|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
# জাতীয় নির্বাচন ফ্যাক্ট
আফসোস! আইনের দোহাই দিয়ে তারেক রহমানের বক্তৃতা প্রচার করা হয় না। অথচ এসব অখাদ্য, কুখাদ্য, দেশকে নেগেটিভলি পরিচয় করিয়ে দেয়া মানুষকে নিয়ে তথাকথিত সুশীল মিডিয়া মাতামাতি করছে। সাংবাদিকতার এথিকস বলে কি কিছু নেই? বলদেরও ইন্টারভিউ নিতে হবে?
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে সাংবাদিক হয়ে এই ধরনের দেউলিয়াত্বপনা? নমিনেশন পেপার আর কেউ নেয়নি? আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না চ্যানেলের জন্য?
সামনে কি সেফুদা ও ভাদাইম্যাকেও আমরা মেইনস্ট্রিম চ্যানেলে পেতে যাচ্ছি? হায়রে মিডিয়া! 
  
 ২৮ টি
    	২৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ছবি শুধু ছবি নয়। আমার কয়েকটা পোস্ট আছে শুধু ছবি দিয়ে। ছবি দিয়েই বক্তব্য বোঝানো হয়েছে। ধরে নিন, এটা ছবি ব্লগ!
আমার অবাক লেগেছে কীভাবে মিথিলা, এস এম আকাশ রা এই অখাদ্যকে সহ্য করে কথা চালিয়ে যাচ্ছিল। এতটা নীচ কীভাবে হয় মিডিয়া? ইউটিউবে ইন্ডিয়ানদের গালিতে টেকা যায় না এই হিরো আলমের জন্য।
২|  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: Any citizen of the Republic may perticipate in the election.
  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৩
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটার বিরোধীতা করিনি। আমি বলছি, একে মিডিয়াতে এনে সাক্ষাৎকার নেয়ার দরকার কী? এ আবার কোন .. রাজনীতিবিদ?
৩|  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:১৯
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: উনি কে?
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: না চিনলে আর চেনার দরকার নেই।
৪|  ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৫৩
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৫৩
কবীর বলেছেন: বিবিসি থেকে শুরু করে, এই পাগলকে নিয়ে মাতামাতি করছে সাংবাদিকরা। দিনদিন দেশে কী কলাগাছের সংখ্যা বেড়ে যাচ্ছে.... 
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাংবাদিকদের একটা গ্রুপ পুরো সাংঘাতিক হয়ে গিয়েছে।
৫|  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০১
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০১
ইয়োডা বলেছেন: ডিস লাইক বাটন দরকার।১ নং মন্তব্যে সহমত।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৮
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:০৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ডিসলাইক বাটনের অবশ্যই দরকার আছে। ব্লগে আগে ছিল। তবে এই পোস্টের জন্য ডিসলাইক হবে না!
৬|  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১০
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১০
ইয়োডা বলেছেন: আগে তো ছিলই। সেটাই এখন খুব দরকার অনুভব করি।‘ছবি দিয়েই বক্তব্য বোঝানো হয়েছে।’ আপনার মত জ্ঞানী পাঠকের জন্য এই ব্লগ।আমার আসা ভুল।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:২৪
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৭|  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১০
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নির্বাচনের নীতিমালা অনুযায়ী যদি হিরো আলম সংসদ সদস্য হতে পারে তবে বাংলাদেশের নাগরিক হিসাবে তার সেই অধিকার আছে মনোনয়ন প্রার্থী হবার | নির্বাচনে অংশগ্রহণকারী অসংখ্য গুন্ডাপান্ডা, চোর, লম্পটদের তুলনায় বরং সে অনেক বেশি যোগ্য বলা চলে |
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:২৫
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সে নির্বাচন করবে সেটা নিয়ে মাথা ব্যথা না। কিন্তু তাকে নিয়ে প্রথম সারির মিডিয়া কেন সরব হবে? এটা তো ফাইজলামি।
৮|  ১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৪
১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৪
রাজীব নুর বলেছেন: নষ্টরা নষ্টদের বেছে নেয়।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২২
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক বলেছেন।
৯|  ১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৬
১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:১৬
হাবিব বলেছেন: গালি দেওয়ার জন্য সেফাতুল্লাহর মতো হতে হয়...............
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাংবাদিকরা আসলেই সাংঘাতিক হয়ে গিয়েছে।
১০|  ১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৬
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৬
⓪ বলেছেন: শা , হা  , চু     , সা  , কু , শু  , খা      , 
ব্যান খাইলে খাইছি - কিন্তু গালাগালি একটাও মাটিতে পড়েবেনা।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যদি মিথিলা ফারজানারা এসব গালি দেখত।
১১|  ১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫১
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫১
নাহিদ০৯ বলেছেন: মেইন স্ট্রিম মিডিয়া আর গনমিডিয়া অর্থাৎ অনিয়ন্ত্রিত ফেসবুক বা ইউটিউব কে ওরা গুলিয়ে ফেলছে। আর কিছু বলতে চাই না!
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাইতো! বলদ বলদের কাজ করবে। তাই বলে বলদকে নিয়ে মানুষের মাতামাতিক কি শোভা পায়?
১২|  ১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজীব নুর বলেছেন: নষ্টরা নষ্টদের বেছে নেয়। 
মোক্ষম মাইরি
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি!
১৩|  ১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
ইব্রাহীম আই কে বলেছেন: সেলেবদের ভিড়ে হারিয়ে যাচ্ছে তরুণদের রাজনীতি ভাবনা।
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৫
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তরুণরা এই রাজনীতি এমনিতেই চায় না।
১৪|  ১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
১৫ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৮
ঢাবিয়ান বলেছেন: নির্বাচনের আগে দিয়ে ব্লগার চাঁদ্গাজীর হঠাৎ ইয়োডা নিকে আবির্ভুত হবার রহস্য কি?
  ১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৬
১৫ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আসলেই কি? জানি না তো!
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
১৪ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্ত্রী! মেজাজ কিন্তু হট হয়ে যাচ্ছে। অন্তত এক লাইন লেখা দেয়া দরকার তো নাকি!!!
ইউটিউবে ভিডিওটা দেখেছি। তিনজন মিলে ছেলেটাকে নাকানি চুবানি খাওয়াতে চাচ্ছিল। আসল কথা, হিরোকে পচিয়ে ক্রেডিট নেবার ধান্দা।
পুনশ্চঃ সামনে এমন পোস্ট পেলে গালি খাবেন।।।