নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. দূর্গা পূজার আনুষ্ঠানিকতা।
২. চ্যানেলগুলোর অসাম্প্রদায়িক প্রমাণের জন্য প্রতিযোগীতা। চালু থাকতে 'দিগন্ত টিভি'ও কর্ণারে 'শারদীয় শুভেচ্ছা' জানাতো।
৩. মুসলিম সেলিব্রেটিদের অসাম্প্রদায়িক প্রমাণের প্রতিযোগীতা। পারলে নিজের ধর্মকে ছোট করে হলেও। (উদা - মুশফিক)।
৪. মূর্খ মুসলিম দের ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতার । (ধর্ম যার যার, উৎসব সবার)
৫. সামু-তে সাময়িক ধর্মযুদ্ধ। (শুধু কোরবান আর দূর্গা পূজাতে হয়)
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
পিঙ্ক ফ্লয়েড বলেছেন: মুশফিক কিভাবে নিজের ধর্মকে ছোট করেছে ?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ফেসবুকে কোরবানীর গরুর ছবি দিয়ে পরে যখন হিন্দুদের অনুরোধে সেই ছবি সরিয়ে নেন। পরোক্ষ ভাবে তাদের কাছে নত হন।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
শূণ্য মাত্রিক বলেছেন: এপিক টাইপের একটা মন্তব্যের
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
শূণ্য মাত্রিক বলেছেন: এপিক টাইপের একটা মন্তব্য করেছেন দপ্তর বিহীন মন্ত্রী । এবার পোষ্ট পজিশন বা দপ্তর একটা পাইতেও পারেন
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: নাকি আই ডি ব্যান হয় সেই চিন্তায় আছি।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
পিঙ্ক ফ্লয়েড বলেছেন: হিন্দুদের চাপে নাকি নিজের বিবেকর তাড়নায় সেটা সরিয়েছে?
নিজের ধর্মকে তাহলে বড় করা যায় কিভাবে?হিটলারের মত মানুষ মেরে নাকি আমেরিকার মত মানুষ মেরে নাকি ইজরাইলিদের মত মানুষহ মেরে?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধর্মীয় ক্যাচাল করতে আসি নাই। মুসলমানদের দৈন্যতা নিয়ে বলছিলাম।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
আহমেদ জী এস বলেছেন: দপ্তরবিহীন মন্ত্রী ,
কিছুই বিসর্জন হয়নি । সবই আগের মতো চলবে সবার ক্ষেত্রেই । ব্লগের ক্ষেত্রেও ।
কারন; নাই কাজ খই ভাজ বলে কথা আছে একটা । আর পাশাপাশি আছে এটাও --- কয়লা ধুইলেও ময়লা যায়না । সবাই যে যার অবস্থান মতো নিজে বাদে তামাম দুনিয়ার মানুষকে বেহেশতে ঢুকানোর জন্যে হণ্যে পাগল । এ পাগলামী চলবেই -----------
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হয়তো বা।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯
আমিজমিদার বলেছেন: আপ্নে এতো গিয়ানি কেম্নে??? আমারে শিখান
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্লগে চোখ রাখুন। আপনিও পারবেন
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একটু পর হয়তো কলাবাগান এসে আমাকে বলবে, গুহায় চলে যেতে!