|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩১
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মিডিয়ার দোষ কী? নেতারা বলেছে বলেই তো এগুলো ছেপেছে।
২|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩১
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩১
কেএসরথি বলেছেন: যে যার মতো ব্যবসা করতেছে!
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৬
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এভাবে জাতিকে সত্য জানতে দেয়া হচ্ছে না।
৩|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৮
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৩৮
নতুন বলেছেন: ব্যবসার প্রসারের জন্য অনেক কিছুই বলতে হয়।  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪২
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: না হলে তাদের রুজি বন্ধ হয়ে যাবে  
৪|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৬
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৪৬
রাকু হাসান বলেছেন: 
হাহাহাহহাহা শিরোনাম দেখে হাসি পেল দপ্তরহীন মন্ত্রী সাহেব । আপনাকে কোন একটা দপ্তর দিতে চাইলে কোন টা নিতে চান ? দপ্তরহীন আর কত দিন  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বেতন চালু থাকলে দপ্তরবিহীনও কোন সমস্যা নেই। সংবিধান লংঘন না হলেই হল। 
৫|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন:  
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৪
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:  
   
   
   
   
   
   
   
  
৬|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৮
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:৫৮
কাউয়ার জাত বলেছেন: আপনি পেরেশ্ন ফাঁস গেনারেশনের বুলোগার। 
শিক্কা, টেকনোলোগি, ছামাগিক অরথোনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে। আপনি একুনো বুলোগের প্রস্তর যুগে পড়ে রয়েচেন। দ্রুত আম্রিকা গান। অন্যথায় কেহই আপনার মগজহীন মাথায় গিলু দিতে পারিবেনা।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুযোগ পাইলে ছাড়তাম না।
৭|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০০
চাঁদগাজী বলেছেন: 
৪৪ বছর পরে, বাংলাদেশের সাধারণ মানুষও ভুলে গেছে, তখন কার কি ভুমিকা ছিল; শধু ১ জন মানুষ কিছুই ভুলেননি, সেটা হলো শেখ হাসিনা; তিনি ১৯৭৫ সালে যা জানতেন, ১৯৮১ সালের মাঝে প্রায় সবকিছু জেনে গিয়েছিলেন মিসেস ইন্দিরা গান্ধীর সাহায্যে; উনি অনেক ব্যাপারে মুখ খুলেননি; উনার প্রতিটি পদক্ষেপের মাঝে ১৯৭৫ সালের প্রভাব আছে
যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ও যেহেতু  উনার প্রতিটি পদক্ষেপের মাঝে ১৯৭৫ সালের প্রভাব আছে, ১৯৭৫ সালটা যথাসম্ভব পরিস্কার হলে, কোনকিছু এনালাইসিস করতে সুবিধা হবে। 
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাহলে উনার কাছ থেকে সঠিক ইতিহাসের অপেক্ষায় রইলাম।
৮|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০২
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০২
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা যতটুকু জেনেছেন, সেটাই সঠিক; উনি সঠিক উৎস থেকে জেনেছেন; উনি কাউকে কিছুই বলেননি; বাকী যারা এটা সেটা  বলছে, এরা পরিচিত লিলিপুটিয়ান ও পিগমী।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার আরো আগেই এগুলো নিয়ে বলা উচিত ছিল। তাহলে এত ক্যাচাল লাগত না।
৯|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৯
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:০৯
কাউয়ার জাত বলেছেন: ইত্তেফাক কি লিখেছিল ৭৫ এর ১৬ই আগষ্ট দেখুন। বিদ্রঃ ইত্তেফাক কিন্তু আওয়ামী চামচা পত্রিকা, জামায়াতী না।
 
