|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে তেল দিতে গিয়ে এই ব্যক্তি সমালোচিত ও হাসির পাত্র হন।
view this link
মুসলমান হিসেবে এই বয়সে এসে উনার পরকাল নিয়ে ভাবা উচিত ছিল। শেষ বয়সে এই ধরনের লজ্জা নিয়ে মরতে হত না। আশা করি উনার থেকে শিক্ষা নিয়ে নাঈমুল ইসলাম খান, মোজাম্মেল বাবু, মঞ্জুরুল আহসান বুলবুল, জ ই মামুনদের মত ব্যক্তিত্বহীন গোলাম গুলো চাটুকারী কম করবেন।
 ৬৬ টি
    	৬৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন। আমিন।
২|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৭
কাওসার চৌধুরী বলেছেন: 
একটু আগেই নিউজটি পড়লাম; শুনে মনটি খারাপ হয়ে গেল  
   উনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
 উনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২১
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে ৭৫ বছর অনেক ভালো একটা হায়াত। কিন্তু উনি শেষ দিকে চাটুকারীতায় জড়িয়ে অনেকের কাছে সম্মান হারিয়েছেন।
৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৭
ল বলেছেন: সহমত
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।
৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৪
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: তেলবাজি এখন একটা খুব বাজে কালচার হয়ে দাঁড়িয়েছে
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই বয়সে গিয়ে উনার আর কী প্রাপ্তির ছিল?
৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫২
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫২
কলাবাগান১ বলেছেন: সরকারের পক্ষে বললে চাটুকার আর রাজাকারদের পক্ষে বললে বীর...আপনার ব্যাকগ্রাউন্ডে অবশ্য এটা বলাই যুক্তিসংগত
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরকারের পক্ষে বলে তো আর চাটুকার হননি। উনি চাটুকার হয়েছেন প্রধানমন্ত্রীকে নোবেল প্রাইজের জন্য লবিস্ট নিয়োগের পরামর্শের কারণে।
৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
এমজেডএফ বলেছেন: 
আপনার দেয়া লিঙ্কটি দেখলাম। এখানে চাটুকারীতার কী দেখলেন আপনি? নোবেল পুরস্কারের নেপথ্য কাহিনী আপনি কতটুকু জানেন? 
বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই নোবেল পুরস্কার পেয়ে নিজেই অবাক হয়ে বলেছিলেন, 'আমিতো প্রেসিডেন্ট হয়ে এখনো কাজই শুরু করিনি, পুরস্কার পেলাম কী কাজের জন্য?'  আর আমাদের ড. ইউনুসের 'ক্ষুদ্র ঋণ '- 'সামাজিক ব্যবসা' - 'মাইক্রো অর্থনীতি' যাই বলি না কেন এগুলোর জন্য উনি অর্থনীতিতে নোবেল পেতে পারে, 'শান্তি'-র জন্য পায় কিভাবে? 
ফাইলের ভেতরে ফাইল ঢুকান কেন? একজন সন্মানীত লোকের মৃত্যুতে এ ধরনের তেনা প্যাচাইয়া 'চুশীল' সাজান চেষ্টা করেন নাকি?
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৯
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শেখ হাসিনা এমন কিছু করেননি যে উনাকে নোবেল প্রাইজ দিতে হবে। উনার হাতে রক্তের দাগ।
৭|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৫
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৫
কলাবাগান১ বলেছেন: রাজাকারদের হাতে গোলাপ ফুলের দাগ!!!!! গ্রেনেড মারাদের হাতে সুবাস!!!!!
