|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমি মধ্যপ্রাচ্য প্রবাসী অনেক দিন।  সব সময় স্বপ্ন ইউরোপ আমেরিকা যাব।
 সব সময় স্বপ্ন ইউরোপ আমেরিকা যাব।  প্রবাস জীবন যখন ছাড়তেই পারব না তো, উন্নত দেশে গেলেই শান্তিমত পরিবার নিয়ে থাকত পারব এই চিন্তা।
  প্রবাস জীবন যখন ছাড়তেই পারব না তো, উন্নত দেশে গেলেই শান্তিমত পরিবার নিয়ে থাকত পারব এই চিন্তা।   
   আমার তিন বন্ধু থাকে বেলজিয়াম, ইটালী, ইংল্যান্ড।
 আমার তিন বন্ধু থাকে বেলজিয়াম, ইটালী, ইংল্যান্ড।  
 
তাদের সাথে মাঝে মাঝে চ্যাটিং হয়। প্রত্যেককেই একবার করে আমার স্বপ্ন(ইউরোপ যাওয়া)'র কথা বলেছিলাম।  
  
বেলজিয়াম প্রবাসী বন্ধু বলল, তুই কোন রকমে(স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসা) চলে আয় বেলজিয়াম। বাকীটা আমি দেখব।  
 
ইটালী প্রবাসী বন্ধু বলল, কোন রকমে(দালাল ধরে জাহাজে) ইটালী চলে আস। চাকুরি, ব্যবসা আমি ধরিয়ে দিব।  
 
ইংল্যান্ড প্রবাসী বন্ধু বলল, যেভাবে হোক ইংল্যান্ড চলে আয়। আমি সেটেল করে দিব।  
 
তাদের তিন জনকে বলা হয়নি যে কথাটা তা হলো - 'মদনারা আমি যদি তোদের সাহায্য ছাড়া বেলজিয়াম, ইটালী কিংবা ইংল্যান্ডে যেতে পারি তাহলে বাকীটাও আমি করতে পারব তোদের সাহায্য ছাড়া ইনশাআল্লাহ'।   
   
  
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি না। এখন আর ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখিনা। পরিবার নিয়ে দেশেই থাকার স্বপ্ন।
২|  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১২
চাঁদগাজী বলেছেন: 
সটাই সঠিক, দেশে থাকাই শান্তি
  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৬
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিন্তু দেশে ফিরতে পারছি না। চাকুরি নাই। ব্যবসা নাই। ঘর নাই।
৩|  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কথা সেটাই ! যদি নিজে যেতেই পারি বাকী টুকু নিজেই করতে পারব! 
বাস্তবতা এমনই ভায়া সবখানে! 
আমরা চূড়ান্ত সিদ্ধান্তেই শান্তি! 
+++
  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হ্যাঁ। বাস্তবতা এমনই। আপনি বাঁচলে বাপের নাম।
৪|  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৮
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেশে আসলে আপনার গুহায় দাওয়াত দিয়েন।
  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেশের যা অবস্থা। ভালো চাকুরি না হলে গুহাতেই থাকতে হবে। 
৫|  ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছু টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে দিন। যদি দেশে আসার ইচ্ছা থাকে।
  ১২ ই জুন, ২০১৮  রাত ৮:২৪
১২ ই জুন, ২০১৮  রাত ৮:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মাথা খারাপ? অবৈধ, মিথ্যা কথা, চেক বাউন্স,বাকী, নকল - এসব আমার দ্বারা হবে না।
৬|  ১২ ই জুন, ২০১৮  রাত ১০:৫০
১২ ই জুন, ২০১৮  রাত ১০:৫০
ওমেরা বলেছেন: আপনার বন্ধুরা যা বলেছেন সেটাকে নেগেটিভ ভাবে না নিয়ে পজেটিভ ভাবেই নেয়া যায় । ইউরোপে ইচ্ছে করলেই কাউকে আনার সুযোগ সবার থাকে না । কিন্ত এখানে আসলেই কারো সব কিছু অটোমেটিক হয়ে যায় না । একটা অচেনা দেশ অজানা ভাষার দেশে এসে প্রাথমিক অবস্থায় অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয় পরিচিত কেউ থাকলে সে সাহায়্য টুকু পেতে পারবেন । আর এ সাহায্য টুকু কত বড়  সাহায়্য যারা ইউরোপে এসেছে তারাই বলতে পারবে ।
  ১৩ ই জুন, ২০১৮  রাত ১২:০৪
১৩ ই জুন, ২০১৮  রাত ১২:০৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব জানি কম বেশী। তবে তারা যখন বলে কোন রকমে চলে আসতে তখন মনে মনে হাসতে হয়। কারণ, কোন রকমে আর ভালো ভাবে হোক পথ তো তাদেরই দেখাতে হবে!
৭|  ১৩ ই জুন, ২০১৮  রাত ১২:৩৯
১৩ ই জুন, ২০১৮  রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: কিছু হবে না। এভাবেই দিন চলে যাবে।
  ১৩ ই জুন, ২০১৮  রাত ১২:৪৪
১৩ ই জুন, ২০১৮  রাত ১২:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কথায় আছে, যার ৯ তে হয় না, তার ৯০-তেও হবে না।
৮|  ১৩ ই জুন, ২০১৮  রাত ৩:০৯
১৩ ই জুন, ২০১৮  রাত ৩:০৯
সৈয়দ ইসলাম বলেছেন: দপ্তরহীনতার ক্ষোভ নয়তো?
বন্ধুরা কিন্তু বিপদে পড়বে। ওরা সেখানে আপনাকে দপ্তরহীন রাখবে কোথায়?  
  ১৩ ই জুন, ২০১৮  রাত ৩:২৫
১৩ ই জুন, ২০১৮  রাত ৩:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা বললেই তো হয়! কিন্তু বলে এলে নাকি সাহায্য করবে, তার আগে না!
৯|  ১৬ ই জুন, ২০১৮  রাত ৩:৪৪
১৬ ই জুন, ২০১৮  রাত ৩:৪৪
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাস্তব কথা।
  ১৬ ই জুন, ২০১৮  রাত ১১:২২
১৬ ই জুন, ২০১৮  রাত ১১:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।
১০|  ২৫ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৫
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৫
ভ্রমরের ডানা বলেছেন: 
স্লামালিকুম মুন্ত্রীসাব...
  ২৫ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৮
২৫ শে জুলাই, ২০১৮  রাত ১১:১৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওয়ালাইকুম আস্ সালাম।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
১২ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
চাঁদগাজী বলেছেন:
আপনাকে দেশে দপ্তর দেয়ার চেষ্টা চলছে, আপনি কি সত্যই নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দেয়ার কথা ভাবছেন?