নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্তিতে প্রিয় ব্লগার রাজীব নূর

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩১





মন্তব্য ৭০ টি রেটিং +২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন: রাজীব ভাইয়ের উত্তরের অপেক্ষায়

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও আছি।

২| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২১

আকতার আর হোসাইন বলেছেন: হাবীব স্যারে মত আমিও অপেক্ষায় রইলাম। রাজীব ভাই এসে কি বলেন দেখা যাক।

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেখা যাক।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এ আর নতুন কি!
রানু তো বরাবরই সুবিধাবাদী ক্যারেক্টার। ধর্ম ও রাজনীতি দুই জায়গাতেই। তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ ব্লগার, উনার মন্তব্যের হাতও উদার(তা সে পড়েই হোক/না পড়ে/কপি-পেষ্ট), সেই জন্য উনাকে থ্যাংকস।

কিন্তু আপনি মন্ত্রী হয়ে আমপাবলিকের পেছনে লাগলেন কেন? রাজনীতি নিয়ে পোস্ট দ্যান, আসেন খেলা হবে...;)

পুনশ্চঃ রাজিব নুরের, "আমি দোজকে যাব" ডায়লগটা বাদ পড়েছে।:D

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হয়তো আমার চোখে পড়েনি। সব তো আবার স্ক্রীন শট রাখাও সম্ভব নয়।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, তিনি কখন যে কি বলেন বোঝা মুসকিল, এবার দেখা যাক কি বলেন?

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেখি যদি উনার নজরে পড়ে।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরশাদ সাহেবের কথাবার্তার সাথে মিল আছে। রাজীব নূর সাহেব, রাগ করবেন না প্লিজ! জাস্ট ফান করলাম।

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহা।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি অনেক বার এ ব্যপারে বলেছি উনাকে। উনি খালি হাসেন আর বলেন, এক পোস্টের সাথে আরেক পোস্টকে মেলানো যাবে না!

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গতকাল নাকি আজকের পোস্টেই কলাবাগানকে এই কথাটা বলেছেন উনি।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: এসব অনেকবার বলেছি....কোন লাভ নাই। উনি আসলে একজন কনফিউজড মানুষ! =p~

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হুমম। তবে এটা ঠিক নয়।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৪

রায়হান চৌঃ বলেছেন: আমাদের নূর সাহেব নিতান্তই ভদ্রলোক..........
কিন্তু সুরভি আপার ভালোবাসার সুধা পান করে তিনি বলতে পারেন উন্মুক্ত দার্শনিক, তাই মাঝেমধ্যে কথাবর্তায় গুলিয়ে ফেলেন....... একি ফ্লাটফর্মের মানুষ হিসেবে এ টুকু অন্তত মার্জনা করা উচিৎ :)

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি খুব সুখী মানুষ। কিন্তু ধর্ম নিয়ে এত বিভ্রান্তি কেন উনার?

৯| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫

নজসু বলেছেন:




রাজীব ভাই আসলে ব্লগের সবাইকে ভালোবাসেন।
সবার পোষ্টে কমেন্ট করে উৎসাহিত করেন।
উনি সচারচর কোন পোষ্ট এড়িয়ে যান না।
পোষ্টদাতাদের উৎসাহ যোগাতে তাদের সাথে সহমত পোষণ করেন।

ধর্ম সংক্রান্ত পোষ্টগুলোতে তাই হয়তো তার মতামতগুলো দ্বিমুখী হয়ে গেছে।

প্রিয় রাজীব ভাইয়ের তাই একটু সতর্ক হওয়া দরকার।

রাজীব ভাইয়ের এই বিষয়টা মন্ত্রী মহাশয়ের মতো আমিও ভেবেছি।
অমায়িক রাজীব ভাইয়ের মতামতের অপেক্ষায় রইলাম।

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনাকে দূর থেকে দেখে আর পোস্ট পড়ে মনে হয় উনি পারিবারিকভাবে খুবই সুখী একজন মানুষ। তাহলে এত বিভ্রান্তি, সংশয় কেন থাকবে?

১০| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৯

সুদীপ কুমার বলেছেন: গোলমেলে বিষয়।

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩১

আশমএরশাদ বলেছেন: আপনার দপ্তর কী এই জন্যই কেড়ে নেয়া হয়েছে? :)

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: না। আমার চেয়ে যোগ্য লোক ছিল আবার আমাকে বাদও দিতে পারছে না তাই।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২

আবদুল মমিন বলেছেন:

রাজীব সাহেব কি সুবিধা ভোগী ? উনার কি নিজস্ব কোন কিছু নেই ?

