|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  ০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:০৭
০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:০৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার কথা হল গত ৪ টা বছর এত গাল কেন মারা হল?
২|  ০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:১৪
০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:১৪
স্রাঞ্জি সে বলেছেন: 
  খোদ ওদের গাল দিয়েছে তো .......  বড় বড় লাহা টা দিতে মারতে পারে।
  খোদ ওদের গাল দিয়েছে তো .......  বড় বড় লাহা টা দিতে মারতে পারে।
ওরা আমরা সবাই ডোডো পাখি।  ওরা বলছে। আমরা তা গিলতেছি।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:২৬
০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমরা তো জিম্মি ওদের কাছে। তাই গিলতেই হবে।
৩|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৭:৩৯
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা দেখে ভেবেছিলাম, এটা অন্য কারো লেখা!  
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহা! আবিস্কারক আমার কড়া সমালোচক।
৪|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:০৯
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:০৯
সনেট কবি বলেছেন: দেখলাম।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।
৫|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:২১
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:২১
কলাবাগান১ বলেছেন: দেরীতে হলেও সেতু হচ্ছে..অন্তত বিদ্যুতের বদলে খাম্বা দিচ্ছে না
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৭
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে চরণধূলি দেয়ার জন্য।
৬|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:২৭
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:২৭
সৈয়দ ইসলাম বলেছেন: 
আপনি যদি মিথ্যুকদেরকে মিথ্যুক প্রমাণের পেছনে লেগে যান তবে সেটা হবে আপনার জন্য অসম্মানের।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৭
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর বলেছেন।
৭|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৫
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন: 
এই সরকারের আমলে সেতু শেষ করতে হলে, নির্বাচন পেছানোর দরকার
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৯
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:১৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর একটা যুক্তির কথা বলেছেন। আবার তারা ক্ষমতায় এলেও কথার সত্যতা প্রমাণ হবে। শুধু ২০১৮ সালে শেষ হবে - এই কথাটা মিথ্যা প্রমাণিত হবে।
৮|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৪০
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৪০
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীর সাথে একমত,তরিঘড়িতে ত্রুটি
থাকে। ধন্যবাদ
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২১
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যখন বিএনপি বা অন্য দল সন্দেহ করত ২০১৮ তে শেষ করতে পারবে কিনা তখন তারা বলত অবশ্যই শেষ হবে। গত ৪ বছর তারা এত বেশী কথা বলেছে পদ্মা সেতু নিয়ে। অন্য দেশ হলে সেতু মন্ত্রীর পদত্যাগ করতে হত ৪ বছর মিথ্যা কথা বলার জন্য।
৯|  ০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:০১
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: আজ পর্যন্ত আমাদের দেশে কেউ নির্ধারিত সময়ে কেউ কাজ শেষ করতে পারেনি।
  ০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২৭
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:২৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিন্তু টানা ৪ বছর একটা কথা বলা হচ্ছিল ২০১৮ সালেই শেষ হবে। আসলে কেউ এসব হিসাব নিবে না তো তাই যা খুশী করছে জনগণের সাথে।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:০২
০৩ রা অক্টোবর, ২০১৮  ভোর ৬:০২
বিদেশে কামলা খাটি বলেছেন:
মধ্যবর্তী ব্যবস্থা হিসাবে পদ্মা সাকো চালু করা যেতে পারে।
তাড়াতাড়ি কাজ করলে মজবুত না্ও হতে পারে।