নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন

দেবশ্রী চক্রবর্ত্তী

আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন

দেবশ্রী চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

নিওলিথিক স্তব্ধতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

নিওলিথিক স্তব্ধতা

দেবশ্রী চক্রবর্ত্তী

সত্যি,ইদানীং আত্মহত্যার কথা ভাবি ।
শতজীর্ন নীল মশারিটার ভেতর কেটে যাচ্ছে
আমার এক একটি সহানুভূতি হীন রাত ,
আজও মৃত্যু আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ।
রাত বারার সাথে সাথে প্যারাফিন লন্ঠন জ্বলে ওঠে
আমার নোংরা নীল মশারির ভেতরে ।
আমার জানলার পাশে শুয়ে থাকা ঘেয়ো কুকুরের ঘ্রাণ
ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায় ।
বিছানায় বসে আমি বার বার দুই হাত রগরাই,
দেখি জানালার করাতের ছায়া পড়েছে দেওয়ালে
যা দিনদিন মাকড়শার মতন জ্বাল বিস্তার করে চলেছে ।
বিষণ্ণ পাখার শব্দে ডিপ্রেশন জমাট বাধে ইস্পাত শীতল কঠোরতায় ।
কাচের বোতলে পরে থাকা ঘুমের ওষুধের নিওলিথিক স্তব্ধতারা মৃত্যুকে ছুঁয়ে যায় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

রুদ্র জাহেদ বলেছেন: তীব্র তিক্ত অনুভূতি অভিজ্ঞতার মতো।চমৎকার কবিতা

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

দেবশ্রী চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.