নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে—জাফর ইকবাল।
খুব আফসোস করতেন তিনি কেন প্রেম, ভালোবাসায় না জড়িয়ে ছেলেরা ইসলামী ভাবধারায় চলে। তাঁর আশা পূরণ হচ্ছে ধীরে ধীরে। কয়দিন আগেই কমার্স কলেজের দুই ছেলে মেয়ের কুকীর্তির পর এবার বের হলো রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের দুই ছেলে মেয়ের কুকীর্তি। আগের বার কিস ছিল না, এবার কিস যুক্ত হলো। অবাক লাগে, এরা কীভাবে অবলীলায় তাদের পিতা মাতার মুখে কালি দিতে পারে? গোপনে করলেও তো কেউ জানতো না। তাদের পিতা মাতারা এই পরিবেশে বড় হয়নি। তাই জানিনা, কীভাবে তাঁরা এটাকে হজম করবেন। হয়তো কমার্স কলেজের ঘটনার পর নিজের ছেলে মেয়ে নিয়ে গর্বও করেছিলেন তাঁরা। আর আজ নিজের ছেলে/মেয়েই সেই রকম কান্ড করলো। তাঁদের সাথে তাঁদের পাড়া, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইতো লজ্জিত হবে। এই লজ্জা কত বছর পর্যন্ত জারি থাকবে সেটাই ভাবনার বিষয়। ইন্টারনেটের এই যুগে কিছুই হারাবেনা।
ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে গেলে যে কী বিপদ এখন হয়তো অভিভাবকরা হাড়ে হাড়ে টের পাবেন। নামাজ পড়াতে গুরুত্ব কম দিয়ে কোচিং আর পড়ালেখাতে গুরুত্ব দিয়ে আজ বেয়াদব তৈরি হচ্ছে ঘরে ঘরে। হয়তো এটা ভিডিও হয়েছে বলে জেনেছি। কিন্তু অপ্রকাশ্যে যে কত কিছু চলছে তাও আমরা জানি। তবে তাতে, জাফর ইকবালদের কিছু যায় আসে না। কারণ, তারা এটাই চান। ছেলে মেয়ের অবাধ মেলামেশাতে কোন দোষ নেই তাদের মতে। অথচ ফ্রি দেশগুলোতেও এভাবে প্রকাশ্যে স্কুলের ছেলে মেয়েরা এসব করতে পারে না। জাফর ইকবালরা যদি এই বেয়াদব প্রজন্মই চেয়ে থাকেন, তাহলে সামনে ভয়াবহ বিশৃঙ্খলা অপেক্ষা করছে জাতির জন্য।
০১ লা জুন, ২০১৬ রাত ২:১৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেখা যাক কোনটা টিকে থাকে...
২| ০১ লা জুন, ২০১৬ রাত ২:০০
ছয় শব্দের অস্তিত্ব বলেছেন: রেপ= ভালুক অ্যাটাক,
প্রপোজ= কুকীর্তি
অসাধারণ।
০১ লা জুন, ২০১৬ রাত ২:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কোনটাই গ্রহণযোগ্য না।
৩| ০১ লা জুন, ২০১৬ রাত ২:০১
বিন্দু বিসর্গ বলেছেন: শুধু শুধু জাফর ইকবালকে দোষ দিচ্ছেন কেন ? আমাদের ব্যাক্তিগত ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে সেটা কি আপনি দেখছেন না ?
০১ লা জুন, ২০১৬ রাত ২:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনারা এই ব্যপারটাতে প্রকাশ্যে মতামত দিয়েছেন। তাই। আর হ্যাঁ, আমাদেরও দায় আছে বৈকি!
৪| ০১ লা জুন, ২০১৬ রাত ২:০৯
জনতা-২০১৬ বলেছেন:
@বিন্দু বিসর্গ ,
লেখক কুপের ভেতর থেকে হাতী দেখার চেস্টা করছেন
০১ লা জুন, ২০১৬ রাত ২:১৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: নিজের পরিবারে হইলে বুঝবেন।
৫| ০১ লা জুন, ২০১৬ ভোর ৫:১৬
হাসান ইমরান বলেছেন: লেংটার নেই বাটপারে ভয়....
৬| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৫২
বাংলার জামিনদার বলেছেন: সিংগাপুর চইলা যান।
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: নিজের পরিবারে হলে বুঝবেন...কেমন লাগে?
৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪২
বাংলার ঈগল বলেছেন: কবি বলেছেন তোরা আবার মানুষ হ! কিন্তু বর্তমান শৃজনশীল (জগাখিচুড়ি) শিক্ষা ব্যবস্থায় মনে হয় আমাদের (মানবিক স্বত্তার) ভবিষ্যৎ অন্ধকার।
৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩৮
বিপরীত বাক বলেছেন: যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে—জাফর ইকবাল।
ঠিকই তো আছে।
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাই বলে প্রকাশ্যে?
৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
ফাহিম আবু বলেছেন: জাফর ইকবালদের আশা পূরণ হচ্ছে.........। দেশ আস্তে আস্তে ফ্রি সেক্সের দিকে এগিয়ে যাচ্ছে...............। ভাল বলেছেন !
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভবিষ্যৎ খারাপ। ছেলে মেয়ে এতটা ফাস্ট হওয়া জাতির জন্য অশনিসংকেত
১০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২৬
শ্রাবণধারা বলেছেন: " যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে " জাফর ইকবালের এই কথাটা বোঝার মত মগজ "আপনারা যারা শিবির করেণ" তাদের নেই ।
শুধু শিশ্ন ছাড়া আপনাদের আর কোন অনুভুতি নেই ।
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: নিজের পরিবারে যখন হবে তখন বুঝবেন...
১১| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
ঢেড়সের আঁচার বলেছেন: জনতা-২০১৬ ওরফে মার্কোপলে ওরফে চাঁদগাজী ওরফে নিল্লজ্জ বেহায়া বঙ্গপ্রদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্লগারের এই আগুন কমেন্ট দুইটার উত্তাপে জাফর ইকবাল আর লেখক দুইজনেরই এতক্ষণে আফগানিস্তানে চৈলা যাওয়ার কথা।
০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জনতা-২০১৬ , চাঁদগাজী নাকি? কী সৌভাগ্য আমার!
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৬ রাত ১:৩৪
জনতা-২০১৬ বলেছেন:
জাফর ইকবাল দেখেছেন মানব জীবন, আপনি দেখছেন কুনোব্যাং'এর জীবনচক্র