নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন

দেবশ্রী চক্রবর্ত্তী

আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন

দেবশ্রী চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

মা কে লেখা চিঠি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

মা কে লেখা চিঠি

দেবশ্রী


মা আমি ভালো আছি,
কারণ ভালো থাকাটা একান্ত জরুরি ।
শহরের অভিজাত পাড়ায় কুড়ি তলায় আমার ফ্ল্যাটটি ,
বেড রুমের জানালা দিয়ে ঝাঁ চকচকে শহর খানি দেখি ।

মা আমি ভালো আছি,
কারণ ভালো থাকাটা একান্ত জরুরি ।
গরমের কষ্ট যে কি তা ভুলেই গেছি,
আমার শরীরকে শীতলতার পরশ দেয় এ.সি ;
তবু তোমার হাত পাখার হাওয়া বড্ড যে মা মিস করি ।

ঝুলনের মেলার কাঁচের চুড়ি,
রথের মেলার মাটির পুতুল রকমারি
মনের কোণে এখনও মারে উকি ঝুঁকি,
ড্রয়িং রুমের মোমের পুতুল হয়ে বসে থাকি ।
তবুও মা, আমি ভালো আছি ,
কারণ ভালো থাকাটা একান্ত জরুরি ।

তোমার সহজ সরল মেয়ে ছিলাম আমি,
সংসার করতে এসে অনেক খানি পাল্টে গেছি
অভিনয়টা ভালোই যে রপ্ত করেছি ।
মা আমি সত্যিই পাল্টে গেছি ।

আলমারি ভরা শাড়ি, গয়না ভরা বাক্সর
মাঝে জীবনের সুখ খুঁজি ।
তবু তোমার ছেঁড়া কাঁথার ঘ্রাণ
এখনও যে মা খুঁজে মরি,
দিনে চার বেলা ওষুধ গিলে
অতীত কে ভুলে থাকি,
মাগো, আমি সত্যিই কি ভালো আছি ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.