|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গতকাল আর টিভি - তে টক শো তে ছিল ইমরান এইচ সরকার আর RAB প্রধান বেনজীর আহমেদ। ইমরান এইচ সরকার বরাবরের মতই চেষ্টা করছিল সবার সামনে প্রমাণ করার জন্য যে, তিনি আওয়ামী লীগের লোক না। তাই অনেক কটু কথা বলেছিল পুলিশ/RAB নিয়ে। বেনজীর যখন ফ্লোর পান, তখন বাঁশ দেয়া শুরু করে ইমরান কে। প্রথমেই বলে, এত বছর চাকুরি করে অবসরের আগে আমাকে জ্ঞান নিতে হচ্ছে আপনার কাছ থেকে! কী করেনি পুলিশ আপনার জন্য? আপনার জন্য যে প্রতিদিন মাইক্রো ভাড়া দিতে হয় ৭০০০ টাকা সেটাতো আমিই ঠিক করে দিয়েছি। আপনি তো আমার কাছে চাননি। আর এখন আমাকে প্রফেশনাল জ্ঞান দিচ্ছেন। ইমরান চুপ। বেনজীর ২ বার উল্লেখ করেছেন যে, দিনে ৭০০০ টাকা লাগে সেই মাইক্রো ভাড়া। যাক, ইমরান যে সরকারী পুলিশের সাহায্য নিয়ে এত তাফালিং করে সেটা এখন জনগণ জানলো, আগে থেকে জনগণ জানলেও এখন প্রমাণও পেলো!
 ৪৩ টি
    	৪৩ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৪
০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সময় কথা বলবে....
২|  ০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪১
০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:  ধন্যবাদ।
      ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
৩|  ০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৯
০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৫৯
যোগী বলেছেন: সময় কথা বলবে তা জানা আছে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে ইমরান এইচ কে কোপাবে।
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কোপাবে কেন? সে তো আর নাস্তিক না। তবে আওয়ামী বিরোধীরা ক্ষমতায় এলে সে দেশে থাকলে তো....
৪|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৬
রেজওয়ান26 বলেছেন: ইমরান ভাল অভিনেতা! কি বলেন?
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: চরম ভাল...
৫|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৯
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৯
টি-ভাইরাস বলেছেন: যোগী : এখন পর্যন্ত যাদের যাদের কোপাইছে তাদের কি স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকা সময় কোপাইছে ?
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৬|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১০
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১০
জনি চৌধুরী বলেছেন: টকশোটা দুবার দেখেছি, ইমরান বাঁশ খেয়ে হা হয়ে গেছে আর বাকি কথা জনগণ জেনেছে সরকার ওর পিছনে কত টাকা খরচ করছে! আমার প্রশ্ন কেন সরকার ওর পিছে এত টাকা খরচ করে পাহারা দিচ্ছে তাহলে কি খারাপ কাজ করছে?
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২০
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: চোরের মন পুলিশ পুলিশ..
৭|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১১
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১১
শরাফত বলেছেন: ইতিহাসের কলম ঠিকই থাকে পাল্টে যায় শুধু চরিত্র।
ইমরান এইচ সরকারের বিচারও ইতিহাসই করবে। শুধু সময়ের অপেক্ষা।
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২২
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব কিছুরই শেষ আছে....
৮|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৩
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:১৩
সাইদুল ইসলাম রিয়াদ বলেছেন: ইমরানের ভিত্তি কি ? ওহ জেনেই তাপালিং করে ? সরকারের কোলে থেকে সরকার বিরোধী কথাবার্তা তার মুখে মানায় না ।
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৩
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরকারও সেটাই চায় যাতে জনগণ মনে করে সে সরকারের লোক না। কিন্তু মাঝে মাঝে ধরা খায় আর কি...
