|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
১. 
বাংলাদেশ - আমাদের সবাই জানে বন্যা, খরার দেশ হিসেবে। এখন ক্রিকেট দিয়ে বিশ্বে পরিচিতি পাব আমরা।
আফগানিস্তান -  আমাদের সবাই চেনে তালেবান, যুদ্ধ বিদ্ধস্ত দেশ হিসেবে এখন আমরা ক্রিকেট দিয়ে বিশ্বে পরিচিতি পাব আমরা।
২.
বাংলাদেশ - এই একটা খেলা হলে, সরকারী বিরোধী দল সবাই এক হয়ে যায়।
আফগানিস্তান - এই একটা খেলা হলে তালেবান, নর্দান এলায়েন্স সবাই এক হয়ে যায়।
৩. 
বাংলাদেশ - ক্রিকেট ছাড়া আমাদের তেমন কোন অর্জন নেই(কিছু আবালের মন্তব্য)। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ক্রিকেট দিয়ে।
আফগানিস্তান - আফিম ছাড়া আমরা আমাদের তেমন কোন অর্জন নেই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ক্রিকেট দিয়ে।
বিডি টিমের মানসিকতা - 
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই জুন, ২০১৮  ভোর ৬:১৭
০৮ ই জুন, ২০১৮  ভোর ৬:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হা হা হা!
২|  ০৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৩
০৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:০৩
হাঙ্গামা বলেছেন: বাংলাদেশ দলের ট্যাইগাররা এখন মাছ মাংস থুইয়া ঘাস খায় বোধ হয়।
  ০৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
০৮ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাদের যে এটিটিউড তাতে মাছ মাংস না দিলে খেলাই বন্ধ করে দিবে।
৩|  ০৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
০৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
রাজীব নুর বলেছেন: খুব মন খারাপ হয়।
  ০৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
০৮ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: 
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৮  রাত ৩:৫০
০৮ ই জুন, ২০১৮  রাত ৩:৫০
অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশ-আমাদের দেশের ছেলেরা জাতীয় দলে সুযোগ পাওয়া মাত্রই কোটি কোটি টাকা আয় করে। এরপর তারকা খ্যাতি পেতেই তারা শুধু মাঠে যায়।
আফগানিস্তান-আমাদের দেশের ছেলেরা জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে থেকেই অস্ত্র বিদ্যায় পারদর্শীতা অর্জন করে। মাঠে যায় তারা সেই দক্ষতা পরীক্ষা করতে। এই যে এটা হলো এ কে রশীদ ৪৭।
ফলাফলঃ বাংলাদেশী ক্রিকেটারটা জানের ভয়ে ভোঁ দৌড় দিয়ে একেবারে মাঠের বাইরে।