সব সাংবাদিক যারা সরকারের পক্ষে কথা বলে আপনি নাম নিয়ে বলেছেন যে তারা চাটুকার
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:১১
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:১১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঐসব সংবাদ সম্মেলনে তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় কী রকম তোষামোদী চলে। আপনি নিজেও ভিডিওগুলো দেখার কথা। বিরোধী মতের কোন সাংবাদিককে ওখানে যেতে দেয়া হয় না।
৮|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরোধী মতের সাংবাদিকদের সরকার সহ্য করতে পারেনা। এটা শুধু আওয়ামী সরকার আমাদের সব সরকারই এমন। যারা নিরপেক্ষ থাকেন পাব্লিক তাদের সুবিধাবাদী বলে।  তাই সাংবাদিক'রা বাধ্য হয়ে নির্দিষ্ট একটা দলের দিকে ঝুকে পড়েন।
আমরা নিরপেক্ষ থাকা পছন্দ করি না, কেউ থাকুক সেটাও চাই না। যাইহোক,  আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসী করেন। (আমিন)
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৫
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এর মাঝেও এমনকি কোন দলের সমর্থক হয়েও চাটুকারীতা পরিহার করে অনেকে আছেন।
৯|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: সংখ্যায় খুবি কম। মাঝেমাঝে কারো কারো টকশো, আলোচনা, সমালোচনা ভালো লাগে। দলকানা, চাটুকারদের কথা শুনলেই চেনা যায়।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:০৯
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:০৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ। কোন দলের পক্ষে থাকা আর চাটুকারিতা এক নয় সেটা অনেকেই বুঝতে চায় না।
১০|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:১৯
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দলের পক্ষে থেকে সত্য বলা যাবে না, এমন তো কোনো কথা নেই। সাংবাদিক, বুদ্ধিজীবী.... এঁদের পছন্দ, অপছন্দ থাকতেই পারে। তবে তাদের উচিত সত্যও ন্যায়ের পক্ষে থাকা। গঠনমূলক আলোচনা সমালোচনা করা যাতে দেশ ও মানুষের মঙ্গল হয়।
শুভরাত।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:২১
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:২১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত। শুভরাত্রি।
১১|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:২৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
গণভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে পালটা প্রশ্নে বিভিন্ন কথা আসতে পারে,
খন্ডিত ভাবে একট অংশ নেয়া হলে নানা ভাবেই একজনকে বিতর্কিত করা যায়।
বিএনপি পন্থি হালাল শাবানের শ্রষ্টা বাবুলের পত্রিকা যুগান্তরে পরেও না না ভাবে থেকে বিভিন্ন অপসংবাদ করেছেন। 
শেষ জীবনে ক্যানসারে মাসখানেকের ভেতর অবধারিত মৃত্যু জেনে সচেতন ভাবেই ন্যায় ও সত্যের পথে থাকতে চেয়েছেন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৩৩
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৩৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সর্বশেষ ঐ তোষামোদী উনার ক্যালিবারের লোকের না করলেও চলত।
১২|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৪৭
রাফা বলেছেন: আপনার কাছে যা তোষামুদি অন্যের কাছে সেটা রেসপেক্টও হোতে পারে। প্বথিবিতে এমন কোন মানুষ জন্মে নাই যে শতভাগ মানুষের কাছে ভালো বা গ্রহণযোগ্য।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৫৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ২:৫৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৪১
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৭:৪১
ঢাবিয়ান বলেছেন: এমন তেল দিয়েছেন বলেইতো পাবলিকের টাকায় এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে কয়েক কোটী টাকা খসিয়ে মরতে পেরেছেন। তেল না মারলেতো ঢাকা মেডিকেলে ধুকে ধুকে মরতে হত।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তা যা বলেছেন ঢাবিয়ান ভাই। ধন্যবাদ। কিন্তু বেচারা মনে হয় আরো অনেক কিছু আশা করেছিলেন।
১৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৪১
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৪১
হায় চিল বলেছেন: ভাই,
যুগে যুগে কোনো স্বৈরচারী দেশ চালায় এই চাটুকরদের সাহায্যে। আজ মরার পর সে কোথয়? 
ফিনারে জাহান্নামা খলিদিন,,,,,,,,,,.....
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেইটা যদি অন্যরা বুঝত!
১৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৮:৪৫
হায় চিল বলেছেন: ভাই লোকটির জন্য আফসোস হয়।
কারন সে জানতোনা সে মারা যাবে। 
নবেলটা পাইয়ে দেওয়ার জন্য লোকটি রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে।কিন্তু সফল হতে পারেনি। কারন তার তেল ছিল মেয়াদোত্তির্ন। জানিনা তার অসমাপ্ত কাজটি এখন শ্যামল দত্ত , আবেদ খান,ইকবাল সোবহানরা সমাপ্ত করবেন কিনা।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই প্রজাতির কখনো বোধোদয় হবে না। ২ দিন শোক টোক করে আবার শুরু করবে তোষামোদী। মরণের ভয় এদের মধ্যে নেই।
১৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: যা দিনকাল পড়ছে চাটুকারিতা না করে উপায় নাই।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার ৭৫ বছর বয়সে আর কী প্রাপ্তি বাকী ছিল?
