নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদমেজাজী মন্দ লোক (www.meetmamun.com)

ডি মুন

এস এম মামুনুর রহমান - www.meetmamun.com

ডি মুন › বিস্তারিত পোস্টঃ

ভুলপথে প্রতিদিন নির্ভুল [কবিতা]

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০



তারপর?

হেঁটে চলা রোদ্দুর
দিনভর ছায়াপিঠে ঘুরপথ,

তারপর;

দলছুট ফেরিওয়ালা
স্বপ্নের পাতাঝরা ফুলবন।

তারপর;

ছোটাছুটি মেঘচুমো ইমারত
হৃদয়ের কেনাবেচা কংক্রিট,

তারপর ?

তারপর;
একা একা আজীবন
ভুলপথে প্রতিদিন নির্ভুল ।

মন্তব্য ৯২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:-& :-& :-&

ভয় পাইছি ???

এইডা কি মুন ভ্রাতা নাকি ???

ভ্রাতা আমারে একটা চিমটি দে দেখি, বিশ্বাস হইতেছে না।

:-B :-B :-B

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

ডি মুন বলেছেন: হা হা হা হা

অনেকদিন পর আসলাম :) :)
চিমটি দিলাম B-))

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা, মুন ভাই|
ভুলপথে প্রতিদিন নির্ভুল এই চরণটি সবচেয়ে বেশি টাচ করেছে

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

ডি মুন বলেছেন: কবিতা পাঠের জন্যে অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল।
আপনার লেখালিখিও নিশ্চয়ই ভালো চলছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



উফ ! ব্যথা পাইছি। হুম ! তুই দেখি সত্যই মুন।

আসছিস ভাল হইছে খুব। তোরা বান্দরগুলা এক সাথে না হইলে ঠিক জমে না। মাহমুদ, প্রবাসী, পার্থ, তুষার তোরা সব হইলি বান্দর দি গ্রেট !!!

:D :D

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

ডি মুন বলেছেন: আমি অত্যন্ত ভালো :) কিন্তু মাহমুদ ভাই, প্রবাসী ভাই, পার্থ দা আর তুষার ভাই আসলেই বান্দর দি গ্রেট B-)) ,
উনারা মনে হয় শীতনিদ্রায় আছেন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠের জন্যে :)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভুলপথে প্রতিদিন নির্ভুল শেষ লাইনটা গভীর, সহজিয়া গভীর

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



জী ! জনাব বিখ্যাত সাধু বাবা, আপনি ঠিকই বলেছেন, আপনি অইত্যন্ত ভালু পুলা।

:)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

ডি মুন বলেছেন: হা হা হা হ :)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



হাসিস না বুঝলি, হাসিস না। একটা ফোনও দিতে পারিস, কিন্তু সেইটাও তুই দিস না। যাই হোক আমিও ফোন দেই না সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আমি ফোন দেইনা বলে তুইও ফোন দিবি না ? এইডা একটা কথা !!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

ডি মুন বলেছেন: যাই হোক আমিও ফোন দেই না সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আমি ফোন দেইনা বলে তুইও ফোন দিবি না ? এইডা একটা কথা !!! ------------- হা হা হা হা , হাসমু না কানমু B-))

অসাধারণ কমেন্ট। কাগজে প্রিন্ট কইরা বান্ধাইয়া রাখতে হইব :)

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কাছে যতিচিহ্নের ব্যবহারটা ভালো লেগেছে। অর্থবহ করে তুলেছে।



+++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

ডি মুন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



নীচে অবশ্যই আমার নাম সহকারে বাঁধাই করে রাখবি। বাঁধাই করার খরচ সব আমি দিমুনে। B-))

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

ডি মুন বলেছেন: B-)) :)
ওকে

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর কবিতা। বলার কিছু খুঁজে পেলাম নাহ। একখান +

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। অনেক দিন পর তোমার কবিতা পড়লাম।

কেমন আছো?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

ডি মুন বলেছেন: ভালো আছি সুমন ভাই
:)

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

প্রবাসী পাঠক বলেছেন: লোকে বলে ব্লগে নাকি চাঁদ এসেছে,
না গো না, চাঁদ নয়
আমাদের ডি মুন এসেছে-------

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

ডি মুন বলেছেন: বাহ ! অসাধারণ গান
মুগ্ধ হইয়া গেলাম প্রবাসী ভাই :)

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



@প্রবাসী পাঠক

সুপার লাইক দিলাম। =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

ডি মুন বলেছেন: :-B

প্রবাসী ভাই জিন্দাবাদ মুর্দাবাদ

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২

রুদ্র জাহেদ বলেছেন: তারপর;
একা একা আজীবন
ভুলপথে প্রতিদিন নির্ভুল ।
"ভুলপথে প্রতিদিন নির্ভুল" লাইনটা একটু বেশি স্পর্শ করে গেল।অনেক ভালো লাগলো কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: তারপর ;
সকাল বিকাল ছন্নছাড়া ভাবনাগুলো
পুড়ে যাক , হারিয়ে যাক ।
আপনার মতো ট্রাই করলাম , আপনার অতো করে এই ফরম্যাটে অর্থবহ কিছু আমি দাঁড় করাতে পারবোনা মনে হয় ,এগুলো কবিরাই পারে !