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার নিজস্ব মতামত অবশ্যই আছে।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯

আরোগ্য বলেছেন: রাজীব নুর কই? এ পোস্টে কি মন্তব্য রাখবে না।

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এখনও চোখে পড়েনি হয়তো বা।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৫

অন্তরা রহমান বলেছেন: এমনিতেই সামুতে ব্লগারের অভাব, কমেন্টের অভাব। ভিজিটরও তুলনায় কম। সেখানেও এমন অবস্থা হলে তো সমস্যা। উনি উনার ইচ্ছে মতন কমেন্ট করতেই পারেন, মানুষের মনও তো সদা পরিবর্তনশীল। এটা কি খুব বড় কোন ইস্যু?

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বড় ইস্যু না। ব্লগার রা পরিবারের মত। একজন আরেকজনের ভুল ধরিয়ে পোস্ট করতেই পারে।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক দিন ধরেই দেখছি উনার ৩৬০ ডিগ্রি পল্টি নেওয়া অবস্থান।
আপনি একেবারে তথ্য প্রমাণ সহ হাজির করলেন।
দেখি উনি কি বলেন???

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি অস্বীকার করেছেন!

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

অজ্ঞ বালক বলেছেন: যেই পরিমান শ্রম উনার ব্লগ আর কমেন্ট পড়ায় দিসেন, আর কিছুতে দিলে পেপারে নাম আইয়া পড়তো। পারেনও ভাইডি।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা একই সাথে উনাকে ও অন্যদের সচেতন করা।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: খাইছে আমারে !!!!

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: ১৪ নং মন্তব্যকারী সুন্দর মন্তব্য করেছেন। তাকে ধন্যবাদ।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: শুনুন, মন্ত্রী সাহেব আমার মন্তব্য বা পোষ্ট থেকে আপনি ''কোট'' করে একটু অংশ দিয়েছেন। কিন্তু তার আগে বা পড়ে আরও কথা ছিল। সে গুলো বাদ দেওয়াতে কথা গুলো তার জৌলুস হারিয়েছে। এক কথার অন্য অর্থ দাঁড়িয়েছে।

আমি ধর্মহীন নই। বা নাস্তিক নই।
ধর্মের প্রতি আমার সীমাহীন আস্থা আছে। তবে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের প্রতি আমার সীমাহীন রাগ আছে। আমি সুযোগ পেলেই তাদের বিরুদ্ধে লিখি। আরও লিখব।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা শুধু আমার না, অনেকেরই চোখে পড়েছে। তাই লিখলাম। শুভাকাঙ্ক্ষী হিসেবে। কিছু মনে করবেন না।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আমি বিভ্রান্তিতে নেই। আমি একজন আধুনিক মানুষ। কোনো কুসংস্কার আমার মধ্যে নেই।
আমি সহজ সরল মানুষ। সহজ সরল ভাবেই জীবন যাপন করি।
কোনো ভনিতা করি না।

সামুর প্রতিটা ব্লগারের প্রতি আমার সীমাহীন আন্তরিকতা আছে। আমি তাদের লেখা পড়ে, তাদের বুঝতে চেষ্টা করি।

ভালো থাকুন। সুস্থ থাকুন।
ভালোবাসা নিরন্তর।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক আছে। মাঝে মাঝে আপনি ধর্ম বিমূখ মন্তব্য করলে মুসলমান হিসেবে খারাপ লাগে।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ১৫ নং মন্তব্যকারী বলতে চাই-
আপনার মন্তব্যটা ভালো হয়নি। আপনার লেখার মতো উদার মন্তব্য আপনি করেন নি।
পল্টি নেওয়ার কি আছে? পল্টি নিয়ে আমার কি লাভ হবে?
আমার পাপের ভাগী কি আপনি হবেন?

মানূষকে ভালোবাসুন। এর চেয়ে মূল্যবান আর কিছু নেই।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারী কেন আমার উপর রেগে আছেন আমি জানি না। আমার উপর কেন তার এরকম ভাবনা?
যখন কেউ কাউকে পছন্দ করে না তখন'ই সমস্যা শুরু হয়। একবার পছন্দ করতে শুরু করলে- দেখবেন তার দোষ ক্রুটিও ভালো লাগবে।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেকেরই চোখে পড়েছে আপনার বিপরীতমুখী অবস্থানের কথা।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ৪নং মন্তব্যকারীকে বলতে চাই- আমি তো দূর্নীতিবাজ না।
কারো কোনো ক্ষতিও করি নি। কাজেই আস্থা রাখুন। ভাই ভাবুন।

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৪

বলেছেন: হা হা - সময় ও পরিবেশ মানুষকে অনেক সময় অনেক কিছু কারণ ছাড়া বলতে উদ্ভুদ্ধ করে।
রাজীব ভাই হয়তো লেখার পরিপ্রেক্ষিতে মন্তব্যগুলো করেছেন এগুলো এভাবে কোট করে বিনাভোটের মন্ত্রী একজনকে বিনাদোষে দোষী সাব্যস্ত করে ফেলবেন এইডা একটা কথা হলো!!!