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২১
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবই জানি। শুধু তাদের জন্য যারা অন্ধ।
view this link
১০|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:১৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:১৩
আরণ্যক রাখাল বলেছেন: নেতারা কেউ ঐতিহাসিক নয়, এরা কিছু জেনে, বাছবিচার করে কথাও বলেনা।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২২
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দলের প্রধান যেখানে মিথ্যা কথা বলেন, সেখানে নেতাদের দোষ কোথায়?
১১|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:১৬
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন: 
১৯৭৫ সালের হত্যাকান্ড দেখে মিসেস ইন্দিরা গান্ধী বুঝেছিলেন, বাংলাদেশে কোনদিকে রওয়ানা হয়েছে; তিনি কিছু করতে চাননি এই ব্যাপারে;  তিনি জানতেন যে, শেখ হাসিনাকে শেখ সাহেব রাজনীতিতে আনেননি; ফলে, শেখ হাসিনা অনেক কিছুই জানে না; কিন্তু শেখ হাসিনাকেই বাবার মৃত্যুর বিচার করতে হবে, ও হত্যাকারীদের সাথে রাজনীতি করতে হবে; তাই তিনি শেখ হাসিনাকে কিছু দরকারী তথ্য ও কিছু নিয়মাবলী শিখায়েছেন
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৪
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেই শিক্ষা এখনো তিনি কাজে লাগাচ্ছেন।
১২|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:২৫
যাযাবর চখা বলেছেন: ১৯৭৫ সালের হত্যাকান্ড দেখে মিসেস ইন্দিরা গান্ধী বুঝেছিলেন, বাংলাদেশে কোনদিকে রওয়ানা হয়েছে; তিনি কিছু করতে চাননি এই ব্যাপারে; তিনি জানতেন যে, শেখ হাসিনাকে শেখ সাহেব রাজনীতিতে আনেননি; ফলে, শেখ হাসিনা অনেক কিছুই জানে না; কিন্তু শেখ হাসিনাকেই বাবার মৃত্যুর বিচার করতে হবে, ও হত্যাকারীদের সাথে রাজনীতি করতে হবে; তাই তিনি শেখ হাসিনাকে কিছু দরকারী তথ্য ও কিছু নিয়মাবলী শিখায়েছেন ওই মিটিঙে চাদগাজী উপস্তিত ছিলেন। উনি এইবার জানাইবেন, কি কথা হয়েছিল।  
   
  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি জ্ঞানী মানুষ। ভেতরের অনেক কথা উনি জানেন। তবে তিনি তখন দেশে ছিলেন না। উনিও হয়তো কারো কাছ থেকে শুনেছেন।
১৩|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩০
চাঁদগাজী বলেছেন: 
@যাযাবর চখা ,
চাঁদগাজী কোন মিটিং'এ ছিলো না, থাকার কথা নয়; আপনি মিটিং'এ থাকলেও কোন লাভ হতো না; আপনার নিজের পোষ্ট পড়লে সেটা আপনার কাছে পরিস্কার হয়ে যাবে।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৬
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবারই নিজস্ব কিছু মতবাদ আছে।
১৪|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৬
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৬
কাউয়ার জাত বলেছেন: যাযাবর চখা, আপনি ইডিয়েট ফিডিয়েট। ইহা আপনারা কেহই বুঝিবেন না। তাই বলে বুলোগ মাফিয়ার সাথে ভেয়াদবী? রাগে দুঃখে আমার ককে পানি এসে গেল।
আপনার জন্য একখানা উপদেশ হুবুহু তুলে দিচ্ছি- "আরো পড়তে হবে, আরো খেতে হবে, বেশী বেশী পায়খানা করতে হবে; তখন ১৯৭৫'এর ক্যু পরিস্কার হবে!" বাণীতে বলদ গাজী। 
উহা মেনে চলবেন।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৮
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:  
   
   
   
  
১৫|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৭
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৩৭
মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশের ইতিহাস লেখকদের জন্য দুঃখ হচ্ছে ! কতবার যে পেন্সিলে তাদের লেখা কাটাকুটি করে মুছে আবার নতুন করে লিখতে হয় (কমপিউটারে লিখলেও ব্লক করে ইরেজ করা কম ঝামেলার !)!
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সামনে যদি বিএনপি আসে তাহলে আবার সব এডিট করা লাগবে। আবার নতুন করে প্রিন্ট করতে হবে অনেক ইতিহাস। এই ইতিহাসবিদদের জন্য দুঃখ হয়।
১৬|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৪
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৪
কাউয়ার জাত বলেছেন:  
  
ইনি হাজার বছরের ছেরেশঠ বুলোগার। বাকী সবাই কুন চ্যাটের বাল?
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৪
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শেখ হাসিনা নিজের চেয়ে কম জ্ঞানের লোকেদের তার মন্ত্রীসভায় রাখেন (চাঁদগাজী বাণী)। আমাদের চাঁদগাজী সাহেবও নিজের চেয়ে বেশী জানা কাউরে দলে রাখেন না।
১৭|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৭
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪৭
কাউয়ার জাত বলেছেন:  
  
