নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিতলে আনন্দ হবে। উল্লাস হবে। তাই বলে এভাবে কেন? উসকানী কেন হবে? আরেক দলকে নিয়ে তামাশা কেন? সব দিন কি একই যায় সব দলের? কীসের এত বাহাদুরি? কয়টা কাপ আছে ঝুলিতে? একটা জিতলেই কোটি টাকা কেন? দেশের কী অবস্থা? গ্যাসের দাম আবার বাড়বে। ঢাকার ঘর ভাড়া কত এখন? মিডিয়া কীভাবে এক জয়ের পর এদের চূড়ায় তুলে দেয়? আর কোন বিষয় নেই? গণতন্ত্র কোথায়? সুশাসন কোথায়? শুধু ক্রিকেট দিয়ে মাসের খরচ হবে না। বিদেশের কামলা। ২ বছরে ২ মাসের ছুটি। বউ কই? ছেলে মেয়ে কই যায়? সমাজ কোথায়?
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্যাম কমানোর কোন উদ্যোগই দেখা যাচ্ছে না। এয়ারপোর্টের সামনে পাঁচ তারকা হোটেল। আজকে সাবেক আইজিপি বললো, বিচার বহির্ভূত হত্যা বলতে কিছু নেই। এটা একটা দেশ?
২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সহমত জানানোর জন্যই লগ ইন করলাম।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুব কষ্ট লাগে এই জাতির এই অবস্থা দেখে। যখন হুঁশ আসে তখন হয়ে যায় সন্ত্রাসী, দুর্নীতিবাজ।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০
কলাবাগান১ বলেছেন: At the end of a chess game, the king and the pawn (soldier) go back to the same box......
It's just a game. We played well and behaved gentleman way....let the other side behave wrong way....
There is no glory in taking shirts off.....
But still in agony....Rubel/Souymo.....
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক দিন তো হলো। আর কত এই বিকৃত উল্লাস দেখাবে খেলোয়াড় রা?
৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম আলোর সম্পাদকীয় তে পড়লাম। বেনজির বলে কী??
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিছু বলার নেই। চীনের শী পিং এর মত আমাদের পিএম-ও আজীবন ক্ষমতায় থাকবেন।
৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন কিছুর জন্য প্রতিবাদ করতে কেও রাস্তায় নামবে না অথচ কোন একটা ছোট খাট খেলায় জিতলে রাস্তায় মানুষ আর মানুষ দেখা যায় । আজব !
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার খুব খারাপ লাগে যখন ভাবি কিছুদিন পর যখন নেপাল, আফগানিস্তানের কাছে বাংলাদেশ হারবে তখন এই উগ্র সমর্থকরা কী করবে খেলোয়াড়দের সাথে। তাছাড়া আমরা অনেক অর্জন করেছি। এখন ২/১ টা জয়ে এত উল্লাসের কী আছে? তাও আবার বিকৃত রুচী আর গালাগাল স্বর্বস্ব।
৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬
ঢাকাবাসী বলেছেন: টাকার অভাবে নাকি বিদ্যুতের দাম বাড়াতে হয়, তেলের দাম কমানো যায় না, যশোর বেনাপোল রাস্তা মেরামত হয় ২০ বছরে. তো যারা মাসে ২২-২৭ লাখ টাকা মাইনে পায় তারা একটা খেলা জিতলেই কোটি টাকার উপহার, কেন? টাকা গাছে ধরে?
১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:৪০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এত সমালোচনা হল এসব নিয়ে, এত হারা হারল মাত্র কয়েকদিন আগে দেশে। সব বেমালুম ভুলে গেল।
৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:০৮
রুদ্র নাহিদ বলেছেন: খাইসে রে। যেমনে দেশের সব সমস্যার কারন হইতেছে সাকিব-তামিমেরা। একটা দেশের সকল মানুষ একটু খেলা দেখে, সাপোর্ট করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সফলভাবে প্রতিনিধিত্ব করা একমাত্র দল। সেইখানে এখন সমস্যা।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কোন সমস্যা নাই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমার বক্তব্য হচ্ছে বোর্ড, মিডিয়া আর উগ্র সমর্থকদের প্রতি। কেন এই ঘৃণ্য এই বিকৃত উল্লাস? অন্যরা করে বলে আমরাও করব? আমরা কি নেপাল?
৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:০০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুব কষ্ট পেলাম বাংলাদেশ হেরে যাওয়ায় | তবে সময়ের সাথে সাথে যেভাবে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে চ্যাম্পিয়ন হওয়া আর বেশি দূরে নয় | শুধুমাত্র একটিমাত্র অনুরোধ আমার প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম এবং সমর্থকদের কাছে - প্লিজ এই জঘন্য কুৎসিত নাগিন ড্যান্স থেকে বিরত থাকুন |
১৯ শে মার্চ, ২০১৮ রাত ২:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একটা ম্যাচুউরড দলের খেলোয়াড়রা যদি আফগানিস্তান আর নেপালের মত আচরণ করে তাহলে কীভাবে হবে? আর মিডিয়া কেন যে এত রসালো করে তাদের বিখ্যাত বানিয়ে দেয়?
৯| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৯
ঢাবিয়ান বলেছেন: এই অভাগা দেশের আছে আর কি? এক ক্রিকেট ছাড়া জাতিগতভাবে আর কোন অর্জন আছে কি আমাদের?
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক কিছু্ই আছে। শুধুমাত্র দুর্নীতি আর ঘুষের জন্য এসব চোখে পড়ে না। আমাদের রাজনীতিবিদরাও অন্য অর্জনগুলো হাইলাইট না করতে পেরে খালি ক্রিকেট নিয়ে মাতামাতি করে।
১০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: তবে লড়াইটা হয়েছে হাড্ডা হাড্ডি ।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তা তো অবশ্যই।
১১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০২
খাঁজা বাবা বলেছেন: যে বিজয়ে উল্লাস নেই সে বিজয় অর্থহীন।
আপনার কথা পছন্দ হল না
তবে হা, এক ম্যাচ জিতে কোটি টাকা বাড়াবাড়ই বইকি
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এসব বিকৃত উল্লাস দেখলে ঘৃণা লাগে। এসব উল্লাস অন্য জাতির প্রতি বিদ্বেষ প্রদর্শন করে।
১২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৪
বারিধারা ৩ বলেছেন: আসলেই, এই নাচটা দেখলে প্লেয়ারগুলোকে কষিয়ে থাপড়াতে ইচ্ছে করত। মানুষ হয়ে সাপের নাচ - কত কুৎসিত, নোংরা মানসিকতা এরকম কান্ড করতে পারে!
পদ্মা সেতু উদ্বোধন হলে আপনি কি রাস্তায় বেরিয়ে উল্লাস করবেন? অথবা বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে? অথবা হাসিনা নোবেল শান্তি পুরস্কার পেলে?
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খেলায় উল্লাসেরও একটা সৌন্দর্য আছে। কিন্তু একটা টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা এসব কী করে! ফালতু।
১৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাংলাদেশ হলো একটা আজগুবি দেশ যেখানে আজগুবি অনেক কিছুই অবলীলায় হয়ে চলছে।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিকই বলেছেন। তাইতো এরকম সিনিয়র প্লেয়ার রা গালাগালি করে নাচলেও অনেকে বাহবা দেয়।
১৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ। অসুস্থ থাকার কারণে দেরী হয়ে গেল জবাব দিতে।
১৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
তিক্তভাষী বলেছেন: ঠিক বলেছেন। এই উদযাপন দেখতে জঘন্য লাগে।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আরেকবার জঘন্য লাগা থেকে বেঁচে গেলেন।
১৬| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫
ন্যায়দন্ড বলেছেন: নাচতে না জানলে নাচের দোষ!!
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এগুলো হলো বিকৃত মানসিকতার নাচ।
১৭| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
নতুন নকিব বলেছেন:
ভাল বলেছেন।
ধন্যবাদ।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ। অসুস্থ থাকার কারণে জবাব দিতে দেরী হল।
১৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
ন্যায়দন্ড বলেছেন: আপনি কোন জাতির কথা বলছেন?
বাংলাদেশী?
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হ্যাঁ। যারা ক্রিকেটে একটা জয় পেলে দুনিয়ার সব সমস্যার কথা ভুলে যায়।
১৯| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভালো না। লেবু বেশি চাপলে তিতা লাগে.....
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক বলেছেন। এমন নয় যে, এটাই প্রথম কিংবা শেষ জয়।
২০| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: নাগিন নাচটা ভালোই ছিল , সবার মাঝে উৎসব উৎসব ভাবটা ভালো লেগেছিল ।
হয়তো সেইটা ক্ষনিকের ছিল ।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভালো না। যাক, এবার দেখতে হলো না।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একটু খারাপ লাগছিল, আপনার লেখাতে সান্ত্বনা খুজে পেলাম।
ভাল বলেছেন। শুধু এই বাল নিয়ে পড়ে থাকলে চলবে না।