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

ডি মুন বলেছেন: আপনি নিজেই তো কবি অভি ভাই :)
:)

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ভাল ভাল ………খুউব ভাল

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেকদিন পর আসলেন কবি ভাই

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

ডি মুন বলেছেন: হ্যাঁ , অনেকদিন পর এলাম। ভালো আছেন নিশ্চয়ই।
:)

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ সকাল । শেষ লাইনটা বড্ড খাটি কথা লিখেছেন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ডি মুন বলেছেন: ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা :)

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

অগ্নি সারথি বলেছেন: কোবতে ভাল হয়েছে ডি মুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

ডি মুন বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি
ভালো থাকুন।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//ভুল পথে প্রতিদিন নির্ভুল//

আহা কী কথা! |-)

কবিতা পড়িলাম, আমি তাহারে পড়িলাম। সেই সাথে পড়িলাম
কাণ্ডারি অথর্ব, প্রবাসী পাঠক, স্বপ্নবাজ অভি প্রমুখ কবিকুলের বাণীসকল...
পড়িয়া মুগ্ধ! :)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

ডি মুন বলেছেন: হা হা হা
ধন্যবাদ মইনুল ভাই

উনাদের বাণীসকল পড়ে আমিও আনন্দিত :)

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

সুলতানা রহমান বলেছেন: তারপর?
ভুল পথে ভুল সময়ে,
দেখা হয় ভুল মানুষে,
এই করে জীবন,
যাচ্ছেই, যাবে।
আপনার মত ট্রাই করলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

ডি মুন বলেছেন: বাহ, সুন্দর হয়েছে
:)

ধন্যবাদ

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

ধমনী বলেছেন: দারুণ। স্লিম কবিতা!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন: 'স্লিম কবিতা' - খুব সুন্দর বলেছেন তো।
ভালো লাগল :)

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

নেক্সাস বলেছেন: প্রিয় মুন মেলাদিন পরে। দারুন লাগলো কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই
অনেক দিন পরে এলাম। তবে আপনাদের সবাইকে পেয়ে ভালো লাগছে :)

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

গন্ধ গণতন্ত্র বলেছেন: অসাধাৱণ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ গন্ধ গণতন্ত্র

আপনার নিকনেমটি সুন্দর।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

চ্যাং বলেছেন: আপনে কোনায় আছিলেন এদ্দিন?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

ডি মুন বলেছেন: ছিলাম কোনো কোণায় :)

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সাহসী সন্তান বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে! কমেন্টে অনেকেই বলছে আপনি অনেক দিন পর ব্লগে ফিরলেন? তো আর একটু বড় করে ফিরতেন! মানে কবিতাটা আর একটু বড় হলে আরো ভাল হতো মনে হয়! পড়তে বেশ লাগছিল!



শুভ কামনা জানবেন!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

ডি মুন বলেছেন: হা হা
বেশি বড় করতে ইচ্ছে করল না ।
পড়তে ভালো লেগেছে জেনে ভালো লাগল :)
ভালো থাকুন

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

জুন বলেছেন: তারপর;
একা একা আজীবন
ভুলপথে প্রতিদিন নির্ভুল ।

আমি আপনার কবিতার বক্তব্যের সাথে সম্পুর্ন একমত ডিমুন।
+

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

ডি মুন বলেছেন: ধন্যবাদ জুনাপু
ভালো থাকুন

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

রাজিয়া সুলতানা বলেছেন: "তারপর;
একা একা আজীবন
ভুলপথে প্রতিদিন নির্ভুল ........."
..........তার আর পর নাই............ পর নাই! অসাধারণ!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

ডি মুন বলেছেন: ধন্যবাদ কবিতাপাঠের জন্যে
ভালো থাকুন

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: সাস ভাইয়ের সাথে একমত।
আরো বড় হইলে আরো ভাল হইতো। ছোটটাই তো চমৎকার লাগলো। আরো বড় হইলে - আরো অনেকক্ষণ পড়া যাইতো।

