নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ সকাল

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:০২



আমার শ্বাসের চড়ুই
অন্ধকারে উড়ে বেড়াই । ডেকে বেড়াই ।
মরুভূমির মত বালি আর নির্জনতা থম থমে
বুকের মধ্যে সারাক্ষণ ঝিঁঝিঁ'র সরদ ।
কোথাও কেউ নেই । পাহাড় সমান ধূঁধূঁ । মৃত হিমালয় ।

শুধুই প্রবাহিত কবিদের মায়াকান্না ।

তোমরা তো গাল-মন্দ কর , কেন লিখি ,
মন খারাপের খাতায় দমবন্ধ ঘরে ।
তোমরা জাননা , আমিযে অজ্ঞাত ক্রীতদাসের দাস ।
পাকানো সাদা ধূঁয়ায় বাঁধা পড়েছি-
আমার উন্মাদ অন্ধত্বে ।
রোদ পড়লে বিলাসের লতা জানলা মুখো হয় ।

শৈশব , যৌবন কিছু জানিনে , বুঝতেও পারিনে
কতটা সঞ্চিত হলে দেহ জাগে-
প্যাচ খাওয়া সাপের মিলনে ,
ডিএনএ-এর পাকস্থলিতে ।
কতটা পরিশ্রম করলে যৌবন জাগে
শৈশবের বিছানায় , আমি জানিনে
শরীর মনের বালাই বুঝিনে ,
বুঝতেও চাইনে ।

বিছানার দু'পাশে নদী । তাতে আকাশ গভীর ।
মাছেদের খেলা দেখি পাখির চোখে ।
আমার নিরাপদ কান্নাগুলোকে কবিতা ভাবি
শিল্পীর হাত ধরে স্থাপত্যের ছবি আঁকি
হাহাকারের রক্তরং মুছি চোখেচোখ রেখে ।


তোমরা ভেবনা
এই অন্ধকার , নিখোঁজ সকাল খুঁজব
বিষ্টি ভাঙ্গা মেঘের গোলিতে দাঁড়িয়ে সূর্য্যকে আহ্বান করে ।



অন্যঋচ

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:১৩

লক্ষ্মীছেলে বলেছেন: রোদ পড়লে বিলাসের লতা জানলা মুখো হয় ।
বিছানার দু'পাশে নদী । তাতে আকাশ গভীর ।
মাছেদের খেলা দেখি পাখির চোখে ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৩

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৮:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিছানার দু'পাশে নদী । তাতে আকাশ গভীর ।
মাছেদের খেলা দেখি পাখির চোখে ।
আমার নিরাপদ কান্নাগুলোকে কবিতা ভাবি
শিল্পীর হাত ধরে স্থাপত্যের ছবি আঁকি
হাহাকারের রক্তরং মুছি চোখেচোখ রেখে ।" ভালো ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থেকো

৩| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ভাললেগেছে।

কেন লিখির, সুন্দর উত্তর কবিরঃ

//তোমরা তো গাল-মন্দ কর , কেন লিখি ,
মন খারাপের খাতায় দমবন্ধ ঘরে ।
তোমরা জাননা , আমিযে অজ্ঞাত ক্রীতদাসের দাস ।//


ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে আছ ভেবে ভাললাগল ঃ


শুভেচ্ছা রইল

৪| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার পত্রিকার জন্য লেখাপাঠাও

৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:২১

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভালো! (+)

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: অনেকদিন পর এলে
ভাললাগার যোগসূত্র ধরে

৬| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৩৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: দেজোকা, তোমার কবিতা ভালোই হইছে। ভালো কি, অনেক অংশ অসাধারণও লাগলো। কিন্তু বানানের এমন ধর্ষন করছো কেন? বিশেষ করে বাঙ্গালী হবার পরেও বৃষ্টি বানান ভুল করা দন্ডনীয় অপরাধ হিসেবে ধরা উচিত।

যাইহোক, উন্নতি হবে তোমার আরও এই কামনা করি।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতা চলিত ভাষায় লেখা হয়েছে তাই বিষ্টি বানানটা পুঁথিগত ভাবে ভুল হলেও আমাদের মৌখিক উচ্চারণে ঠিক

৭| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: আপনার কবিতা থেকে অনেক নতুনত্ব শিখি।
তাই বারবার পড়ি।
++++

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার দুঃখ আমার কবিতা নিরবাচিত পৃষ্টায় যায় না কি জানি আমি ভারতীয় বলে নাকি

৮| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখ কইরো না! আমার পোস্টও সহজে নির্বাচিত পাতায় যায়না । মেলাদিন পর ১ তারিখের পোস্টটা নির্বাচিত পাতায় গেছে ।

৯| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪১

কালনী নদী বলেছেন: আপনার কবিতা পরে ছোটবেলান হারানো সকালের কথা মনে পরে গেল- পুরাই নষ্ঠালজিক হয়ে গেলাম দাদা!!!!
+++++++== লেখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.