নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব মেশিন :
সংসদে একদিন সাকা চৌধুরী বলেন, ‘দেশে আজব এক্কান মেশিন আইছে...। তখন স্পিকার কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, ‘কী সেই আজব মেশিন?’ জবাবে বললেন, ‘মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামী লীগ। যার একদিকে যুদ্ধাপরাধীদের ইনপুট দিলে আরেক দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বাহির হয়ে আসে।’
পিয়াস করিম :
বি এন পি বুদ্ধিজীবি, প্রফেসর। টক শো'র নিয়মিত আলোচক ছিলেন। বি এন পি ঘরানার হওয়াতে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে স্বচ্ছতা, মানদন্ড নিয়ে কথা বলতেন বলে হয়ে যান যুদ্ধাপরাধীদের পক্ষের লোক! যদিও আইনমন্ত্রী আনিসুল হকের ভাষ্য অনুযায়ী পিয়াস করিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণ করেছিলেন। উনার মৃত্যুর পর কতিপয় আওয়ামী বুদ্ধিজীবি ও মিডিয়ার প্রচারণার কারণে উনার মৃতদেহ শহীদ মিনারে নিয়ে যেতে দেয়া হয়নি শহীদ মিনার কলঙ্কিত হবে এ কারণে।
সৈয়দ শামসুল হক :
জনপ্রিয় কথা সাহিত্যক, সব্যসাচী। সংস্কৃতির সব অঙ্গনে বিচরণ করেছেন। মুক্ত চিন্তক, আওয়ামী বুদ্ধিজীবি। তবে ১৯৭১ সালে পাকিস্তান সরকারের প্রতি সমর্থন জানিয়ে যে ৫৫ জন বুদ্ধিজীবি স্বাক্ষর করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম। যার উল্লেখ আছে শাহরিয়ার কবির সম্পাদিত "একাত্তরের ঘাতকেরা কে কোথায়" বইয়ে। কিন্তু আওয়ামী ঘরানার হওয়াতে এসব নিয়ে মিডিয়াতে মাতামাতি ছিল না। তাই উনার মৃতদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হলেও কোন সমস্যা নেই।
বোঝা গেল, সাকার মেশিন এখনও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
বিঃদ্রঃ পিয়াস করিমের মৃতদেহ শহীদ মিনারে নিয়ে যেতে বাধা দেয়া না হলে এই পোস্টের প্রসব হত না!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কী জানি! তাহলে শাহরিয়ার কবিরের বইয়ে কীভাবে উল্লেখ আছে?
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০১
বিলুনী বলেছেন: পিয়াস করিম টকশোগুলিতে যে রকম মিথ্যাবাজী করেছে তাতে করে তাকে বুদ্ধিজিবী তো দুরের কথা তাকে বিএনপির চাটাবাজী বলা যায় তাই তাকে তো শহীদ মিনারের মত পবিত্র স্থানে স্থান দেয়ার প্রশ্রই উঠেনা । কোথায় সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ সামছুল হক আর কোথায় যুদ্ধাপরাধীর পক্ষ অবলম্বনকারী গন ধিকৃত পিয়াস করিম । লেখক কি শাহরিয়ার কবিরের বইটি ভাল করে পড়েছেন!!!! লিখাটি একটি আজগুবি প্রপাগান্ডার পর্যায়ে পরে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনলাইনে প্রমাণ সহ এই বিষয়ে লেখা ঘুরে বেড়াচ্ছে। পিয়াস করিম, সৈয়দ শামসুল হক যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সবার কাছে এক রকম মনে নাও হতে পারে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫০
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: যার একদিকে
যুদ্ধাপরাধীদের ইনপুট দিলে আরেক দিক দিয়ে
মুক্তিযোদ্ধা হয়ে বাহির হয়ে আসে।’ লাইনটা সেই বলেছেন...
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রমাণিত সত্য
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫
সজীব মোহন্ত বলেছেন: কার সাথে কার তুলনা!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তুলনা নয়, প্রেক্ষাপট।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
রাফা বলেছেন: পিয়াস করিম নিজের জবানবন্দিতে বলেছে তার পিতা শান্তি কমিটির চ্যয়ারম্যান ছিলো সে তার পিতার আদর্শ'কে ধারন করে ।সেই পিয়াস করিমের লাস কি করে শহিদ মিনারে নেওয়ার প্রশ্ন আসে সেটাই'তো বুঝতে পারছিনা।রাজাকারের আওলাদদের কাছেতো গো.আজমও ভাষা সৈনিক তার লাস শহিদ মিনারে নেওয়ার দাবি করলেন-না কেনো তাহোলে!!
মূল কথা হইলো ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।সাকার ভক্তের উপযুক্ত পোষ্টই প্রসব হইবে সাকার চাটুকারদের দিয়ে।এটাই বাস্তবতা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পিয়াস করিমের ব্যপারে আইনমন্ত্রী বলেছেন। আওয়ামী ভক্তদের কাছেও লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
নতুন বলেছেন: মূল কথা হইলো ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবার ক্ষেত্রে প্রযোজ্য
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
অতঃপর হৃদয় বলেছেন: মেশিন টা তো দারুণ!!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক ধরেছেন
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
ইয়াছির মিশুক বলেছেন: হাহা আমরা মানি আর না মানি ব্যপারটা এমনই।
বঙ্গবন্ধুর হত্যার পর যারা আনন্দ করেছিল তারা সেই মেশিনের কল্যাণে আজ দেশের হর্তাকর্তা।
আর কাদের সিদ্দিকীর মত বীর উত্তম হয় দেশদ্রোহী
আজোব মেশিন!
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:১৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৯
বিলুনী বলেছেন: আজব মেশিন একটা বানাইছে গুমায়ুন আহমেদ, আর সেই
আজব মেশিন থেকে একটি কথা অনবরত বের হতেই থাকবে 'তুই রাজাকার',
মেশিনের যে দিক দিয়াই ডুকানো হোক না কেন ,বলতেই থাকবে তুই রাজাকার ।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জমেনাই। তাও চেষ্টা করছেন।
১০| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৪
বিলুনী বলেছেন:
জমুক বা না জমুক তাতে কিছু আসে যায় না
যার জন্য প্রযোয্য তার বেলায় ঠিকই জমবে
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একদম ঠিক ধরেছেন
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪
কলাবাগান১ বলেছেন: রাজাকার বান্ধবদের মনবেদনা বুঝি...।
১৯৭১ সনে যে লোক বিবিসি থেকে পাকি দের আত্মসমর্পনের খবর পাঠ করেন, তিনি পাকি দের পক্ষে কিভাবে স্বাক্ষর করে (লন্ডনে বসে) আমাকে বুঝিয়ে বলুন।