দুকিত ছবিটা আসেনি। এবার আবার দিলাম মহারাজার কমেন্তখানি।
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা গতকালই দেখেছি।
১৮|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫২
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫২
যাযাবর চখা বলেছেন: কাউয়ার জাত বলেছেন: যাযাবর চখা, আপনি ইডিয়েট ফিডিয়েট। ইহা আপনারা কেহই বুঝিবেন না। তাই বলে বুলোগ মাফিয়ার সাথে ভেয়াদবী? রাগে দুঃখে আমার ককে পানি এসে গেল। ছরি দোস্ত ভুল হয়া গেছে গা।  
 
আপনার জন্য একখানা উপদেশ হুবুহু তুলে দিচ্ছি- "আরো পড়তে হবে, আরো খেতে হবে, বেশী বেশী পায়খানা করতে হবে; তখন ১৯৭৫'এর ক্যু পরিস্কার হবে!" বাণীতে বলদ গাজী। 
উহা মেনে চলবেন।
এখন থেইকা হবাহু মাইনা চলবো। 
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১:৫৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:  
   
   
   
  
১৯|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ২:১৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন: 
@কাউয়ার জাত ,
কোন এক ব্লগারের "মন্তব্যের উত্তরে" আমি বলেছি " আরো পড়তে হবে, আরো খেতে হবে, বেশী বেশী পায়খানা করতে হবে; তখন ১৯৭৫'এর ক্যু পরিস্কার হবে!" ।
সেই ব্লগার আমাকে পড়তে উপদেশ দেয়ায়, আমি উপরের উত্তরটি দিয়েছি।
যে মন্তব্যের বিপরিত আমি ঐ বাক্যটি লিখেছি, সেই মন্তব্যটা না দিলে, ব্যাপারটা তো পরিস্কার হওয়ার কথা নয়; আপনি তো "মুল মন্তব্যটা" দেননি; আপনাদের মগজ  আসলেই কাজ  করে না।
২০|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ৩:১৩
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ৩:১৩
কাউয়ার জাত বলেছেন: আপনি ঠিকই বলেছেন গাজী মশাই। 
আমরা নিতান্তই নাদান, ম্যাও প্যাও ব্লগার। আমাদের মজগ কাজ করবে কিভাবে? আমরা হলাম গিয়া ডো ডো পাখির বাচ্চা। 
এই ব্লগে একমাত্র তাদের মগজই কাজ করে যারা দিন দিন আপনার একই বুলির বাল্পুস্টে মারহাবা মারহাবা্ আওয়াজ তুলতে পারে। এছাড়া দুনিয়ার বাকী সবাই ইডিয়ট এবং এটিএন ফেটিএন, প্রথম আলো মালোর সাংবাদিকদের মতোই মূর্খ। 
আর আপনাকে যারা সর্বদা তেল মালিশ করে চলে সেসব মগজওয়ালা বিরল প্রজাতির জ্ঞানীদেরকেও আমরা ভালোভাবেই চিনি।
কিন্তু আফসুস, নাম বললে এই অধম ঠাকুরের চাকরি থাকবেনা!
২১|  ১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
মামুন ইসলাম বলেছেন: দেশটা যেন কারো বাপ বা কারো স্বামীর সম্পদ । চাঁদগাজী ভাইয়ের মত অত বুদ্ধি জ্ঞাণ সামুর এডমিনদেরও নেই ।  
  