১৭|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০১
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০১
আরণ্যক রাখাল বলেছেন: তিনি একজন অসাধারণ সাংবাদিক ছিলেন। 
পরকাল নিয়ে তো গোলাম আজমও ভেবেছে, তার মত অন্তত ইনি না।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৮|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০২
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন: চটি বই লেখুন। ভাল বিক্রি হবে।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই ধরনের মন্তব্য না করলেও পারতেন। ধন্যবাদ।
১৯|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৭
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৭
চাঁদগাজী বলেছেন: 
উনি ছিলেন সাংবাদিক, আপনি কে? ব্লগে ম্যাঁওপ্যাঁও লেখেন, লেখায় ডোডো পাখীর গান; পড়ার মতো কিছু কোনদিন লিখতে পেরেছেন?
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এর আগে একটা লেখায় আপনি আমার প্রশংসা করেছিলেন। ধন্যবাদ।
২০|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: 
 
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দারুণ। ধন্যবাদ অয়ন ভাই।
২১|  ১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৮
১৪ ই আগস্ট, ২০১৮  সকাল ১১:০৮
শিমুল_মাহমুদ বলেছেন: নোংরা পোষ্ট, 
কিংবদন্তী একজন সাংবাদিকের মৃত্যুতে গোটা জাতি যখন শোকাহত তখন কোন বিবেকবান মানুষের পক্ষে এমন পোষ্ট দেওয়া সম্ভব নয়।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গোটা জাতি! আপনার ধারণা অনেক ভুল। উনি শেষ বয়সে এসে উনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ধন্যবাদ।
২২|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২২
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:২২
বিজন রয় বলেছেন: আপনাদের জন্য আর কত হাসবো।
এসব বাদ দিয়ে কবিতা পড়ুন, কবিতা লিখুন।
শান্তিতে থাকুন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৩
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কবিতা আমার ভালো লাগে না। ধন্যবাদ।
২৩|  ১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  দুপুর ১২:৪৫
গরল বলেছেন: ড. ইউনুস নোবেল পেয়ে দেশকে অনেক উপরে তুলে ধরেছেন, আরও একজন যদি পায় তাতে সম্মান কমবে না বড়ং বাড়বে। আর এর জন্য হাসিনাই হয়ত সবচেয়ে উপযোগী এই মূহুর্তে। উনি সঠিক কথাই বলেছেন এর জন্য কিছু প্রক্রিয়া আছে এবং লবিষ্ট নিয়োগ করাটাও জরুরী। তাই এতে চামচামির কিছু দেখি না, উনিতো ভালো পরামর্শই দিয়েছেন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি কাকে পরামর্শ দিয়েছেন সেটাই মূল বিষয়। যাকে বেশীরভাগ বাংলাদেশী পছন্দ করে না।
২৪|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩১
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩১
কাউয়ার জাত বলেছেন: এটা নতুন কিছুনা। রামপালের প্রকল্প নিয়ে করা সংবাদ সম্মেলনেও সাংবাদিকেরা তেলের জাহাজ নিয়ে গণভবনে হাজির হয়েছিলেন। সেখানেও আলোচ্য সম্পাদক সাহেব নেত্রীকে খাটি সরিষার তেল মালিশ করেছিলেন। 
view this link
সে যাইহোক উনি একজন যোগ্য সম্পাদক এবং বিশ্বাসী মানুষ ছিলেন। তার মাগফিরাত কামনা করি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ। কেউ কেউ আমাকে ভুল বুঝছে।
২৫|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৯
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মৃত্যু ব্যক্তিদের নিয়ে 
কটুক্তি বা নিন্দা করা ঠিক নয়।
তার আত্মার শান্তি কামনা করা আমাদের
কর্তব্য। যাতে আমরাও আমাদের মৃত্যুর পরে
অন্যদের দোয়া পেতে পারি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তা ঠিক বলেছেন। তবে অন্যদের সতর্ক করার জন্য এই পোস্ট। জীবন কত অল্প দিনের তা যেন সবাই মনে রাখে। ধন্যবাদ।
২৬|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫২