৯|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৭
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৭
Tas DE Sun বলেছেন: ইমরান আওয়ামীলীগ কে যতটা উপকার করেছে দেশ স্বাধীনের পর ছাত্রলীগের কোন নেতা এতটা উপকার করতে পারেনি,,,,,।ইমরান দের মাথায় কাঠাল ভেঙ্গে যে সরকার খাবে না তার নিশ্চয়তা কি!!!!!? বিজ্ঞান লেখক(নাস্তিক) রা খুন হচ্ছে এবং সরকার তা বিরোধী দলের উপর প্রকাশ্যে চাপিয়ে দিচ্ছে,অথচ পুলিশ গত ১০ বছরেরই ভিতরে শুনিনি উপযুক্ত প্রমান দিয়ে আসামী ধরেছে বাা পেরেছে,অথচ এমপি মন্ত্রীরা সব জানে।সরকার যে তাদের মেরে বিরোধী দলকে কোন ঠাসা করে ক্ষমতা যে টিকিয়ে রাখতে চাইবে না তা ও অসম্ভব কিছুই না,,।এ দেশে মন্ত্রীদের যে অবস্থা বিবেক এবং কথা বলার ভাষা তা তৃতীয় শ্রেণির কোন সরকারি কর্মকর্তা হবার ও যোগ্যতা রাখে না,,।ইমরান নিরপেক্ষ নয় তা আস্তে আস্তে প্রকাশিত হয়েছে,যুদ্ধাপরাধী শুধু নয় অনেক বিষয়ে অনেক কিছুই প্রমাণ করে দিতে পারতো সে যা এ দেশের রাজনৈতিক ব্যক্তিরা পারছে না,,।
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৫
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই জন্যই তো জামাই আদর। না হলে, শেখ হাসিনা যেখানে ড. ইউনুস, কামাল হোসেনরে পাত্তা দেয় না । আর কোথাকার কোন ইমরান....
১০|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৮
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৮
আমি আবুলের বাপ বলেছেন: টক শোর লিঙ্কটা দিতে পারবেন?
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৬
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: লিংক আছে কিনা জানিনা। ওদের ওয়েব সাইটে ট্রাই করতে পারেন। অথবা ইউটিউব। আমি লাইভ দেখেছি।
১১|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৪
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৪
সজিব হাওলাদার বলেছেন: বাংলাদেশের আজকের এই বিভক্তির জন্য ইমরান এইচ সরকার শতভাগ দায়ী।
  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৮
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই ব্লগার/নাস্তিক খুনগুলোর ট্রেন্ড শুরু হওয়ার জন্যও সে দায়ী....
১২|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪২
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪২
যোগী বলেছেন: 
@টি-ভাইরাস স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকলে কোপায় না। তারা গ্রেনেড হামলা করে দলীয় প্রধানের উপর। কিবরিয়া হত্যা আহাসুনউল্লা মাস্টার হত্যা মুহুরি হত্যা আরো অনেক বলে শেষ করা যাবেনা।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪০
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আইন চলবে আইনের গতিতে...বিচার করুক...
১৩|  ০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৪
০৩ রা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৩৪
অেসন বলেছেন: নিরাপত্তার জন্য যা দেওয়ার তা রাষ্ট্র দিবে। একজন নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্র এর দায়িত্ব। কাওকে কোপানর সুযোগ করে দেওয়া তো রাষ্ট্র র কাজ না।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪২
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাতো বটেই। কিন্তু তাদের(পুলিশ) বিরোধীতা করাতেই তো বাঁশ খেল....
১৪|  ০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৪৯
০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৪৯
সাদী ফেরদৌস বলেছেন: কখন ইউ টিউবে লাইভ দেখছেন লিঙ্ক দেন । দেহি   
   
   
   
কত তারিখ সেইটা বলেন
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪২
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আর টি ভি তে ২ নভেম্বর রাতের 'কেমন বাংলাদেশ চাই' অনুষ্ঠানে ছিল। ইউটিউব না।
১৫|  ০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৫
০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৫
ফারুক এহসান বলেছেন: ইমরান মাদারচোদ এতদিন আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে এখন আওয়ামী লীগের বিরোধিতা করে। এই জন্যেই শালা রাজাকারের নাতি। মানুষ এর আবেগ বেঁচে শালা ব্যবসা করে।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৩
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটাই বেনজির আহমেদ বোঝাতে চেয়েছেন..