সেখানে সাধারন ব্লগাররা হল লিলি পুটিয়ান । সবাই মগজহীন প্রাণী।
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি!
২২|  ১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৮
১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:০৮
নীলপরি বলেছেন: সত্যটা প্রকাশ হবে একদিন । এই আশা রাখা ছাড়া উপায় কী ?
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তা ছাড়া আর উপায় নেই। তবে রাজনীতিবিদরা(বিশেষ করে আওয়ামী লীগ) সঠিক ইতিহাস জানতে দিবে না আমাদের।
২৩|  ১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২০
১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:২০
টারজান০০০০৭ বলেছেন: বিনুদুন ! রাজনীতিজীবীরা একে অপরের ইয়ে মারিতে থাকিলে একসময় কাহারো পশ্চাৎদেশ আর অক্ষত থাকিবে না ! ম্যাংগোপিপলের উচিত তাহাদের মারিতে দেওয়া আর দূরে দাঁড়াইয়া হাত তালি দেওয়া !! 
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সময় হয়েছে দুইজনেরই। দেখা যাক।
২৪|  ১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
১৭ ই আগস্ট, ২০১৮  সকাল ১০:৫৮
চেংকু প্যাঁক বলেছেন: চাঙাজীকে মডুর পক্ষ থেকে নুবেল প্রাইজ দেওয়া হউক
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্লগের নোবেল প্রাইজ দেয়া যেতে পারে।
২৫|  ১৭ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৪
১৭ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৪৪
করুণাধারা বলেছেন: পোস্ট আর মন্তব্য, দুই-ই ভালো লাগলো।
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৬|  ১৭ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৫
১৭ ই আগস্ট, ২০১৮  দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: 
৮. ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:০২ 
 চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা যতটুকু জেনেছেন, সেটাই সঠিক; উনি সঠিক উৎস থেকে জেনেছেন; উনি কাউকে কিছুই বলেননি; বাকী যারা এটা সেটা বলছে, এরা পরিচিত লিলিপুটিয়ান ও পিগমী।  
সহমত।
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার ধারণা সঠিক নাও হতে পারে। কারণ, উনি তখন দেশে ছিলেন না।
২৭|  ১৭ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৬
১৭ ই আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৬
পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: ইতিহাসের এখনও শেষ হইনি। ইতিহাস লিখে বিজয়ীরা।
অন্য দলকে ক্ষমতায় আসতে দেন, তখন বুজবেন ইতিহাস কি?
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাই তো! তখন দেখা যাবে সব নতুন ইতিহাস। হায়রে জাতি!
২৮|  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
চাডেরনুর বলেছেন: পাদ্গাজি হইল অনাদিকালের শ্রেষ্ঠ বালগার । উনার কিছু শব্দ যেমন ম্যাওপ্যাও , পিগ্মি ইত্যাদি চির ভাস্বর করি রাখার জন্য উনার ভবলীলা সাংগ পরবর্তি দেহে খোদাই করি মমি করি রাখা হৌক ।
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দুঃখিত। উনার নিকের বিকৃতি না ঘটিয়েও উনার সমালোচনা করা যায়। ধন্যবাদ। হ্যাঁ উনার প্রতিষ্ঠিত শব্দগুলো ব্লগে চিরস্মরণীয় হয়ে থাকবে।
২৯|  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৬
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৬
চাডেরনুর বলেছেন: কাউয়ার জাতকে নিক বিকৃতির উপদেশটা দিতে যদি আপনার খেয়াল থাকত তইলে আমি ফলো করতে পারতাম । ভেরভেরাইয়া হাসনের ইমুও দিসেন দেখসি সেখানে
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আসলেই দুঃখিত। খেয়াল ছিল না। আমি লজ্জিত। ধন্যবাদ।
৩০|  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চাঞ্চল্যকর তথ্য সব। 
ইত্তেফাক অনেক গুমোর ফাস করে দিল ।
  ১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
১৭ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শুধু ইত্তেফাক না। ঐ দিনের সব পত্রিকাই পজিটিভ সংবাদ ছেপেছিল।
৩১|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন:  
   
  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১১:১০
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১১:১০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:  
   
  
৩২|  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১০:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইশ! কলাবাগান কই! এই পোস্টের বিনোদনের পূর্ণতা তো পাচ্ছে না তাকে ছাড়া।  
  ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১১:১১
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১১:১১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাসান কালবৈশাখীকেও দেখছি না। উনারা ২ জন আর চাঁদগাজী ছাড়া আমার ব্লগিং জীবন ব্যর্থ!
৩৩|  ১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
১৮ ই আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আজকের খবর -
 
৩৪|  ২২ শে আগস্ট, ২০১৮  রাত ১২:২৪
২২ শে আগস্ট, ২০১৮  রাত ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: বিড়ি খাবেন?
  ২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৯
২২ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি ধূমপান করি না।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২৫
১৭ ই আগস্ট, ২০১৮  রাত ১২:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
হলুদ মিডিয়ার খাইদাই আর কাজ নাই।