নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বিশিষ্ট ম্যাঁওপ্যাঁও লিলিপুটিয়ান গং

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৪





মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০০

সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতির এখন আর কোন নীতি দেখছিনা, শুধু ক্ষমতা পাওয়ার পথটাই বড় ওডের কাছে। নইলে আওয়ামী ঘরানার ডঃ কামাল এবং মান্না ধানের শীষে আর বিএনপির সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরী নৌকা প্রতিকে নির্বাচনটা কি ভাবা যায়?

১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কয়েকদিন আগেও তারা কত কথা বলল আওয়ামী লীগের বিরুদ্ধে। আসলে উনাদের নীতির ঠিক নেই।

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

পল্লব কুমার বলেছেন: এরশাদের ছোট ভাই এরা। সকালের কথা বিকালে ভুলে যায়।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক। ওদের মুখে নীতিকথা মানায় না।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

নাহিদ০৯ বলেছেন: মহাজোট কি তাহলে এবার শুধু ১৫০ আসনে প্রার্থীতা দিবে? :D

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মাহীর কাছে জাতি জানতে চায়।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

ঢাবিয়ান বলেছেন: আমাদের বুঝতে হবে এরা রাজনীতিবিদ। এরা সকালে এক কথা কয় আর সন্ধায় আরেক কথা

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বি চৌধুরী আর মাহীরে একটু আত্মমর্যাদা বোধ সম্পন্ন মনে করেছিলাম।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

মলাসইলমুইনা বলেছেন: মশাই,
কি ঝামেলামূলক লেখা লেখেন ব্লগে ! শুধু বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বলে গম্ভীর হয়ে ভোট দিলেই হবে ? একটু হাসি ঠাট্টা, রঙ্গ রস থাকতে হবে না নির্বাচনে ! কঠিন সময় এখন। বি চৌধুরী সেটা দিয়েছে লুফে নিনরে ভাই লুফে নিন ।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহা! ব্যপক বিনোদন।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: #ঢাবিয়ানবলেছেন: আমাদের বুঝতে হবে এরা রাজনীতিবিদ। এরা সকালে এক কথা কয় আর সন্ধায় আরেক কথা ।


চৌধুরি পরিবারটা বরাবরই ফাতরা, ইউজ লেস। এরা পারে খালি টকশোকে বড় বড় বয়ান করতে।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: টক শো আর সেমিনারে এদের কথা শুনলে মনে হয় এদের মত নীতিবান নেতা আর নেই।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



বি চৌধুরী আর উনার পুত্র মাহি, এদের ব্যাপারে পাবলিকের কোন আগ্রহ নেই।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গত কিছু দিনের কার্যক্রমে তারা একদম পচে গিয়েছে।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

নতুন বলেছেন: ঢাবিয়ান বলেছেন: আমাদের বুঝতে হবে এরা রাজনীতিবিদ। এরা সকালে এক কথা কয় আর সন্ধায় আরেক কথা .

জনগনের জন্য কেউ রাজনিতি করেনা.... করে ক্ষমতার জন্য...

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কয়দিন লাগল নীতি পরিবর্তন হতে?

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কি 'কুহক' নামে কোনো নদী আছে ?

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.