নববর্ষের শুভেচ্ছা

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার এসব মন্তব্য বেশীরভাগ সময়ই সচেতন ভাবে করা।

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরশাদ সাহেবের কথাবার্তার সাথে মিল আছে।

=p~ =p~ =p~

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: LOL

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫

নীল আকাশ বলেছেন: হা হা রাজীব ভাই সত্যই রেগে গেছেন মনে হলো!!
আপনি আর কোনই কাজ পেলেন না।
ব্লগের সব চেয়ে সহজ সরল নিরাপরাধ মানুষটাকেই টার্গেট করলেন!!
ব্যস্ততার জন্য উনি বড় কোন মন্তব্য করতে পারেন না...

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একজন মুসলমান শুভাকাঙ্ক্ষী হিসেবে লিখেছি উনাকে সচেতন করার জন্য।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: ২৬- হা হা হা।

সত্যি কথা বলতে ধর্ম সম্পর্কে উনি খুব অল্পই জানেন।যার জন্য মাঝে মাঝে এমন এমন কথা বলেন যা সত্যি একজন মানুষের গ্রহন যোগ্যতা হারিয়ে ফেলে।তবে আশা করি উনি যদি ধর্ম নিয়ে ভালোকরে গবেষনা করেন তবে ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন।এবং সকল উদ্বিগ্নতার অবসান ঘটবে।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি ভাল মতই সব কিছু জানেন। তবে আমার মনে হয় উনি কিছুটা মুক্তমনা আস্তিক!

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূর সহজভাবেই তার মনের কথা বলে ফেলেন, সেই হিসাবে তিনি অন্তত: হিপোক্রেট নন |

ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেও মানুষ কেন দুর্নীতি, অন্যায়, অত্যাচার, হত্যা সহ বিভিন্ন কূকর্মে লিপ্ত থাকতে পারে ? আমারতো মনে হয় ধর্ম জানা আর ধর্ম অনুধাবন করার মধ্যে পার্থক্য অনেকেই বুঝে উঠতে পারে না বলেই অন্যায় করার সময় সৃষ্টিকর্তার কথা মনে করে তাদের হৃদয় সামান্যটুকুও কম্পিত হয় না | আসলে কনফিউজড অনেকেই, তাই যে যার সুবিধামতো ধর্মকে কাস্টমাইজ করে ফেলে |

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক আছে। তবে দুই বিপরীতমুখী মন্তব্য করলে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়।

২৯| ১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজিব নুর এক জন আন্তরিক মানুষ।
এই উনি সব প্রসঙ্গে মন্তব্য করেন।এটা উনার গুণ।
তবে এই সব মন্তব্য দিয়ে উনার চুড়ান্ত বিচার করা ঠিক হবে না।
উনি দিলখোলা মানুষ। উনার মনে ময়লার পরিমাণ নেই বললেই চলে।

উনার পোস্ট পড়ি প্রায় ৯/১০ বছর। উনার পোস্ট সব সময়ই উপভোগ্য।
আমি উনার সুন্দর জীবন কামনা করি।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার পোস্ট নিয়ে কোন সমস্যা নেই। তবে বিভিন্ন পোস্টে বিপরীতমুখী অবস্থান আমাকে ব্যথিত করে।

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূর অনেকেরই পোস্ট পড়েন এবং তাতে মন্তব্য প্রদান করেন - এটা তার এক অসাধারণ গুন্ | আমার কাছে তাকে অনেক একজন সংবেদনশীল ব্যক্তি বলেই মনে হয় |

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অবশ্যই উনি অনেক ভাল মনের মানুষ। তবে ইসলাম নিয়ে মাঝে মাঝে বিভ্রান্তিমূলক মন্তব্য আমাকে ব্যথিত করে।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৫

আমিনভাই বলেছেন: রাজীব সাহেব গল্পে ভাল আর কিছুইতে না। ওনি সরকারের কোন সুবিধা ভোগী লোক হবে মনে হয় । আর কমেন্টের গর ভারি করার জন্যই হয়তো এমন আবোল তাবোল করে।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার লেখার হাত খুব ভাল। অনেকদিন যাবৎ বেকার আছেন বলে জানিয়েছেন। এখন কী অবস্থা জানি না।