১৬|  ০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৭
০৩ রা নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৭
প্রবাসী একজন বলেছেন: গন-জাগরণ মঞ্চের উত্থানের আগে আস্তিক-নাস্তিক নিয়া তর্ক/বির্তক মারামারি, কাটাকাটি আগে কখনো তেমনভাবে হয়নি, ঘটেনি। কিন্তু ইমরান সাহেবের আর্বিভাবের পর শুরু হয় যত কাহিনী। কেন? কারনে খুব সহজ ..সরকার মুক্তিযোদ্ধার মত এই হ্ত্যাকান্ড গুলোকে পুজি করে এদেশে ২০৪১ সাল পর্যন্ত ঠিকে থাকতে চাই। তবে একটা কথা কি সত্যের জয় অনিবার্য। শয়তান যেভাবেই কুবুদ্ধি করুক না কেন সত্যের কাছে তাকে মাথা নত করতে হয়।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৩
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সকাল ১০:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সত্যের জয় অনিবার্য...
১৭|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ১২:০০
০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ১২:০০
মুদ্দাকির বলেছেন: ভালো
১৮|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৭
০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৭
খোলা মনের কথা বলেছেন: এখনই এই অবস্থা   সামনে তো আস্তদিন পড়ে আছে। গন প্রজনন মঞ্চ এর হাড়ির খবর এত তাড়াতাড়ি বের হলে তো সমস্যা।
  সামনে তো আস্তদিন পড়ে আছে। গন প্রজনন মঞ্চ এর হাড়ির খবর এত তাড়াতাড়ি বের হলে তো সমস্যা।   
   
  
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৮
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব কিছুর শেষ আছে...
১৯|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৪০
০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৪০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: এক মাসে ২ লক্ষ ১০ হাজার হলে, ১২ মাসে ১৩ লক্ষ ২০ হাজার টাকা। আর এই টাকাটা হলে আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা তড়িৎ গতিতে হয়ে যেত। হায় রে কপাল। হায়রে ইম্রাইন্না!
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি ৬ মাস ধরে বেকার
২০|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৭
০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: ৪ নং এর প্রতিউত্তর থেকে বুঝলাম, আপনি নাস্তিক কোপানোর পক্ষে|
কী হীন চিন্তাধারা
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:০১
০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:০১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যারা কোপায় তাদের জন্য তো একটা যুক্তি লাগবে। তাই না??? এখানে আমি কোন পক্ষে গেলাম সেটা বিবেচ্য নয়।
২১|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৮
০৪ ঠা নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৮
জেকলেট বলেছেন: ঢোলের শব্দ সোনা যায়.।
২২|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৯
০৪ ঠা নভেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৬:০৯
জেকলেট বলেছেন: রাজা যে নেংটা এইটা কি রাজা জানেনা??? এই রকম ভরা মজলিসে উনাকে লজ্জা দেয়ায় উনার চেতনার কি হবে??? এরেই কয় নেড়ি কুত্তা রাস্তায় হাড্ডি পাইলেই কমড় দেয়ে। 
ধন্যবাদ বেনজীর আহমদকে ডাক্তার সাহেবের মেকাপ দেয়া, লিপস্টিক লাগানো চেহারাটা আমাদের সামনে নিয়ে আসার জন্য।
  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:০২
০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:০২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবাই সব জানে। আর জানে বলেই তো এখন আর রাস্তা ব্লক হয় না...
২৩|  ০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:১৫
০৪ ঠা নভেম্বর, ২০১৫  রাত ৮:১৫
ঢাকাবাসী বলেছেন: সে যে আম্লীর রিকৃ্রট তাতো বাচ্চারাও জানে। মাসে মাত্র দুলাখ! না না মনে হয় শুন্য একটা কম পড়ছে!
২৪|  ০৫ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:১৯
০৫ ই নভেম্বর, ২০১৫  সকাল ১১:১৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা তো শুধু গাড়ির ভাড়া। সিকিউরিটিদের পেছনে হিসাব করলে আরো বাড়বে খরচ @ঢাকাবাসী
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
০৩ রা নভেম্বর, ২০১৫  সকাল ১১:৩২
যোগী বলেছেন:
ইমরান এইচ বাংলার একজন বীর। তার জন্যই রাজাকার কাদের মোল্লার ফাঁসি হয়েছে।