| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্ঘটনা, এক্সিডেন্ট, সংঘর্ষ, বোমা হামলা?? নো প্রবলেম
সাংবাদিক আহত আর আঁটকে পড়া লোক কে জিজ্ঞাসা করবে “ আপনার এই মুহূর্তে অনুভুতি”
শুরু হবে টক শো- যার কোন সিদ্ধান্ত আসে না।
গঠিত হবে তদন্ত টিম- যার কোন রিপোর্ট বের হয়না
রাজনৈতিক নেতারা কিছু বড় বড় বুলি ঝাড়বেন ও কিছু নির্দেশ দিবেন- যার কোন বাস্তবায়ন নেই
ছোট বেলায় আমার হাল্কা হাল্কা মনে পরে, উম্মাদ বা এই জাতীয় কোন ম্যাগাজিনে দেখেছিলাম কমিক আকারে, একজন লোক পুকুরে ডুবে যাচ্ছে আর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে আপনার এই মুহূর্তে অনুভুতি কি ?
আমি সেদিন হাসছিলাম
কিন্তু জানতাম না, আমাকে এই নির্মম সত্যটা দেখা লাগবে, বিশ্বজিৎ কে দিয়ে শুরু এর আর এখন সাভারে চলছে
©somewhere in net ltd.