নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ রেলওয়ে

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮



প্রায় সময় টিভিতে বা পেপারে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে আমরা যা জানতে পারি তা হল -

১. বেশীর ভাগ ইঞ্জিন/বগি মেয়াদের ৩০/৩৫ বছর পার হয়ে যাওয়ার পরও এখনও ভালো সার্ভিস দিচ্ছে।
২. অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রেল সার্ভিস অনেকটা ভালো।
৩. আমাদের রেললাইনের অনেকগুলো ব্রিটিশ আমলের হলেও এখনও ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।
৪. সৈয়দপুরে দেশী প্রকৌশলীদের দিয়েই পুরোনো, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন/বগি মেরামত করে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

এবং আজকের খবর -
রেলমন্ত্রীর ঘরে দুই নতুন অতিথি, এবার যমজ ছেলে
তাহলে আরো জানলাম -
৫. শুধু রেললাইন/ইঞ্জিন/বগিই অনেক পুরোনো হওয়া সত্ত্বেও যে ভালো সার্ভিস দিচ্ছে তা নয়, যারা রেলের দায়িত্বে থাকেন তাঁরাও ভালো সার্ভিস দেন।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রেল মন্ত্রীকে আমাদের ব্লগারদের পক্ষ থেকে একটা মজবুত খাট উপহার দেয়া হোক।। :P

১৫ ই মে, ২০১৮ রাত ৮:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেই সাথে কলকাতা হারবাল নিষিদ্ধ করা হোক।

২| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ক্স বলেছেন:

১৫ ই মে, ২০১৮ রাত ৮:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: what a collection man! ধন্যবাদ।

৩| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: দপ্তরবিহীন মন্ত্রী ,



তাহলে আরো যা জানলেন, সেটাই হলো বছরের সেরা জোকস্‌ !!!!! =p~

১৫ ই মে, ২০১৮ রাত ৮:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:১২

ঢাকার লোক বলেছেন: মন্ত্রী খুশি, স্বজনেরা খুশি, পড়া প্রতিবেশী খুশি, চৌদ্দগ্রাম খুশি, আমরাও খুশি !

১৫ ই মে, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রেল মন্তণালয়ে আজকে ঈদের খুশী।

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ৮:১৫

অনুতপ্ত হৃদয় বলেছেন: বগি মজবুত হয়ে উঠেছে

১৫ ই মে, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রেলের বগি বলে কথা।

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:০২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গুহা মানব তাহলে এই খবর ও রাখে। B-))

১৫ ই মে, ২০১৮ রাত ১০:১৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেশ আগাইছে। এখন স্যাটেলাইট আছে। গুহাতেও নেট আছে =p~

৭| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাশা আল্লাহ! নেট এখন গুহাতেও। গাজী আংকেল দেখেন দেশ আগায় গেছে। আপনাদের মুক্তিযুদ্ধ স্বার্থক। B-)

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেশ আরো বেশী আগানোর কথা ছিল।

৮| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: হেরপরেতে আইতেআছে
কেমন সুন্দর যাইতেআছে
কাতারে কাতার জনগণ

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: :D :D :D

৯| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৯

হাঙ্গামা বলেছেন: বেডাই একখান !!!!! অভিনন্দন মন্ত্রী সাহেবকে।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য।

১০| ২৯ শে মে, ২০১৮ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো সার্ভিস দেয়। যাত্রীও কম নয়। তারপরও নাকি রেলে লোকসান হয়। আফসোস!

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা তো সরকারী প্রতিষ্ঠান। তাই লস তো হবেই! দুর্নীতিবাজ সব এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.