নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

আমার তিন ইউরোপ প্রবাসী বন্ধু

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪



আমি মধ্যপ্রাচ্য প্রবাসী অনেক দিন। :D সব সময় স্বপ্ন ইউরোপ আমেরিকা যাব। !:#P প্রবাস জীবন যখন ছাড়তেই পারব না তো, উন্নত দেশে গেলেই শান্তিমত পরিবার নিয়ে থাকত পারব এই চিন্তা। :-B =p~ আমার তিন বন্ধু থাকে বেলজিয়াম, ইটালী, ইংল্যান্ড। !:#P

তাদের সাথে মাঝে মাঝে চ্যাটিং হয়। প্রত্যেককেই একবার করে আমার স্বপ্ন(ইউরোপ যাওয়া)'র কথা বলেছিলাম। B:-)

বেলজিয়াম প্রবাসী বন্ধু বলল, তুই কোন রকমে(স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসা) চলে আয় বেলজিয়াম। বাকীটা আমি দেখব। B-)

ইটালী প্রবাসী বন্ধু বলল, কোন রকমে(দালাল ধরে জাহাজে) ইটালী চলে আস। চাকুরি, ব্যবসা আমি ধরিয়ে দিব। B-)

ইংল্যান্ড প্রবাসী বন্ধু বলল, যেভাবে হোক ইংল্যান্ড চলে আয়। আমি সেটেল করে দিব। B-)

তাদের তিন জনকে বলা হয়নি যে কথাটা তা হলো - 'মদনারা আমি যদি তোদের সাহায্য ছাড়া বেলজিয়াম, ইটালী কিংবা ইংল্যান্ডে যেতে পারি তাহলে বাকীটাও আমি করতে পারব তোদের সাহায্য ছাড়া ইনশাআল্লাহ'। X(( X(( X((

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

আপনাকে দেশে দপ্তর দেয়ার চেষ্টা চলছে, আপনি কি সত্যই নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দেয়ার কথা ভাবছেন?

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি না। এখন আর ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখিনা। পরিবার নিয়ে দেশেই থাকার স্বপ্ন।

২| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


সটাই সঠিক, দেশে থাকাই শান্তি

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিন্তু দেশে ফিরতে পারছি না। চাকুরি নাই। ব্যবসা নাই। ঘর নাই।

৩| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কথা সেটাই ! যদি নিজে যেতেই পারি বাকী টুকু নিজেই করতে পারব!

বাস্তবতা এমনই ভায়া সবখানে!
আমরা চূড়ান্ত সিদ্ধান্তেই শান্তি! :)
+++

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হ্যাঁ। বাস্তবতা এমনই। আপনি বাঁচলে বাপের নাম।

৪| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেশে আসলে আপনার গুহায় দাওয়াত দিয়েন।

১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেশের যা অবস্থা। ভালো চাকুরি না হলে গুহাতেই থাকতে হবে। =p~

৫| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিছু টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে দিন। যদি দেশে আসার ইচ্ছা থাকে।

১২ ই জুন, ২০১৮ রাত ৮:২৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মাথা খারাপ? অবৈধ, মিথ্যা কথা, চেক বাউন্স,বাকী, নকল - এসব আমার দ্বারা হবে না।

৬| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫০

ওমেরা বলেছেন: আপনার বন্ধুরা যা বলেছেন সেটাকে নেগেটিভ ভাবে না নিয়ে পজেটিভ ভাবেই নেয়া যায় । ইউরোপে ইচ্ছে করলেই কাউকে আনার সুযোগ সবার থাকে না । কিন্ত এখানে আসলেই কারো সব কিছু অটোমেটিক হয়ে যায় না । একটা অচেনা দেশ অজানা ভাষার দেশে এসে প্রাথমিক অবস্থায় অনেক ধরনের সাহায্যের প্র‌য়োজন হয় পরিচিত কেউ থাকলে সে সাহায়্য টুকু পেতে পারবেন । আর এ সাহায্য টুকু কত বড় সাহায়্য যারা ইউরোপে এসেছে তারাই বলতে পারবে ।



১৩ ই জুন, ২০১৮ রাত ১২:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব জানি কম বেশী। তবে তারা যখন বলে কোন রকমে চলে আসতে তখন মনে মনে হাসতে হয়। কারণ, কোন রকমে আর ভালো ভাবে হোক পথ তো তাদেরই দেখাতে হবে!

৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: কিছু হবে না। এভাবেই দিন চলে যাবে।

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কথায় আছে, যার ৯ তে হয় না, তার ৯০-তেও হবে না।

৮| ১৩ ই জুন, ২০১৮ রাত ৩:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: দপ্তরহীনতার ক্ষোভ নয়তো?

বন্ধুরা কিন্তু বিপদে পড়বে। ওরা সেখানে আপনাকে দপ্তরহীন রাখবে কোথায়?

১৩ ই জুন, ২০১৮ রাত ৩:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা বললেই তো হয়! কিন্তু বলে এলে নাকি সাহায্য করবে, তার আগে না!

৯| ১৬ ই জুন, ২০১৮ রাত ৩:৪৪

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বাস্তব কথা।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

১০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
স্লামালিকুম মুন্ত্রীসাব...

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওয়ালাইকুম আস্ সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.