ছোট লিখলেন ক্যান?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

ডি মুন বলেছেন: বেশি বড় লিখলে নিজের কাছেই একঘেয়ে লাগত, এজন্য ছোট লিখেছি। আর তাছাড়া যে কথা অল্প কথায় বলা যায়, তা অহেতুক দীর্ঘ করে লাভ কী !
ধন্যবাদ কবিতা পড়ার জন্যে।
ভালো থাকুন।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

টোকাই রাজা বলেছেন: পুরো কবিতাটা খুব চমৎকার, তবে ভুলপথে প্রতিদিন
নির্ভুল শেষ লাইনটা জোশ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

ডি মুন বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তারপর;
একা একা আজীবন
ভুলপথে প্রতিদিন নির্ভুল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

ডি মুন বলেছেন: ভুলপথে আনন্দ সাথী হোক সেলিম ভাই :)

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




তারপর ?
তার আর পর নেই
নেই কোনও ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাকনা ............


অনেক দিন পরে এলেন তা ও আবার ভুলপথে নির্ভুল চলবেন আজীবন , এই বারতা নিয়ে । স্যাড ভেরী স্যাড ...........

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

ডি মুন বলেছেন: হা হা
কবিতায় কি মানুষ শুধু নিজের কথাই বলে !!!

কবিতা পাঠের জন্যে ধন্যবাদ
ভালো থাকুন আহমেদ জী এস ভাই

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

আমিনুর রহমান বলেছেন:


কাম নাই তো তাই খই বাজিস তাই না !
এইডা কোন কবিতা হইছে B:-)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

ডি মুন বলেছেন: ছিঃ আমিন ভাই , বাজে কথা বলে না। লোকে মন্দ বলবে !!!!
এরকম সুন্দর কবিতা কোথাও পাবেন না, গ্যারান্টি :)
দেইখেন, আমি একদিন কবিতায় নোবেল পাব :)

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:



নুবেল তো আমি এখনই দিতে পারি B:-) তুই শুধু একবার বল ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

ডি মুন বলেছেন: থাক, দরকার নাই। আপনি আমারে নুবেল দিলে মাহমুদ ভাইরে আর প্রবাসী ভাইরে কী দিবেন B-))
উনাদের দুজনের মাঝখানে নুবেল সমানভাবে বণ্টন কইরা দেন। :-B

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

খেয়ালি দুপুর বলেছেন: কবিতায় ভিন্নতার ছাপ লেগে আছে। চমৎকার কবিতা। শুভকামনা অনেক।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২

ডি মুন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

মানবী বলেছেন:
কবিতার ভাবনা আর ছন্দ... দুটোই খুব সুন্দর!!

ধন্যবাদ ডি মুন।


২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

ডি মুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ভালো থাকুন

৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ++++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

ডি মুন বলেছেন: ধন্যবাদ

৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ একটা কবিতা। শুভ প্রত্যাবর্তন।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

ডি মুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, প্রিয় গল্পকার।

৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আবু শাকিল বলেছেন: অনেক দিন পর দেখলাম ভাইয়া সাথে অল্প কথায় গভীর ভাবার্থের কবিতা।
ছবিটাও মুগ্ধ করেছে ।
ছবিটা কোথা থেকে তুলে আনলেন ।
শুভেচ্ছা জানবেন।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ডি মুন বলেছেন: ছবি নেট থেকেই নেয়া, র‍্যানডম সার্চ দিয়ে।

কবিতা পড়ার জন্যে ধন্যবাদ।

৪২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

এহসান সাবির বলেছেন: মুগ্ধ পাঠ....!!

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

ডি মুন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

ডি মুন বলেছেন: শুভ নতুন বছর সাবির ভাই
আনন্দে কাটুক আগামী দিনগুলো :)

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মেঘচুমো ইমারত শব্দটা মাথায় গেঁথে থাকবে অনেকদিন। ধন্যবাদ মুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রোফেসর
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
ভালো থাকুন। :)

৪৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: কথা খুব অল্প
তবু যেন গল্প
দেয় বলে অনেক
থেমে পড়ি ক্ষনেক
দেখে নিই আছে কিছু
মন তার ছোটে পিছু.......।


অনেক ভাল লেগেছে ।
শুভ কামনা রইল ।
আমার জন্যও দোয়া করবেন ।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

ডি মুন বলেছেন: ছন্দময় মন্তব্যে আনন্দ পেলাম :)

আপনিও ভালো থাকুন।

৪৬| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:
অপরুপ দৃশ্য !!

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ডি মুন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.