![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না
বি:দ্রঃ ব্লগের কারো সাথে বা কেউ নিজের সাথে কোন মিল খুঁজে পেলে "জোতির্ময় নন্দী" কে গিয়ে ধরুন, এই পোস্টদাতা দায়ী নহে '
অই যে চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, যেন সারা দীন-দুনিয়ার যাবতীয়
দায়ভার তারই বৃষ স্কন্ধে কেউ চাপিয়ে দিয়েছে;
যেন সে পটল তুললে দুনিয়া এতিম হয়ে যাবে।
কিন্তু অই চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারসুরত, জানে না যে ওর মতো কত শত
বালস্য বাল/হরিদাস পাল পৃথিবীর-প্রকৃতির
প্রগাঢ় প্রস্রাবের ফেনায় ভেসে গেছে...।
_________"জোতির্ময় নন্দী"
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হাহাহাহাহ।
এটা একটা বহুল প্রচলিত কবিতা, কন্টেক্সট ওয়াইস পোস্ট করলাম, ক্ষোভ আবার কি?
ব্লগ কে ঝালমুড়ির বাইরে বেশি সিরিয়াসলি না নেয়াই ভাল।
২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৩
সোনালি কাবিন বলেছেন: হা হা
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১
মাসউদুর রহমান রাজন বলেছেন: বালস্য বাল/ হরিদাস পাল... বড়ই সুন্দর হইছে। জোতির্ময় নন্দী সুন্দর লেখছেন।
০৯ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ঝাঝালো কবিতা।
১৩ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২১ সকাল ৭:০২
পদাতিক চৌধুরি বলেছেন: গভীর ক্ষোভ থেকেই লেখাটা লিখেছেন।আপনি ব্লগিং এ সিনিয়র। কাজেই আপনাকে কিছু বলা সাজে না। পাশাপাশি লেখকের স্বাধীনতা তো থাকবেই...