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:৫২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এক জন ভালো সাংবাদিক । 
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদেৌস দান করুন। 
আমিন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২৭|  ১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০০
১৪ ই আগস্ট, ২০১৮  বিকাল ৫:০০
প্রািন্ত বলেছেন: তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তবে এদেশের সাংবাদিকতাকে তিনি দালালীর পর্যায়ে নিয়ে গেছেন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৮|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
সনেট কবি বলেছেন: কথা পক্ষে গেলে স্বীকৃতি আর প্রতি পক্ষে গেলে সে পক্ষের চাটুকারি, এমনটাই দেখছি।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনি জ্ঞানী মানুষ। আপনি ভালোই জানেন, পক্ষে থাকা আর অন্ধের মত সাফাই গাওয়া ও তোষামোদী করা এক জিনিস নয়।
২৯|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
ভ্রমরের ডানা বলেছেন: সদ্যমৃতকে নিয়ে এই ধরনের পোষ্ট না দিলেও পারতেন। ধন্যবাদ!
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অন্যদের বোঝানোর জন্য যে জীবন কত অল্প দিনের। ধন্যবাদ।
৩০|  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
ভ্রমরের ডানা বলেছেন: আপনি আলু বুঝিয়েছেন।
  ১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
১৪ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার ব্যর্থতা। ধন্যবাদ।
৩১|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:১৭
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ৯:১৭
কাছের-মানুষ বলেছেন: মৃত ব্যাক্তিকে নিয়ে এই ধরনের পোষ্ট দৃষ্টি কটু!
আপনি যেটা মেসেজ দিতে চেয়েছেন এই লেখায়, সেই মেসেজ নতুন কিছু নয় এবং সেটা আরো অন্যান্য তরিকায়ও দেয়া যেত!
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৮
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি সর্বশেষ যা করেছিলেন ভেবেছিলেন আরো অনেক কিছু দেখবেন দুনিয়াতে। তাই উনাকে মনে করেই লিখলাম।
৩২|  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:০৬
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:০৬
করুণাধারা বলেছেন: শিরোনাম খুবই যথাযথ হয়েছে। দুনিয়ার লোভ এত বেশি যে, মিথ্যাচার তোষামোদী এগুলো করতে বাঁধে না একটুও, মনেই পড়ে না যে কবরে যেতে হবে।
  ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৯
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১১:৫৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি আসলে এটাই বলতে চেয়েছি। ধন্যবাদ আমার মনের কথা বলার জন্য। যদিও কেউ কেউ পোস্টের উদ্দেশ্য ধরতে না পেরে আমাকে ভুল বুঝেছে।
৩৩|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৭
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৭
পথিকের পাঁচালী বলেছেন: একজন সন্মানিত ব্যক্তির একটি উক্তি বিশেষত তার মৃত্যুর অব্যবহিত পরই  এই ধরনের পোস্ট খালেদা জিয়া "জে এস সি"র সাঙাতরাও দিতে দু একবার ভাবতেন।
প্রসঙ্গক্রমে শেখ হাসিনা বিরুদ্ধ মতের কাঊকে তার সংবাদ সম্মেলনে আপনার মতে ঢুকতে দেন না।কিন্তু খালেদা জিয়া তার স্বমতের কাউকেও কোন প্রশ্ন করতে দেন না।লেখার বাইরে একটি শব্দও উচ্চারণ করেন না।
  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১১:৩৭
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১১:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার উদাহরণ টানা হয়েছে অন্য চাটুকারদের স্মরণ করিয়ে দেয়ার জন্য যে জীবন খুব অল্প দিনের। বিবেক যেন না বিক্রি করে।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
১৪ ই আগস্ট, ২০১৮  রাত ১২:১৪
রাকু হাসান বলেছেন:
উনার আত্মার জান্নাত কামনা করছি