নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

দেশে এল নতুন বোকা..

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭



হাতি ঘোড়া গেল তল,
রামছাগল বলে কত জল।
স্বাভাবিক, অস্বাভাবিক কোন ভাবেই আর বর্তমান আওয়ামী লীগকে হারানো যাবে না, নামানো যাবে না। যা করা যাবে , গৃহপালিত বিরোধী দলে পরিণত হতে হবে। সেই পথে এগুচ্ছে ওঁরা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩০

বিটপি বলেছেন: ব্যাটা খালেদা জিয়ার জায়গাটা নিয়ে নিলেই পারে - নতুন করে তাহলে আর দল গুছানো লাগেনা।

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বহুত অভিনয় করেছে। তার কারিকুরি শেষ। এখন ছাত্রলীগের মাইরও খায় না। তবে ব্যাটা অনেক উপরে যাবে এটাও সত্য। বাংলাদেশের এরকম ব্যাটারাই শাইন করে।

২| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন বোকারা চেষ্টা করে চালাক হোকনা।

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পরিস্থিতি বুঝতে হবে। এই পরিস্থিতিতে নতুন দল মানে বোকার স্বর্গে বাস করা। অথবা সরকারের বি টিম।

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: দল গঠন করা নতুন দলের কেউকেটা হওয়া এই গুলা সবই হলো স্টান্ডবাজি !!!! বিদেশে পার্মানেন্টলি একটা ভিসার ব্যাবস্থা হয় আর যদি চিপা দিয়ে এম পি হতে পাড়ে তাইলে তো বাংলার বুকে সাত খুন মাফ !!!!

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একদম সঠিক। এগুলো করে লাইমলাইটে থাকলেই তো টক মারানি, সেমিনার মারানি, লাল পাসপোর্ট সবই হবে।

৪| ২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: দেশে এলো নতুন বোকা!!!!!!!

হা হা হা হা শিরোনাম পড়ে হাসতে হাসতে মরে গেছি।

কিন্তু কই থেকে এলো?

এ তো আগে থেকেই দেশে ছিলো। জীবনে বৈদেশে গেছে বলেও তো মনে হয় না।

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আগে ছিল এক রূপে, এখন বোকা.. রূপে। এই যা তফাৎ।

৫| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুঃখ হয় রেজা কিবরিয়ার জন্য।সে নিজেকে খেলো করে ফেলছে।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও সেটাই ভাবছিলাম।

৬| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৩

নেওয়াজ আলি বলেছেন: সময় বলে দিবে কে কোথায় যায়। তবে এরা পল্টিবাজ

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এরকম কত এল, কত গেল।

৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: অল্প বয়স, জ্ঞান বুদ্ধি কম। তাই একটু লাফালাফি করছে।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ঠিক তাই।

৮| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৩:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আগামীকাল থেকে যদি পত্রিকাওয়ালারা এর নিউজ করা বন্ধ করে দেয়, দেখবেন এক মাসের মধ্যে ব্যাটা ভদ্র হয়ে ক্লাসে নিয়মিত যাওয়া শুরু করে দিবে।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাংঘাতিকদের ব্যক্তিত্ব বলে কিছু আছে নাকি?

৯| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:০৭

ঢাবিয়ান বলেছেন: এত সমালোচনার কি হল ? কার পাকা ধানে মই দিল এই নতুন দল ? তারা চালাক না বোকা সময়েই বোঝা যাবে। সবচেয়ে বড় কথা হল যে এরা কি দেশের সম্পদ লুট করেছে ? বিদেশে টাকা পাচার করেছে? আমাদের দেশের রাজনীতিতে ( সরকারী বা বিরোধী) যারা সক্রিয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশীয় সম্পদ লুটপাঠ ও বিদেশে টাকা পাচারের অভিযোগ আছে।

এই নতুন দলের প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সুস্থ রাজনীতি চর্চার মাধ্যমেই এরা রাজনীতিতে এসেছে। তবে টিকতে দেয়া হবে কিনা প্রশ্ন সেটাই। আর যদি গৃহপালিত বিরোধী দল করার প্ল্যান থাকে সরকারের, তবে সেটাও জনগনের জন্য সুসংবাদ।

৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বাংলাদেশে এত দলের দরকার নেই। কাজের কাজ কিছুই হয় না। শুধু টক শো তে গলা ফাটানো ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.