নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু বলার আছে

পরিবেশবাদী ঈগলপাখি

সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না

পরিবেশবাদী ঈগলপাখি › বিস্তারিত পোস্টঃ

দিন চলে যাবে

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

দিন কোন কিছুর জন্য থামবে না।

দিন চলে যাবে

আস্তে আস্তে অনুভুতিশুন্য অমানুষ এ পরিনত হচ্চি বোধকরি সফল্ভাবে। আমার ফোন এর কল হিস্ট্রি ডিলেট করেছিলাম ৩ সপ্তাহ আগে। এখনো ক্লিন আছে। আমাকে কেউ ফোন করে নি, কল দেয় নি, মেসেজ করে নি। মনে হচ্ছে আমার অস্তিত্ব , আমার existense এ কার বা কিবা আসে যায়। এটাই সত্য।

আমি কোন ভুল করি নি, কোন ভুল করি নি, সবকিছুই শুদ্ধ করেছিলাম, শুধু পৃথিবীর যাবতীয় ভুল মানুষদের জ ন্য।

মাথা ঠান্ডা রাখতে লুসিড ড্রিম এর চেষ্টা করছিলাম, ফলাফল হচ্ছে মাঝে মাঝে রাতে ভীষন দুঃস্বপ্ন।

সত্যি কথা হচ্ছে আমার মানসিক ভারসাম্য নিয়ে আমি এই মুহুর্তে চিন্তিত। কি করবো বুঝতে পারছি না। ডিপ্রেশনে ভুগাটা তীব্র থেকে তীব্র হচ্ছে।

আমার যে কাজটা করা উচিত তা হচ্ছে

১) পরিচিত কাউকে খুজে বের করে ব্যাপারটা খুলে বলা, যে I need help, দরকার হলে কাউন্সেলিং নেয়া, সুইসাইড হটলাইন এর নম্বর বের করে রাখা

২) যাবতীয় ইমার্জেন্সি কন্ট্যাক্ট এর নাম ও নাম্বার আপডেট করা (নিষ্ঠুর জোকস, কোন এক নির্বোধ আমি পৃথিবির যাবতীয় ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে নীলপরীকে দিয়ে রেখেছিলাম।

কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।


আমি খুব সাধারন একটা মানুষ, আমি একটু ভাল্ভাবে সবার মাঝে বেচে থাকতে চাই। কাউকে ঘৃনা করতে চাই না, সবার মাঝে মানুষের মাঝে থাকতে চাই। মনে হচ্ছে এই চাওয়াটা অনেক কিছু

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

করুণাধারা বলেছেন: লগ ইন করে মন্তব্য লিখলাম দীর্ঘ, পোস্ট করতে গিয়ে দেখি লগ আউট হয়ে গেছি। আবার সংক্ষেপে লিখি। যেদিন বুঝতে পারলাম আমার সবচে স্নেহের মানুষটির ডিপ্রেশন, তখন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি ডিপ্রেশন বুঝতে, ডিপ্রেশন বোঝাতে আর ডিপ্রেসডকে সাহায্য করতে। অনেক কষ্ট করে দীর্ঘ লেখা লিখলাম মনের অসুখ নাম দিয়ে,সামুতে পোস্ট করতে গিয়েই লেখাটা গায়েব হয়ে গেল। পড়ে অল্প ককরে লিখেছি, পরবেন প্লিজ। ইনশাল্লাহ আবার আমি লিখব- দয়া করে আমার লেখাটা পড়ে মন্তব্য করবেন।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আপনার মন্ত্যবের উত্তর দিতে ভুলে গিয়েছিলাম বলে দুঃখিত। এত সুন্দর এবং চমৎকার একটা মন্তব্য পেয়ে খুব খুব খুবই ভাল লেগেছে

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

করুণাধারা বলেছেন: আমি আপনাকে চিনি না, তবু খুব চিনি। বুকে অসীম শুন্যতাকে ধারন করে প্রতিদিন স্বাভাবিক জীবন যাপন করতে যে একজন ডিপ্রেসড মানুষের কতটা কষ্ট করে তা দেখে আমার খুব কষ্ট হয়। ডিপ্রেসডের জন্য একজন সহানূভূতি সম্পন্ন মানুষ দরকার, দোয়া করি আপনি এমন কাউকে খুঁজে পান। যদি আমি কোনভাবে সাহায্য করতে পারি, খুব খুশী হব। আত্মহত্যার কথা মনে হলেই মনে অন্য চিন্তা আনুন, বড় এক প্যাক চানাচুর নিয়ে বসুন আর ভাবুন এটা শেষ না করে উঠব না - এভাবে দেরি করুন। ভাল থাকুন।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫

কালীদাস বলেছেন: কি খবর? :)
জেমসের এই গানটা প্রায়ই শুনি, এখনও আগের মতই লাগে।
রেগুলার হবেন নাকি আবার?

২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৯

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হেহেহে, পুরান পাপী ভাই আসছে দেখি ।

না ভাই, মনে হয় এখনকার বাস্তবতায় নিয়মিত হবা সম্ভব না। যদিও প্রচুর লেখা জমে আছে মাথায়, কিন্তু বর্তমান আমলে আসলে লেখার প্লাটফর্ম নাই, মুল কারন পাব্লিক ইন্টারেকশন এর অভাব, সামুতে পরিচিত কোন মুখ যেহেতু দেখি না সেটা আরো একটা কারন। আমিও কোনকালেই লেখার জাহাজ ছিলাম না, আমার কাছে ইন্টারএকশন , কমেন্ট করাটাই ভাল লাগত। আপাতত সেটা চালাচ্ছি পুরান ব্লগারদের ফেসবুকে উকি দিয়ে।
যদিও সেটা আসলে এখন পপুলার না। কেউ যুক্তি তর্ক এর কমেন্ট চায় না, সবাই চায় জম্বি ফলোয়ার দের আহা উহু কমেন্ট আর "হাগার হাগার লিক"

আপ্নে চালায়া যান। দেখি, হতেও পারি রেগুলার, কে জানে !!! আপনার কি খবর ভাই?

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

দেশী পোলা বলেছেন: বেশি বেশি কইরা বিবাহ করলে বেশি বেশি নেকি হবে। বেশি বেশি বউ পোলাপান এর চেচামেচি ঝগড়াঝাটি এইসব নিসঙ্গতারে লাথি মাইরা খেদায় দিবে। বাকি সবই উপরওয়ালার দোয়া

০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩২

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: Now, I totally Agree :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.