত্ত বড় সাধ !
ব্লগরব্লগর ৩ঃ আরো সেভেন ইলেভেনের কাব্যঃ
অ্যাঁয়ই, শুনছো নাকি দেখি ? নিউ জেনারেশন এর
বদমাইশ পোলা , একি! হালাল মাংশ না খায়া সব
হারাম মাংস সেকি।
এইডা কোন কথা ? কওতো দেখি মিয়া
পাকিস্তানি রাদারের দোকানে একবার গিয়া
কি সহজে আসা যায় মাংস প্যাকেট নিয়া।
নাস্তেক আর বেয়াদবির আখড়া বানাইসে গিয়া।
থাক, বাদ দাও এইবার, অন্য কথায় আসি
ঐযে, এক্সিট ১১ এর মোটেল পাশাপাশি
বুঝলাই তো, ইয়ে মানে, চেঞ্জ দিও কিছু
১ ডলারের বিল দিও সব, সঙ্গে কিছু মিছু
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৪৪
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: এখনো সামুতে লগ ইন করেন তাহলে ? যাক, পুরান কাউকে না কাউকে তো দেখলাম
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
শায়মা বলেছেন: আমিও ব্লগর ব্লগর করি এখনও
২২ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: good to know
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: খিল খিল করে হাসা শব্দটা শুনলেই কেন যেনো সাবিলা নূরের কথা মনে পড়ে আমার!
৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:১৯
মহা সমন্বয় বলেছেন: মারহাবা মারহাবাঃ
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
উদাসী স্বপ্ন বলেছেন: কবে ব্যান খাইলা? নয়া আইডি লাগলে জানাও এফবিতে
৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: খিলখিল করে হাসা, শুনতে আসলেই খুব মিষ্টি লাগতো।