|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২০
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শুধু এনারাই না, পদ্মা সেতুর পর সাংবাদিকদের কাছে বিশাল একটা বিষয় হয়ে গিয়েছেন এনারা। 
২|  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৯
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৯
আহমেদ জী এস বলেছেন: দপ্তরবিহীন মন্ত্রী,
এমন শিরোনামে লেখার জন্যে  দপ্তরবিহীন মন্ত্রীকে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর দেয়া মন্ত্রীত্বটা দেয়া যেতেই পারে!  
  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২১
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাও দপ্তর বিহীনের অপবাদটা ঘুচবে।
৩|  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২৫
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:২৫
ফয়সাল রকি বলেছেন: ছিঃনেমা ছিঃনেমা!
  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: 
৪|  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৩
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৩
আশাবাদী অধম বলেছেন: উগান্ডার পেটিকোর্টের দরবারে সব পাগলের খেলা!
  ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহা
৫|  ০৭ ই মার্চ, ২০২২  রাত ১০:২৪
০৭ ই মার্চ, ২০২২  রাত ১০:২৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: মাঝে মধ্যে নিউজ সাইটে ঢুকি। তখন এই চশমা পরা আপুটার নাম দেখি। আপুটার নাম জায়েদ কেন রেখেছে বুঝলাম না। জায়েদা রাখলে না ভালো হতো। জায়েদ কেমন ছেলে ছেলে শোনায়!
  ০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৪
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এপিক।
৬|  ০৮ ই মার্চ, ২০২২  রাত ১২:০৪
০৮ ই মার্চ, ২০২২  রাত ১২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
কি শুরু হইলো?
  ০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৫
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আসল নির্বাচনের খবর নাই, ফালতু নির্বাচন নিয়ে সাংবাদিকদের ঘুম নাই।
৭|  ০৮ ই মার্চ, ২০২২  রাত ১:১১
০৮ ই মার্চ, ২০২২  রাত ১:১১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে দুইটা জিনিস একেবারে বন্ধ করে দেওয়া দরকার। 
১। ক্রিকেট।
২। সিনেমা।
  ০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৬
০৮ ই মার্চ, ২০২২  সকাল ৯:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেকগুলো অনলাইন মিডিয়াও বন্ধ হওয়া দরকার।
৮|  ০৮ ই মার্চ, ২০২২  দুপুর ১২:৪৪
০৮ ই মার্চ, ২০২২  দুপুর ১২:৪৪
বিটপি বলেছেন: আইনের শাসনের নগ্নরূপ আমরা যুগে যুগেই দেখে এসেছি। বিচারকদের সাথে আসামীরা সমঝোতা করে আসামীর শাস্তি কমিয়েছে - এই অভিযোগে যত শাস্তি আসামীর পাওনা, তার চেয়ে অনেক বেশি শাস্তি পাওনা বিচারকের। অথচ ২০১৩ সালের মে মাসে কথিত সেই আন্দোলনে কেউ বিচারকদের শাস্তি চাইলোনা, বরং চাইল আন্দোলন করে শাস্তি বাড়ানোর।
  ০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪১
০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আদালত অবমাননা হবে যে!
৯|  ০৮ ই মার্চ, ২০২২  দুপুর ২:৫৭
০৮ ই মার্চ, ২০২২  দুপুর ২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
মাত্র চারশতের মত ব্যালট। ভোট গুনে ফলাফল প্রকাশের পর আপত্তিতে আরো দুবার গোনা হয়েছে। এরপরেও মানে নি।
বয়কট।
এরপর আদালতের রায় এসেছে। এরপরও মানে নি। পালটা মামলায় আবার থামিয়েছে। এর পর হাইকোর্টের রায় এসেছে, আবারো পালটা ব্যাবস্থা। চেম্বার জজ মারফত স্থগিত করা হল। 
মাত্র চারশতে ব্যালট নিজের চোক্ষে দেখিয়াও বিশ্বাস হয় না!
জাতীয় নির্বাচনে এই জাতী কাহাকে বিশ্বাস করিবে ভাবিতেও ভয় হয়।
  ০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪২
০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্যপার সেটা না। জাতীয় নির্বাচনের তো আর সেই উত্তাপ নেই। তাই সব উত্তাপ গিয়ে পড়েছে শিল্পীদের উপর  
১০|  ০৮ ই মার্চ, ২০২২  বিকাল ৪:৪৪
০৮ ই মার্চ, ২০২২  বিকাল ৪:৪৪
নীল আকাশ বলেছেন: এই দুজন অবিবাহিত ছেলে মেয়েকে বিয়ে দিয়ে এই পোস্ট দম্পত্তিকে দিয়ে দেয়া হোক।
  ০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪২
০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: গুড আইডিয়া। ওঁদের বিয়ে দেয়া হোক।
১১|  ০৮ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৪৬
০৮ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:৪৬
মিরোরডডল  বলেছেন: 
ঋণাত্মক শূণ্য বলেছেন: মাঝে মধ্যে নিউজ সাইটে ঢুকি। তখন এই চশমা পরা আপুটার নাম দেখি। আপুটার নাম জায়েদ কেন রেখেছে বুঝলাম না। জায়েদা রাখলে না ভালো হতো। জায়েদ কেমন ছেলে ছেলে শোনায়!
কমেন্টে প্লাস 
  ০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪৩
০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: 
১২|  ০৮ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:১৯
০৮ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জায়েদ-নিপুন কাণ্ড এখন হাস্যরসে পরিণত হয়েছে।
  ০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪৪
০৯ ই মার্চ, ২০২২  দুপুর ২:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই হাস্যরস দিয়ে কিছু সাংবাদিক সংসার চালাচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৪
০৭ ই মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহারা সিনেমায় অভিনয় করে যতখানি পরিচিতি বা খ্যাতি পেয়েছিলেন, তার চাইতে অনেক বেশি পরিচতি পাইলেন এই নির্বাচন করে
এদের আলাদা একটা দপ্তরের দরকার। আপোনাকে সেই দপ্তরের মন্ত্রী করা হইল।