৩২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৪

আখ্যাত বলেছেন:
রাজীব নুর একজন ভাল মানুষ । কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা শুধু আমার না, অনেকেরই চোখে পড়েছে। তাই লিখলাম। শুভাকাঙ্ক্ষী হিসেবে। কিছু মনে করবেন না।

না, কিছু মনে করিনি।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে। মাঝে মাঝে আপনি ধর্ম বিমূখ মন্তব্য করলে মুসলমান হিসেবে খারাপ লাগে।

আরে ভাই আমিও তো মুসলমান। ধর্মের প্রতি কি আমার ভালোবাসা নেই?
আপনি কি জানেন হজ্ব করার অনেক ইচ্ছা আছে আমার।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আল্লাহ আপনার আশা পূরণ করুক।

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৪

কালো যাদুকর বলেছেন: হা হা হা হা। ব্যাপক মজা পেলাম।

অনেক যত্ন করে , অনেক সময় নিয়ে রাজীব নুর ভাইকে নিয়ে রীতিমত গবেষনা করে এই পোস্ট দিয়েছেন। এই হিসাবে রাজীব নুর নিজেকে গুরুত্বপূ্র্ন ধরে নিতে পারেন।

১৯ এর সাথে একমত। অউট অফ কনটেক্সে উক্তি দিলে গুরুত্ব থাকে না।

যদি সবাই ধর্ম বা যে কোন বিষয় সম্পর্কে একই ধারনা পোষন করলে , মতামত দেন, তাহলে কোন আলচনাই জমত না। তাহলে ব্লগের পরিবেশটা অনেকটা "জ্বমে থাকা পানির মতই হত"। এই ব্লগে রাজীব নুর ভাইয়ের মত অপজিট স্রোতের মতামত খুবই দরকার মনে করি।

গুড লাক রাজীব নুর ভাই।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: 'আউট অফ কনটেক্সট' বলে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই ব্লগের অনেকেই এ ব্যপারে জানেন।

৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৩

হাসান রাজু বলেছেন: হুম।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হুমমম।

৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৫

অপু তানভীর বলেছেন: ব্লগার রাজীব নুরের ভাল দিক হচ্ছে ব্লগে অন্য সাধারন ব্লগার থেকেও তিনি অনেক বেশি পোস্ট পড়েন এবং প্রায় সবার পোস্টেই মন্তব্য করেন । এটা আমাদের সামু ব্লগের ব্লগারদের মাঝে একটা দুর্লভ গুণ । আমার ভেতরেও এই জিনিস নেই ।

এবং তার খারাপ দিক হচ্ছে মাঝে মাঝে তিনি অপ্রাসাঙ্গিক মন্তব্য করেন । মাঝে মাঝে এমন মন্তব্য করেন সেখানে পোস্ট দাতা খানিকটা দ্বিধায় পড়ে যায় যে, এই মন্তব্য কেন এল ! এই ব্যাপারটা পরিহার করলে উনার মত একজন ব্লগার বর্তমান সামুতে খুব পাওয়া যাবে না ।

যাই হোক এতো গবেষণার কোন দরকার নেই তাকে নিয়ে । সে চলুক তার মত আপনি চলুন আপনার মত ।

ভাল থাকুন !

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পোস্টের বিষয়ের বাইরে মন্তব্য করা ও ভিন্ন শিরোনাম দেয়া নিয়েও সমালোচনা আছে উনাকে নিয়ে। সেটা উনার স্টাইল। তবে আশা করি এই পোস্টের পর উনার ধর্ম নিয়ে বিপরীতমুখী অবস্থান আর দেখতে হবে না।

৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: আমিও রাজীব ভাইকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম।

আমার মনে হয় যারা ধর্মের সুযোজ নিয়ে অপকর্ম করে তাঁদের কে রাজীব ভাই কিছু বলতে গিয়ে নিজেকে সংযত রাখতে পারর না। কথাগুলো অনিচ্ছাকৃত এটা পরিষ্কার। কারণ রাজীব ভাই স্বীকার করছেন যে ওনি কোন নাসস্তিক না । ধর্মের প্রতি ওনার সীমাহীন আস্থা আছে।

যাইহোক আমি মনে করি রাজীব ভাইয়ের আরো সংযত হওয়া দরকার। এক লাইন বা দুই লাইনের কমেন্ট না করে একটু বড় কররে লিখলে মন্তব্য গুলো থেকে বুঝা যাবে না যে রাজীব ভাই ধর্ম বিদ্বেষী। বরঞ্চ ওনার ধর্মের প্রতি ভালবাসা তখন আরো বেশি প্রকাশিত হবে।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যে অবস্থানেই থাকুক, যে পোস্টের ব্যপারেই হোক - সরাসরি বিপরীতমুখী মন্তব্য করলে পাঠকের জন্য সমস্যা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.